ETV Bharat / state

তৃণমূলের 'বাহুবলী' নেতা শেখ শাহজাহানের গ‍্যারাজ থেকে মিলল সরকারি ছাপ দেওয়া ত্রিপলের স্তুপ - Sheikh Shahjahan

Sheikh Shahjahan: সন্দেশখালির তৃণমূলের 'বাহুবলী' নেতা শেখ শাহজাহানের নির্মীয়মান গ‍্যারেজ থেকে মিলল সরকারি ছাপ দেওয়া ত্রিপল। 'সরকারি' ছাপ দেওয়া ত্রিপল কী করে আসল তৃণমূল নেতা শেখ শাহজাহানের গ‍্যারেজে ? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে চঞ্চল্যকর তথ্য সামনে এসেছে।

a
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 6, 2024, 11:03 PM IST

সন্দেশখালি, 6 জানুয়ারি: সন্দেশখালি কাণ্ডে মাস্টারমাইন্ড দাপুটে তৃণমূল নেতা শেখ শাহজাহানের কীর্তির যেন শেষ নেই ! যতই সময় গড়াচ্ছে ততই তাঁর কীর্তির কথা সামনে আসতে শুরু করেছে। বেরিয়ে আসছে নানা অজানা তথ্যও। কীভাবে শাসকদলের এই 'বাহুবলী' নেতা আজ কোটিপতি, সেসব নিয়ে একদিকে যেমন রহস্য রয়েছে ! অন‍্যদিকে, তেমনই শেখ শাহজাহানের চালচিত্রের বহরের তালিকাও ক্রমশ দীর্ঘ হচ্ছে ! এসব নিয়ে যখন দিনভর চর্চা চলছে। তখনই 'বাহুবলী' নেতার আরেক কীর্তি সামনে এল শনিবার। তাঁর প্রাসাদোপম বাড়ির ঠিক পাশের গ‍্যারেজে মিলল 'সরকারি' ছাপ দেওয়া ত্রিপল। একটি, দুটি নয় ! একেবারে ডাঁই করে রাখা রয়েছে ত্রিপল। যা প্রকাশ‍্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে বঙ্গ রাজনীতিতে।

কিন্তু 'সরকারি' ছাপ দেওয়া ত্রিপল কী করে আসল তৃণমূল নেতা শেখ শাহজাহানের গ‍্যারেজে ? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে চঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। সূত্রের খবর, শাহজাহানের গ‍্যারেজে যে ত্রিপল ডাঁই করে রাখা হয়েছে সেগুলো আদতে পশ্চিমবঙ্গ সরকারের বিপর্যয় মোকাবিলা দফতরের।সেই ত্রিপলের গায়ে লেখাও রয়েছে সেটি। অর্থ‍াৎ প্রাকৃতিক বিপর্যয়ের সময় দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন‍্যই এই ত্রাণসামগ্রী পাঠানো হয়েছিল।কিন্তু, তা যে দুর্গত মানুষের অধিকাংশের কাছে পৌঁছয়নি তা এই ঘটনাতেই স্পষ্ট। উলটে এই 'বাহুবলী' নেতা সরকারের পাঠানো সেই ত্রিপল ব‍্যবহার করছেন নিজের স্বার্থে। গরিব মানুষকে বিলি করার জন্য যে ত্রিপল, সেই ত্রিপল দিয়েই গ্যারেজের ছাউনি বানানো হয়েছে।

উল্লেখ্য, এর আগে আমফানের সময় রাজ‍্যের বিভিন্ন প্রান্তে সরকারের বিলি করার ত্রিপল চুরির অভিযোগ উঠেছিল। এনিয়ে বারবার সরব হয়েছিল বিরোধীরা। বিভিন্ন প্রসঙ্গ উঠলে এখনও মাঝেমধ্যেই তা নিয়ে শাসক শিবিরকে খোঁচা দেয় বিরোধীরা। ত্রিপল চুরির অভিযোগ উঠেছিল উত্তর 24 পরগনাতেও। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, যাদের এমন প্রাসাদোপম বাড়ি রয়েছে ! সেখানে গরিব, দুর্গত মানুষদের সাহায্যের জন্য বিলি করার ত্রিপল কী করছে ? বিপর্যয়ে দুর্গতদের জন্য বরাদ্দ ত্রিপল দিয়ে নির্মীয়মাণ গ্যারেজের ছাউনি গড়তে হল কেন ? এসব প্রশ্নই এখন আবর্তিত হতে শুরু করেছে তৃণমূলের 'বাহুবলী' নেতা শেখ শাহজাহানকে ঘিরে। এদিকে, শুক্রবারের হামলার ঘটনার পর থেকেই এলাকায় আর দেখা পাওয়া যাচ্ছে না শেখ শাহজাহান কিংবা তাঁর পরিবারের কোনও লোকজনকেই।

