ঠাকুরনগর, 29 মার্চ : মধুকৃষ্ণ ত্রয়োদশীতে হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি উপলক্ষ্যে আজ মতুয়া সমাজের উদ্দেশ্য ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আজ বিকাল সাড়ে চারটের সময় ভার্চুয়াল সেই সভা সম্প্রচারিত হবে ৷ প্রধানমন্ত্রীর সেই বার্তা সরাসরি মতুয়াদের কাছে পৌঁছে দিতে ঠাকুরবাড়িতে 15টি জায়েন্ট স্ক্রিন বসানো হয়েছে (Giant Screens Have been Set up for PM Virtual Speech at Matua Thakurbari) ৷ ঠাকুরনগরের বিভিন্ন প্রান্তে আরও 5টি জায়েন্ট স্ক্রিন লাগানো হয়েছে ৷
মধুকৃষ্ণ ত্রয়োদশীতে হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি উপলক্ষ্যে ঠাকুরনগর ঠাকুরবাড়িতে পুণ্যস্নান ও মতুয়া মেলাযর আয়োজন করা হয়েছে ৷ মতুয়া সমাজের সবচেয়ে বড় উৎসব এটি ৷ যে উৎসবে অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মতুয়া ভক্তরা ঠাকুরবাড়িতে আসেন ৷ ইতিমধ্যে বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর মতুয়া ভক্ত ঠাকুরবাড়িতে এসে পৌঁছেছেন ৷ মতুয়া মহাসঙ্ঘের সভাপতি শান্তনু ঠাকুর বলেন, ‘‘এ বছর প্রায় 30 লক্ষ মতুয়া ভক্তের সমাগত হবে ঠাকুরবাড়িতে ৷’’
আরও পড়ুন : PM Modi's Greetings to Motuya : হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি উপলক্ষে শুভেচ্ছাবার্তা পাঠালেন প্রধানমন্ত্রী
দেশের বিভিন্ন প্রান্ত থেকে মতুয়া ভক্তদের ঠাকুরবাড়িতে আনতে মোট 15টি ট্রেনের ব্যবস্থা করা হয়েছে ৷ যেখানে মহারাষ্ট্র, উত্তরাখণ্ড, অসম থেকে ট্রেন ঠাকুরনগর যাবে ৷ পাশাপাশি, রাজ্যেও কোচবিহার-সহ বিভিন্ন জেলা থেকে ট্রেন ছাড়বে মতুয়াদের জন্য ৷ সোনারপুর, গেদে থেকে বিশেষ লোকাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে ৷