ব্যারাকপুর, 6 মে : ভোট চলছিল নৈহাটির বিজয়নগর স্কুলের একটি বুথে । অভিযোগ, তৃণমূলের কর্মীরা অবাধে ছাপ্পা ভোট দিচ্ছিল সেখানে। সকাল থেকে ভোটারদের লাইনে দেখা যায়নি । খবর পেয়ে ঘটনাস্থানে যান BJP প্রার্থী অর্জুন সিং। এরপরই বুথ থেকে বেরিয়ে এসে তৃণমূলকর্মীরা বিক্ষোভ দেখাতে শুরু করে । গো ব্যাক অর্জুন সিং স্লোগান তুলে তৃণমূলকর্মীরা অর্জুন সিংকে তাড়া করে ।
স্থানীয় সূত্রে খবর, বিজয়নগর স্কুলের বুথে অর্জুন সিং পৌঁছাতেই বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমূলের কর্মীরা । তারা দাবি করে, আমাদের এখানে শান্তিপূর্ণ ভোট হয় । কোনওদিন কোনও অশান্তি হয় না । সব গুন্ডা এখান থেকে বেরিয়ে যাও । অর্জুন সিংয়ের ভয়ে সব লাইন থেকে বেরিয়ে যাচ্ছে । মস্তানি করতে এসেছে । এরপরই তৃণমূলকর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে অর্জুন সিং । তারা অর্জুন সিংকে ঘিরে ধরে । গো ব্যাক অর্জুন সিং স্লোগান তুলে তাড়া করে । পরে গাড়িতে করে সেখান থেকে চলে যান অর্জুন সিং ।