বারাসত, 21 জানুয়ারি: গোবরডাঙার নকপুলের ভাঙচুরের ঘটনায় ধৃত 21 BJP নেতা-কর্মীকে জামিন দিল বারাসত আদালত। এদিন একপ্রকার লোকচক্ষুর আড়ালে ধৃত নেতা-কর্মীদের আদালত চত্বরে নিয়ে আসে পুলিশ ৷ BJP-র বিক্ষোভের আশঙ্কাতেই পুলিশের এমন পদক্ষেপ বলে মনে করা হচ্ছে ।
প্রসঙ্গত, সোমবার রাজ্য সরকারের প্রকল্প কর্মতীর্থ ভবনে মাদ্রাসা হবে এই গুজব ছড়ানোয় রণক্ষেত্রের চেহারা নেয় গোবরডাঙার নকপুল এলাকা। নবনির্মিত কর্মতীর্থে ভাঙচুর চালানোর পাশাপাশি আগুন লাগানোর চেষ্টা করা হয় । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ । এরপর পুলিশ-জনতা খণ্ডযুদ্ধ বেধে যায় ৷ ক্ষুব্ধ জনতা পুলিশকে লক্ষ্য করে ইট ছুড়তে শুরু করে । অবস্থা সামাল দিতে পুলিশ লাঠিচার্জ করে । ফাটায় কাঁদানে গ্যাসের শেল । পরে RAF ও কমব্যাট ফোর্স এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । এই ঘটনায় গ্রেপ্তার হয় BJP-র ২১ নেতা-কর্মী ।
নকপুলের ঘটনায় গতকাল রাতেই হাবরা ও গোবরডাঙা থেকে ওই 21 জনকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে রয়েছেন BJP-র গোবরডাঙা মণ্ডল সভাপতি আশিস বন্দ্যোপাধ্যায় ও তাঁর কাউন্সিলর স্ত্রী ঝুমা বন্দ্যোপাধ্যায় (কর), স্থানীয় মহিলা মোর্চার অবজারভার মীরা সরকার প্রমুখ ৷ যদিও BJP-র দাবি, ঘটনার সঙ্গে দলের সম্পর্ক নেই । যা হয়েছে তা সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত আন্দোলন। স্থানীয় BJP নেতাদের দাবি, দলের কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে । এদিকে পুলিশ জানিয়েছে, গন্ডগোলের ঘটনায় জড়িতদেরই গ্রেপ্তার করা হয়েছে । পুলিশ সূত্রে খবর, ধৃতদের বিরুদ্ধে সরকারি সম্পত্তি নষ্ট করা, ভাঙচুর, অবরোধ, পুলিশের কাজে বাধা দেওয়া সহ কয়েকটি ধারায় মামলা করা হয়েছে।
আজ ধৃত 21 জনকে বারাসত আদালতে তোলা হয় ৷ পরে তাদের জামিন দেয় আদালত ৷