ETV Bharat / state

Governor CV Ananda Bose: বাংলা আমার দ্বিতীয় ঘর, দক্ষিণেশ্বর থেকে 'একতা যাত্রা'র ঘোষণা রাজ্যপালের - জগদীপ ধনকড়

রবিবার দক্ষিণেশ্বর মন্দিরে এসে 'একতা যাত্রা'র ঘোষণা করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (Governor CV Ananda Bose) ৷ বাংলা ভাষা ও সংস্কৃতিকে আরও ভালোভাবে জানার ইচ্ছা প্রকাশ করেন তিনি ৷

Governor CV Ananda Bose
রাজ্যপাল
author img

By

Published : Jan 29, 2023, 5:42 PM IST

দক্ষিণেশ্বর থেকে একতা যাত্রার ঘোষণা রাজ্যপালের

দক্ষিণেশ্বর, 29 জানুয়ারি: দক্ষিণেশ্বর মন্দিরে মা ভবতারিণীর কাছে সস্ত্রীক পুজো দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (Governor CV Ananda Bose)। এদিন মন্দির থেকেই বাংলাকে আরও ভালোভাবে চিনতে 'একতা যাত্রা' করবেন বলে ঘোষণা করলেন তিনি ৷ জগদীপ ধনকড় উপরাষ্ট্রপতি হওয়ার পর বেশ কিছুদিন অস্থায়ী রাজ্যপাল ছিলেন লা গণেশন ৷ এরপরই বাংলার স্থায়ী রাজ্যপাল হিসাবে দায়িত্ব নেন সিভি আনন্দ বোস । রাজ্যপালের দায়িত্ব নেওয়ার পর বাংলা ভাষা শেখার ইচ্ছা প্রকাশ করেন তিনি ৷ সেই উদ্দেশে সরস্বতী পুজোর দিন বাংলায় হাতেখড়িও দেন রাজ্যপাল ৷ আর এই ঘটনাকে ঘিরেই বাংলার রাজ্য-রাজনীতিতে নতুন বিতর্কের সৃষ্টি হয় ৷

তারপরেই তিনি দিল্লি গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করতে । সেখান থেকে ফিরে রবিবার সকালে তিনি সস্ত্রীক আসেন দক্ষিণেশ্বর মন্দিরে । এদিন রাজ্যপালের সফর ঘিরে কড়া নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছিল দক্ষিণেশ্বর মন্দির চত্বর । পুজো দিয়ে বেড়িয়ে এসে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন তিনি ৷ রাজ্যপাল বলেন, "বাংলার অন্যতম তীর্থক্ষেত্র এই দক্ষিণেশ্বর এবং ঠাকুর রামকৃষ্ণের স্মৃতিবিজড়িত এই মন্দির ৷ তাই এই মন্দিরে মায়ের কাছে পুজো দিতে এসেছি ।"

বাংলা ভাষার প্রশংসা করে তিনি বলেন, "এই ভাষাটা শেখার ব্যাপারে কিছুটা অগ্রগতি হয়েছে । বাংলা আমার দ্বিতীয় ঘর । স্বাভাবিকভাবেই আমাকে এখানকার সংস্কৃতি ও ভাষা আত্মস্থ করতে হবে । আমিও এখানকার মানুষকে ভালোবাসি । ভারতবর্ষ একটি মহান দেশ এবং স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণের মতো মানুষ আমার জন্য আশীর্বাদ স্বরূপ ৷ তাই আমি এখানে আসতে পেরেছি ।" তবে বাংলার সংস্কৃতির প্রশংসা করলেও অমিত শাহের সঙ্গে বৈঠক এবং বাংলার রাজনৈতিক বিষয় এড়িয়ে যান তিনি ।

Governor CV Ananda Bose
দক্ষিণেশ্বরে সস্ত্রীক পুজো দিতে এলেন রাজ্যপাল

রাজ্যপালের দক্ষিণেশ্বর ভ্রমণ সম্পর্কে মন্দিরের সম্পাদক কুশল চৌধুরী বলেন, "তিনি খুব অভিভূত ৷ দক্ষিণেশ্বরে এসে মাতৃ দর্শন করে ও বিভিন্ন দেবদেবীকে প্রণাম করেছেন রাজ্যপাল ৷ এখান থেকেই তিনি ঘোষণা করেছেন, সম্প্রতি বা একতার যাত্রা করবেন ৷ যাতে বাংলার মানুষের সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয় তাঁর এবং বাংলার সংস্কৃতিকে আরও গভীরভাবে জানতে পারেন তিনি ৷"

