ETV Bharat / state

শীতের রাতে মাঠে পড়ে শিশু, কান্না শুনে উদ্ধার স্থানীয়দের

চিকিৎসকরা জানিয়েছেন, এখন শিশুটির অবস্থা স্বাভাবিক আছে । কীভাবে শিশুকন্যাটি ওখানে এল, তা নিয়ে তদন্ত শুরু করেছে বসিরহাট থানা ।

child
উদ্ধার হওয়া শিশু
author img

By

Published : Dec 30, 2019, 5:31 AM IST

বসিরহাট, 30 ডিসেম্বর : এক কন্যাশিশুকে রাস্তার পাশের খোলা মাঠ থেকে উদ্ধার করলেন স্থানীয়রা । ঘটনাটি বসিরহাট থানার সংগ্রামপুরের ।

শনিবার গভীর রাতে স্থানীয়রা ওই শিশুর কান্নার আওয়াজ শুনতে পান । গিয়ে দেখেন তেঁতুলিয়া রোডের পাশে ফাঁকা মাঠের মধ্যে পনেরো থেকে আঠারো দিন বয়সের কন্যাসন্তানটি কাঁদছে । স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে বসিরহাট থানার পুলিশকে দেয় ৷ পুলিশ এসে ওই শিশুকে চিকিৎসার জন্যে বসিরহাট জেলা হাসপাতালের পাঠিয়ে দেয় । সেখানে এখন চিকিৎসা চলছে শিশুটির । কীভাবে শিশুকন্যাটি ওখানে এল, তা নিয়ে তদন্ত শুরু করেছে বসিরহাট থানা ।

বসিরহাট জেলা হাসপাতালের সুপার শ্যামল হালদার বলেন, পুলিশ এসে শিশুটিকে হাসপাতালে দিয়ে গেছে । চিকিৎসকরা জানিয়েছেন, এখন শিশুটির অবস্থা স্বাভাবিক আছে । যেহেতু শীতের রাতে খোলা মাঠে পড়েছিল ৷ তাই, চিকিৎসার সবরকম ব্যবস্থা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ । নার্সরা সবসময় তার খেয়াল রাখছে ৷

বসিরহাট, 30 ডিসেম্বর : এক কন্যাশিশুকে রাস্তার পাশের খোলা মাঠ থেকে উদ্ধার করলেন স্থানীয়রা । ঘটনাটি বসিরহাট থানার সংগ্রামপুরের ।

শনিবার গভীর রাতে স্থানীয়রা ওই শিশুর কান্নার আওয়াজ শুনতে পান । গিয়ে দেখেন তেঁতুলিয়া রোডের পাশে ফাঁকা মাঠের মধ্যে পনেরো থেকে আঠারো দিন বয়সের কন্যাসন্তানটি কাঁদছে । স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে বসিরহাট থানার পুলিশকে দেয় ৷ পুলিশ এসে ওই শিশুকে চিকিৎসার জন্যে বসিরহাট জেলা হাসপাতালের পাঠিয়ে দেয় । সেখানে এখন চিকিৎসা চলছে শিশুটির । কীভাবে শিশুকন্যাটি ওখানে এল, তা নিয়ে তদন্ত শুরু করেছে বসিরহাট থানা ।

বসিরহাট জেলা হাসপাতালের সুপার শ্যামল হালদার বলেন, পুলিশ এসে শিশুটিকে হাসপাতালে দিয়ে গেছে । চিকিৎসকরা জানিয়েছেন, এখন শিশুটির অবস্থা স্বাভাবিক আছে । যেহেতু শীতের রাতে খোলা মাঠে পড়েছিল ৷ তাই, চিকিৎসার সবরকম ব্যবস্থা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ । নার্সরা সবসময় তার খেয়াল রাখছে ৷

Intro:সদ্যোজাত কন্যাসন্তান উদ্ধার, জীবন ফেরালেন বাসিন্দারা

বসিরহাটঃ হাবড়ায় যখন সদ্যোজাতের মুন্ডু হল। ঠিক তখন সদ্যোজাত এক কন্যাশিশুকে রাস্তার পাশের খোলা মাঠ থেকে উদ্ধার করলেন বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে বসিরহাট থানার সংগ্রামপুরে। শনিবার গভীর রাতে এলাকাবাসীরা এক সদ্যোজাত শিশুর কান্নার আওয়াজ শুনতে পান। স্থানীয় বাসিন্দারা গিয়ে দেখে তেঁতুলিয়া রোডের পাশে ফাঁকা মাঠের মধ্যে পনেরো থেকে আঠারো দিন বয়সের সদ্যোজাত এক কন্যাসন্তান কাঁদছে।স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে বসিরহাট থানার পুলিশকে খবর দিলে পুলিশ ওই শিশুকে সেবা শুশ্রূষা করার জন্যে বসিরহাট জেলা হাসপাতালের পাঠিয়ে দেয়। সেখানে এখন চিকিৎসা চলছে। কন্যাসন্তান উদ্ধার হওয়ায় রীতিমতো চাঞ্চল্য এলাকায়। তদন্তে নেমেছে বসিরহাট থানার পুলিশ। কীভাবে সদ্যোজাত শিশুকন্যাটি ওখানে এল তদন্ত শুরু করেছে বসিরহাট থানা। বসিরহাট জেলা হাসপাতালের সুপার শ্যামল হালদার জানিয়েছেন, শিশুটিকে উদ্ধার করেছেন বাসিন্দারা। পরে পুলিশ এসে হাসপাতালে দিয়ে গেছে। চিকুৎসকদের মতে, এখন শিশুটির অবস্থা স্বাভাবিক আছে । যেহেতু শীতের রাতে খোলা মাঠে পড়েছিল, তাই, চিকিৎসার সবরকম ব্যবস্থা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। ইতিমধ্যে সদ্যোজাত কন্যাসন্তানকে পেয়ে যত্নে আগলে রেখেছে হাসপাতালে নার্সরা।

