ETV Bharat / state

গারুলিয়ায় চাপে BJP, সুনীল সিংয়ের বিরুদ্ধে অনাস্থা - in Garulia municipality TMC councillor bring no confidence motion

গারুলিয়া পৌরসভার চার কাউন্সিলর BJP ছেড়ে তৃণমূলে ফিরে আসেন ৷ ফলে BJP সংখ্যাগরিষ্ঠতা হারায় । BJP-র কাউন্সিলর সংখ্যা কমে দাঁড়ায় 8 জন ৷ তৃণমূলের কাউন্সিলর সংখ্যা বেড়ে দাঁড়ায় 12 জন এবং ফরওয়ার্ড ব্লকের 1 জন । এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আজ গারুলিয়া পৌরসভার এগজ়িকিউটিভ অফিসারের কাছে পৌরপ্রধান সুনীল সিং-এর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন তৃণমূলের 12 কাউন্সিলর ।

গারুলিয়া পৌরসভা
author img

By

Published : Sep 16, 2019, 5:02 PM IST

Updated : Sep 16, 2019, 8:56 PM IST

গারুলিয়া, 16 সেপ্টেম্বর : কাঁচরাপাড়া, হালিশহর ও নৈহাটির মতই গারুলিয়া পৌরসভার চার কাউন্সিলর সম্প্রতি BJP ছেড়ে তৃণমূলে প্রত্যাবর্তন করেন ৷ ফলে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে BJP ৷ আজ পৌরসভার এগজ়িকিউটিভ অফিসারের কাছে পৌরপ্রধান সুনীল সিং-এর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন পৌরসভার মোট 12 জন কাউন্সিলর ৷

2010 সাল থেকে 21 ওয়ার্ড বিশিষ্ট গারুলিয়া পৌরসভা ছিল তৃণমূলের দখলে । দীর্ঘ 9 বছর পৌরপ্রধান হিসেবে কার্যভার সামলেছেন সুনীল সিং ৷ সুনীলবাবু সম্পর্কে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং-এর ভগ্নীপতি ৷ গারুলিয়া পৌরসভায় তৃণমূলের 19, নির্দল-1, ফরওয়ার্ড ব্লকের একজন কাউন্সিলর ছিলেন । সম্প্রতি ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে সাংসদ হন BJP-র অর্জুন সিং ৷ তারপরই কাঁচরাপাড়া, নৈহাটি, হালিশহর, ভাটপাড়া পৌরসভায় পালা বদল হয় । অধিকাংশ তৃণমূল কাউন্সিলর তৃণমূল ছেড়ে BJP-তে যোগদান করেন ৷ ফলে ওই সমস্ত পৌরসভাগুলি BJP-র দখলে চলে যায় । গারুলিয়া পৌরসভায় তৃণমূলের 19 জন কাউন্সিলরের মধ্যে 12 জন BJP-তে যোগদান করেছিল ৷ ফলে সংখ্যাগরিষ্ঠতার নিরিখে গারুলিয়া পৌরসভার দখল নিয়েছিল BJP ৷ পৌরপ্রধান সুনীল সিং-ও BJP-তে চলে যান ৷ সম্প্রতি BJP-তে ছেড়ে চার কাউন্সিলর ফের তৃণমূলে ফিরে আসেন ৷ ফলে BJP সংখ্যাগরিষ্ঠতা হারায় । BJP-র কাউন্সিলর কমে দাঁড়ায় 8-এ ৷ তৃণমূলের কাউন্সিলর বেড়ে দাঁড়ায় 12 ও ফরওয়ার্ড ব্লকের 1 জন । এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আজ গারুলিয়া পৌরসভার এগজ়িকিউটিভ অফিসারের কাছে পৌরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন তৃণমূলের 12 কাউন্সিলর ।

Garulia municipality TMC councillor bring no  confidence motion against Chairman Sunil Singh
গারুলিয়া পৌরসভার পৌরপ্রধান সুনীল সিং

এখন পৌরপ্রধানের হাতে 15 দিন রয়েছে । এই সময়সীমার মধ্যে যদি আস্থা অর্জন করতে পারলে বোর্ড BJP-র থেকে যাবে । আর তা না হলে তৃণমূলের বোর্ড গঠনের সম্ভাবনা রয়েছে ৷

