ETV Bharat / state

বনগাঁ সীমান্তে দেড় কোটি টাকার সোনার বিস্কুট উদ্ধার

author img

By

Published : Dec 19, 2020, 10:39 AM IST

বিএসএফ সূত্রে খবর, উদ্ধার হয় 23 টি সোনার বিস্কুট ৷ যার ওজন প্রায় আড়াই কেজি । ওই সোনার দাম ভারতীয় বাজারমূল্যে 1 কোটি 37 লাখ 89 হাজার 849 টাকা । ধৃত পাচারকারীর নাম সুখদেব বিশ্বাস ।

Gold biscuits worth 1.5 crore recovered at Bangaon border , north 24 paraganas
বনগাঁ সীমান্তে দেড় কোটি টাকার সোনার বিস্কুট উদ্ধার

বনগাঁ, 19 ডিসেম্বর : ফের সীমান্তে সোনার বিস্কুট উদ্ধার । 23 টি সোনার বিস্কুট-সহ এক পাচারকারীকে পাকড়াও করল সীমান্তরক্ষী বাহিনী । বিএসএফের 158 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা সোনার বিস্কুটগুলো উদ্ধার করে । গতকাল ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার ঘোনারমাঠ এলাকায় ।

বিএসএফ সূত্রে খবর, উদ্ধার হয় 23 টি সোনার বিস্কুট ৷ যার ওজন প্রায় আড়াই কেজি । ওই সোনার দাম ভারতীয় বাজারমূল্যে 1 কোটি 37 লাখ 89 হাজার 849 টাকা । ধৃত পাচারকারীর নাম সুখদেব বিশ্বাস । তার বাড়ি পুরাতন বনগাঁর ঘোনারমাঠ এলাকায় । সোনার বিস্কুটগুলো বাংলাদেশ থেকে ভারতে আনা হচ্ছিল । আজ সকাল সাড়ে 9 টা নাগাদ ওই পাচারকারীকে সাইকেলে চড়ে ঘোনারমাঠ এলাকার ঘুরতে দেখা যায় । ফেন্সিং গেট দিয়ে আসতে দেখে বিএসএফ জওয়ানরা তাকে দাঁড়াতে বলেন । কিন্তু সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে । জওয়ানরা তাকে তাড়া করে ধরে ফেলেন । তল্লাশি চালিয়ে তার সাইকেলের বাঁধা কাপড়ের ব্যাগ থেকে 23 টি সোনার বিস্কুট উদ্ধার হয় । বিএসএফ কর্তৃপক্ষ সোনার বিস্কুট-সহ ধৃত পাচারকারীকে ডাইরেক্টর অফ রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই) ইউনিটের হাতে তুলে দিয়েছে বিএসএফ ।

বনগাঁ, 19 ডিসেম্বর : ফের সীমান্তে সোনার বিস্কুট উদ্ধার । 23 টি সোনার বিস্কুট-সহ এক পাচারকারীকে পাকড়াও করল সীমান্তরক্ষী বাহিনী । বিএসএফের 158 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা সোনার বিস্কুটগুলো উদ্ধার করে । গতকাল ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার ঘোনারমাঠ এলাকায় ।

বিএসএফ সূত্রে খবর, উদ্ধার হয় 23 টি সোনার বিস্কুট ৷ যার ওজন প্রায় আড়াই কেজি । ওই সোনার দাম ভারতীয় বাজারমূল্যে 1 কোটি 37 লাখ 89 হাজার 849 টাকা । ধৃত পাচারকারীর নাম সুখদেব বিশ্বাস । তার বাড়ি পুরাতন বনগাঁর ঘোনারমাঠ এলাকায় । সোনার বিস্কুটগুলো বাংলাদেশ থেকে ভারতে আনা হচ্ছিল । আজ সকাল সাড়ে 9 টা নাগাদ ওই পাচারকারীকে সাইকেলে চড়ে ঘোনারমাঠ এলাকার ঘুরতে দেখা যায় । ফেন্সিং গেট দিয়ে আসতে দেখে বিএসএফ জওয়ানরা তাকে দাঁড়াতে বলেন । কিন্তু সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে । জওয়ানরা তাকে তাড়া করে ধরে ফেলেন । তল্লাশি চালিয়ে তার সাইকেলের বাঁধা কাপড়ের ব্যাগ থেকে 23 টি সোনার বিস্কুট উদ্ধার হয় । বিএসএফ কর্তৃপক্ষ সোনার বিস্কুট-সহ ধৃত পাচারকারীকে ডাইরেক্টর অফ রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই) ইউনিটের হাতে তুলে দিয়েছে বিএসএফ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.