আরও পড়ুন:

  1. শেখ শাহজাহানের নামে লুকআউট নোটিশ জারি করল ইডি
  2. সন্দেশখালি কাণ্ডে এবার ইডির বিরুদ্ধেই এফআইআর পুলিশের
  3. 'আমি দুর্নীতি করিনি', অন্তরাল থেকে অডিয়ো বার্তা শেখ শাহজাহানের

সন্দেশখালি, 6 জানুয়ারি: সন্দেশখালি কাণ্ডে মাস্টারমাইন্ড দাপুটে তৃণমূল নেতা শেখ শাহজাহানের কীর্তির যেন শেষ নেই ! যতই সময় গড়াচ্ছে ততই তাঁর কীর্তির কথা সামনে আসতে শুরু করেছে। বেরিয়ে আসছে নানা অজানা তথ্যও। কীভাবে শাসকদলের এই 'বাহুবলী' নেতা আজ কোটিপতি, সেসব নিয়ে একদিকে যেমন রহস্য রয়েছে ! অন‍্যদিকে, তেমনই শেখ শাহজাহানের চালচিত্রের বহরের তালিকাও ক্রমশ দীর্ঘ হচ্ছে ! এসব নিয়ে যখন দিনভর চর্চা চলছে। তখনই 'বাহুবলী' নেতার আরেক কীর্তি সামনে এল শনিবার। তাঁর প্রাসাদোপম বাড়ির ঠিক পাশের গ‍্যারেজে মিলল 'সরকারি' ছাপ দেওয়া ত্রিপল। একটি, দুটি নয় ! একেবারে ডাঁই করে রাখা রয়েছে ত্রিপল। যা প্রকাশ‍্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে বঙ্গ রাজনীতিতে।

কিন্তু 'সরকারি' ছাপ দেওয়া ত্রিপল কী করে আসল তৃণমূল নেতা শেখ শাহজাহানের গ‍্যারেজে ? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে চঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। সূত্রের খবর, শাহজাহানের গ‍্যারেজে যে ত্রিপল ডাঁই করে রাখা হয়েছে সেগুলো আদতে পশ্চিমবঙ্গ সরকারের বিপর্যয় মোকাবিলা দফতরের।সেই ত্রিপলের গায়ে লেখাও রয়েছে সেটি। অর্থ‍াৎ প্রাকৃতিক বিপর্যয়ের সময় দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন‍্যই এই ত্রাণসামগ্রী পাঠানো হয়েছিল।কিন্তু, তা যে দুর্গত মানুষের অধিকাংশের কাছে পৌঁছয়নি তা এই ঘটনাতেই স্পষ্ট। উলটে এই 'বাহুবলী' নেতা সরকারের পাঠানো সেই ত্রিপল ব‍্যবহার করছেন নিজের স্বার্থে। গরিব মানুষকে বিলি করার জন্য যে ত্রিপল, সেই ত্রিপল দিয়েই গ্যারেজের ছাউনি বানানো হয়েছে।

উল্লেখ্য, এর আগে আমফানের সময় রাজ‍্যের বিভিন্ন প্রান্তে সরকারের বিলি করার ত্রিপল চুরির অভিযোগ উঠেছিল। এনিয়ে বারবার সরব হয়েছিল বিরোধীরা। বিভিন্ন প্রসঙ্গ উঠলে এখনও মাঝেমধ্যেই তা নিয়ে শাসক শিবিরকে খোঁচা দেয় বিরোধীরা। ত্রিপল চুরির অভিযোগ উঠেছিল উত্তর 24 পরগনাতেও। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, যাদের এমন প্রাসাদোপম বাড়ি রয়েছে ! সেখানে গরিব, দুর্গত মানুষদের সাহায্যের জন্য বিলি করার ত্রিপল কী করছে ? বিপর্যয়ে দুর্গতদের জন্য বরাদ্দ ত্রিপল দিয়ে নির্মীয়মাণ গ্যারেজের ছাউনি গড়তে হল কেন ? এসব প্রশ্নই এখন আবর্তিত হতে শুরু করেছে তৃণমূলের 'বাহুবলী' নেতা শেখ শাহজাহানকে ঘিরে। এদিকে, শুক্রবারের হামলার ঘটনার পর থেকেই এলাকায় আর দেখা পাওয়া যাচ্ছে না শেখ শাহজাহান কিংবা তাঁর পরিবারের কোনও লোকজনকেই।

আরও পড়ুন:

  1. শেখ শাহজাহানের নামে লুকআউট নোটিশ জারি করল ইডি
  2. সন্দেশখালি কাণ্ডে এবার ইডির বিরুদ্ধেই এফআইআর পুলিশের
  3. 'আমি দুর্নীতি করিনি', অন্তরাল থেকে অডিয়ো বার্তা শেখ শাহজাহানের
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.