ভিডিয়োয় দেখুন

এ বিষয়ে তৃণমূল কাউন্সিলর সঞ্জয় সিং বলেন, "যারা BJP-তে গেছিলেন তাঁরা মানুষের কাছে যেতে পারছেন না ৷ কারণ BJP-র কোন কাজটা আছে যেটা দেখিয়ে মানুষের কাছে যাবেন ? অন্যদিকে দিদি অনেক কাজ করেছেন ৷ যার বাড়িতে যাবেন, তাঁকে বলতে পারবেন যে দিদি এই কাজটা করেছেন ৷ তাই ওঁরা BJP-র হয়ে কাজ করতে পারছেন না বলে ফিরে এসেছেন ৷"

অন্যদিকে পৌরপ্রধান সুনীল সিং বলেন, "19 জন কাউন্সিলরই যদি BJP-তে যোগাদন করেন তাহলে আগামীদিনে পৌরসভা BJP-র দখলে আসবে ৷"

গারুলিয়া, 16 সেপ্টেম্বর : কাঁচরাপাড়া, হালিশহর ও নৈহাটির মতই গারুলিয়া পৌরসভার চার কাউন্সিলর সম্প্রতি BJP ছেড়ে তৃণমূলে প্রত্যাবর্তন করেন ৷ ফলে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে BJP ৷ আজ পৌরসভার এগজ়িকিউটিভ অফিসারের কাছে পৌরপ্রধান সুনীল সিং-এর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন পৌরসভার মোট 12 জন কাউন্সিলর ৷

2010 সাল থেকে 21 ওয়ার্ড বিশিষ্ট গারুলিয়া পৌরসভা ছিল তৃণমূলের দখলে । দীর্ঘ 9 বছর পৌরপ্রধান হিসেবে কার্যভার সামলেছেন সুনীল সিং ৷ সুনীলবাবু সম্পর্কে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং-এর ভগ্নীপতি ৷ গারুলিয়া পৌরসভায় তৃণমূলের 19, নির্দল-1, ফরওয়ার্ড ব্লকের একজন কাউন্সিলর ছিলেন । সম্প্রতি ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে সাংসদ হন BJP-র অর্জুন সিং ৷ তারপরই কাঁচরাপাড়া, নৈহাটি, হালিশহর, ভাটপাড়া পৌরসভায় পালা বদল হয় । অধিকাংশ তৃণমূল কাউন্সিলর তৃণমূল ছেড়ে BJP-তে যোগদান করেন ৷ ফলে ওই সমস্ত পৌরসভাগুলি BJP-র দখলে চলে যায় । গারুলিয়া পৌরসভায় তৃণমূলের 19 জন কাউন্সিলরের মধ্যে 12 জন BJP-তে যোগদান করেছিল ৷ ফলে সংখ্যাগরিষ্ঠতার নিরিখে গারুলিয়া পৌরসভার দখল নিয়েছিল BJP ৷ পৌরপ্রধান সুনীল সিং-ও BJP-তে চলে যান ৷ সম্প্রতি BJP-তে ছেড়ে চার কাউন্সিলর ফের তৃণমূলে ফিরে আসেন ৷ ফলে BJP সংখ্যাগরিষ্ঠতা হারায় । BJP-র কাউন্সিলর কমে দাঁড়ায় 8-এ ৷ তৃণমূলের কাউন্সিলর বেড়ে দাঁড়ায় 12 ও ফরওয়ার্ড ব্লকের 1 জন । এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আজ গারুলিয়া পৌরসভার এগজ়িকিউটিভ অফিসারের কাছে পৌরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন তৃণমূলের 12 কাউন্সিলর ।

Garulia municipality TMC councillor bring no  confidence motion against Chairman Sunil Singh
গারুলিয়া পৌরসভার পৌরপ্রধান সুনীল সিং

এখন পৌরপ্রধানের হাতে 15 দিন রয়েছে । এই সময়সীমার মধ্যে যদি আস্থা অর্জন করতে পারলে বোর্ড BJP-র থেকে যাবে । আর তা না হলে তৃণমূলের বোর্ড গঠনের সম্ভাবনা রয়েছে ৷