আরও পড়ুন: আমি বাংলার মানুষকে ভালোবাসি, নেতাজি আমার নায়ক; হাতে খড়ি দিয়ে বললেন রাজ্যপাল

দক্ষিণেশ্বর থেকে একতা যাত্রার ঘোষণা রাজ্যপালের

দক্ষিণেশ্বর, 29 জানুয়ারি: দক্ষিণেশ্বর মন্দিরে মা ভবতারিণীর কাছে সস্ত্রীক পুজো দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (Governor CV Ananda Bose)। এদিন মন্দির থেকেই বাংলাকে আরও ভালোভাবে চিনতে 'একতা যাত্রা' করবেন বলে ঘোষণা করলেন তিনি ৷ জগদীপ ধনকড় উপরাষ্ট্রপতি হওয়ার পর বেশ কিছুদিন অস্থায়ী রাজ্যপাল ছিলেন লা গণেশন ৷ এরপরই বাংলার স্থায়ী রাজ্যপাল হিসাবে দায়িত্ব নেন সিভি আনন্দ বোস । রাজ্যপালের দায়িত্ব নেওয়ার পর বাংলা ভাষা শেখার ইচ্ছা প্রকাশ করেন তিনি ৷ সেই উদ্দেশে সরস্বতী পুজোর দিন বাংলায় হাতেখড়িও দেন রাজ্যপাল ৷ আর এই ঘটনাকে ঘিরেই বাংলার রাজ্য-রাজনীতিতে নতুন বিতর্কের সৃষ্টি হয় ৷

তারপরেই তিনি দিল্লি গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করতে । সেখান থেকে ফিরে রবিবার সকালে তিনি সস্ত্রীক আসেন দক্ষিণেশ্বর মন্দিরে । এদিন রাজ্যপালের সফর ঘিরে কড়া নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছিল দক্ষিণেশ্বর মন্দির চত্বর । পুজো দিয়ে বেড়িয়ে এসে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন তিনি ৷ রাজ্যপাল বলেন, "বাংলার অন্যতম তীর্থক্ষেত্র এই দক্ষিণেশ্বর এবং ঠাকুর রামকৃষ্ণের স্মৃতিবিজড়িত এই মন্দির ৷ তাই এই মন্দিরে মায়ের কাছে পুজো দিতে এসেছি ।"

বাংলা ভাষার প্রশংসা করে তিনি বলেন, "এই ভাষাটা শেখার ব্যাপারে কিছুটা অগ্রগতি হয়েছে । বাংলা আমার দ্বিতীয় ঘর । স্বাভাবিকভাবেই আমাকে এখানকার সংস্কৃতি ও ভাষা আত্মস্থ করতে হবে । আমিও এখানকার মানুষকে ভালোবাসি । ভারতবর্ষ একটি মহান দেশ এবং স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণের মতো মানুষ আমার জন্য আশীর্বাদ স্বরূপ ৷ তাই আমি এখানে আসতে পেরেছি ।" তবে বাংলার সংস্কৃতির প্রশংসা করলেও অমিত শাহের সঙ্গে বৈঠক এবং বাংলার রাজনৈতিক বিষয় এড়িয়ে যান তিনি ।

Governor CV Ananda Bose
দক্ষিণেশ্বরে সস্ত্রীক পুজো দিতে এলেন রাজ্যপাল

রাজ্যপালের দক্ষিণেশ্বর ভ্রমণ সম্পর্কে মন্দিরের সম্পাদক কুশল চৌধুরী বলেন, "তিনি খুব অভিভূত ৷ দক্ষিণেশ্বরে এসে মাতৃ দর্শন করে ও বিভিন্ন দেবদেবীকে প্রণাম করেছেন রাজ্যপাল ৷ এখান থেকেই তিনি ঘোষণা করেছেন, সম্প্রতি বা একতার যাত্রা করবেন ৷ যাতে বাংলার মানুষের সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয় তাঁর এবং বাংলার সংস্কৃতিকে আরও গভীরভাবে জানতে পারেন তিনি ৷"

আরও পড়ুন: আমি বাংলার মানুষকে ভালোবাসি, নেতাজি আমার নায়ক; হাতে খড়ি দিয়ে বললেন রাজ্যপাল

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.