বাইট-১- প্রভাত কুন্ডু ,উদ্ধারকারী এলাকাবাসী।
বাইট-২- মমতা বৈদ্য ,এলাকাবাসী।
বাইট-৩-এলাকাবাসী।Body:সদ্যোজাত কন্যাসন্তান উদ্ধার, জীবন ফেরালেন বাসিন্দারা

বসিরহাটঃ হাবড়ায় যখন সদ্যোজাতের মুন্ডু হল। ঠিক তখন সদ্যোজাত এক কন্যাশিশুকে রাস্তার পাশের খোলা মাঠ থেকে উদ্ধার করলেন বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে বসিরহাট থানার সংগ্রামপুরে। শনিবার গভীর রাতে এলাকাবাসীরা এক সদ্যোজাত শিশুর কান্নার আওয়াজ শুনতে পান। স্থানীয় বাসিন্দারা গিয়ে দেখে তেঁতুলিয়া রোডের পাশে ফাঁকা মাঠের মধ্যে পনেরো থেকে আঠারো দিন বয়সের সদ্যোজাত এক কন্যাসন্তান কাঁদছে।স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে বসিরহাট থানার পুলিশকে খবর দিলে পুলিশ ওই শিশুকে সেবা শুশ্রূষা করার জন্যে বসিরহাট জেলা হাসপাতালের পাঠিয়ে দেয়। সেখানে এখন চিকিৎসা চলছে। কন্যাসন্তান উদ্ধার হওয়ায় রীতিমতো চাঞ্চল্য এলাকায়। তদন্তে নেমেছে বসিরহাট থানার পুলিশ। কীভাবে সদ্যোজাত শিশুকন্যাটি ওখানে এল তদন্ত শুরু করেছে বসিরহাট থানা। বসিরহাট জেলা হাসপাতালের সুপার শ্যামল হালদার জানিয়েছেন, শিশুটিকে উদ্ধার করেছেন বাসিন্দারা। পরে পুলিশ এসে হাসপাতালে দিয়ে গেছে। চিকুৎসকদের মতে, এখন শিশুটির অবস্থা স্বাভাবিক আছে । যেহেতু শীতের রাতে খোলা মাঠে পড়েছিল, তাই, চিকিৎসার সবরকম ব্যবস্থা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। ইতিমধ্যে সদ্যোজাত কন্যাসন্তানকে পেয়ে যত্নে আগলে রেখেছে হাসপাতালে নার্সরা।

বাইট-১- প্রভাত কুন্ডু ,উদ্ধারকারী এলাকাবাসী।
বাইট-২- মমতা বৈদ্য ,এলাকাবাসী।
বাইট-৩-এলাকাবাসী।Conclusion:সদ্যোজাত কন্যাসন্তান উদ্ধার, জীবন ফেরালেন বাসিন্দারা

বসিরহাটঃ হাবড়ায় যখন সদ্যোজাতের মুন্ডু হল। ঠিক তখন সদ্যোজাত এক কন্যাশিশুকে রাস্তার পাশের খোলা মাঠ থেকে উদ্ধার করলেন বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে বসিরহাট থানার সংগ্রামপুরে। শনিবার গভীর রাতে এলাকাবাসীরা এক সদ্যোজাত শিশুর কান্নার আওয়াজ শুনতে পান। স্থানীয় বাসিন্দারা গিয়ে দেখে তেঁতুলিয়া রোডের পাশে ফাঁকা মাঠের মধ্যে পনেরো থেকে আঠারো দিন বয়সের সদ্যোজাত এক কন্যাসন্তান কাঁদছে।স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে বসিরহাট থানার পুলিশকে খবর দিলে পুলিশ ওই শিশুকে সেবা শুশ্রূষা করার জন্যে বসিরহাট জেলা হাসপাতালের পাঠিয়ে দেয়। সেখানে এখন চিকিৎসা চলছে। কন্যাসন্তান উদ্ধার হওয়ায় রীতিমতো চাঞ্চল্য এলাকায়। তদন্তে নেমেছে বসিরহাট থানার পুলিশ। কীভাবে সদ্যোজাত শিশুকন্যাটি ওখানে এল তদন্ত শুরু করেছে বসিরহাট থানা। বসিরহাট জেলা হাসপাতালের সুপার শ্যামল হালদার জানিয়েছেন, শিশুটিকে উদ্ধার করেছেন বাসিন্দারা। পরে পুলিশ এসে হাসপাতালে দিয়ে গেছে। চিকুৎসকদের মতে, এখন শিশুটির অবস্থা স্বাভাবিক আছে । যেহেতু শীতের রাতে খোলা মাঠে পড়েছিল, তাই, চিকিৎসার সবরকম ব্যবস্থা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। ইতিমধ্যে সদ্যোজাত কন্যাসন্তানকে পেয়ে যত্নে আগলে রেখেছে হাসপাতালে নার্সরা।

বাইট-১- প্রভাত কুন্ডু ,উদ্ধারকারী এলাকাবাসী।
বাইট-২- মমতা বৈদ্য ,এলাকাবাসী।
বাইট-৩-এলাকাবাসী।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.