ভিডিয়োয় দেখুন

এ বিষয়ে তৃণমূল কাউন্সিলর সঞ্জয় সিং বলেন, "যারা BJP-তে গেছিলেন তাঁরা মানুষের কাছে যেতে পারছেন না ৷ কারণ BJP-র কোন কাজটা আছে যেটা দেখিয়ে মানুষের কাছে যাবেন ? অন্যদিকে দিদি অনেক কাজ করেছেন ৷ যার বাড়িতে যাবেন, তাঁকে বলতে পারবেন যে দিদি এই কাজটা করেছেন ৷ তাই ওঁরা BJP-র হয়ে কাজ করতে পারছেন না বলে ফিরে এসেছেন ৷"

অন্যদিকে পৌরপ্রধান সুনীল সিং বলেন, "19 জন কাউন্সিলরই যদি BJP-তে যোগাদন করেন তাহলে আগামীদিনে পৌরসভা BJP-র দখলে আসবে ৷"

Intro:ফের বিজেপিতে ভাঙ্গন ধরতে চলেছে ব্যারাকপুরে।ব্যারাকপুর সাংসদ অর্জুন সিং এর খাসতালুক গারুলিয়া পৌরসভা হাতছাড়া হতে চলেছে বিজেপির। বিজেপি পরিচালিত এই পৌরসভায় অনাস্থা প্রস্তাব আনলে তৃণমূল শেষ পর্যন্ত কে জয়লাভ করবে তারই অপেক্ষায় রাজনৈতিক মহল।Body:সেই 2010 সাল থেকে 21 ওয়ার্ড বিশিষ্ট গারুলিয়া পৌরসভা তৃণমূলের দখলে ছিল। তৃণমূলের সেই বোর্ডে দীর্ঘ নয় বছর ধরে পৌরপ্রধান হিসেবে কার্য্যভার সামলেছেন গারুলিয়ার দোর্দণ্ডপ্রতাপ নেতা ব্যারাকপুর সাংসদ অর্জুন সিং এর ভগ্নীপতি সুনীল সিং।চলতি বোর্ড এর কাউন্সিলর সদস্য সংখ্যা ছিল তৃণমূল 19, নির্দল 1, ফরওয়ার্ড ব্লক 1।এরপর সম্প্রতি ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে বিজেপি সাংসদ অর্জুন সিং জয়লাভ করার পর কাঁচরাপাড়া, নৈহাটি, হালিশহর,ভাটপাড়া পৌরসভার পালা বদল হয়। অধিকাংশ তৃণমূল কাউন্সিলর তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করায় এই সমস্ত পৌরসভা গুলি বিজেপির দখলে চলে যায়। সেই পথে হেঁটে গারুলিয়া পৌরসভার তৃণমূলের 19 জনের মধ্যে 12 জন বিজেপিতে যোগদান করার পর এই পৌরসভা সংখ্যাগরিষ্ঠতার নিরিখে বিজেপি দখল নেয়। কিন্তু এই পরিস্থিতি খুব বেশী দিন স্থায়ী হলো না। কাঁচরাপাড়া, হালিশহর, নৈহাটির পথে হেঁটে গারুলিয়া পৌরসভার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করা চার কাউন্সিলর ফের বিজেপি ছেড়ে তৃণমূলে প্রত্যাবর্তন করে।এর ফলে বিজেপি সংখ্যা গরিষ্ঠ হারায়। সে ক্ষেত্রে বিজেপির কাউন্সিলর সংখ্যা কমে দাঁড়ায় 8 তৃণমূলের কাউন্সিলর সংখ্যা বেড়ে দাঁড়ায় 12 এবং এবং ফরওয়ার্ড ব্লক 1। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আজ গারুলিয়া পৌরসভার এক্সিকিউটিভ অফিসারের কাছে পৌরসভার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে তৃণমূলের 12 কাউন্সিলর। এরপর গারুলিয়া পৌরসভার পৌরপ্রধানের হাতে মাত্র 15 দিন সময়সীমা রয়েছে। এই 15 দিন সময়সীমার মধ্যে যদি বিজেপির হয়ে আস্থা অর্জন করতে পারে তাহলে বিজেপির বোর্ড থেকে যাবে। আর তা না হলে তৃণমূল বোর্ড গঠন করতে পারে এই পৌরসভায়। সব মিলিয়ে এই গারুলিয়া পৌরসভার ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণ কি দাঁড়ায় তারই অপেক্ষায় রয়েছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।Conclusion:বাইট - সুনীল সিং, পৌরপ্রধান

বাইট সঞ্জয় সিং - তৃণমূল কাউন্সিলর

Last Updated : Sep 16, 2019, 8:56 PM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.