ETV Bharat / state

Cyber Crime: বিলাসবহুল রিসোর্ট ভাড়া দেওয়ার নামে প্রতারণা, তপসিয়া থেকে গ্রেফতার 4

বিলাসবহুল রিসোর্ট ভাড়া দেওয়ার নামে প্রতারণা কোস্ট গার্ডের কমান্ডারকে ৷ তপসিয়া থেকে রাজারহাট থানার পুলিশ গ্রেফতার করল চারজনকে ৷

4 persons arrested for duping people
সোশাল মিডিয়ায় বিজ্ঞাপনের নামে প্রতারণা
author img

By

Published : Jun 6, 2023, 10:15 PM IST

বিলাসবহুল রিসোর্ট ভাড়া দেওয়ার নামে প্রতারণা

রাজারহাট, 6 জুন: রাজারহাটের একটি বিলাসবহুল রিসোর্ট ভাড়া দেওয়ার নাম করে সোশাল মিডিয়ায় বিজ্ঞাপন । আর সেই বিজ্ঞাপন দেখে যোগাযোগ করে প্রতারিত হলেন কোস্ট গার্ডের কমান্ডার । প্রতারণার অভিযোগে চারজনকে গ্রেফতার করা হয়েছে ৷ তপসিয়া থেকে অভিযুক্তদের গ্রেফতার করেছে রাজারহাট থানার পুলিশ ।

পুলিশ সূত্রে খবর, রাজারহাট থানার অন্তর্গত ওই বিলাসবহুল রিসোর্টটি ৷ সেখানে ভাড়া দেওয়া হচ্ছে বলে সোশাল মিডিয়ায় বিজ্ঞাপন দেওয়া হয় ৷ সেই বিজ্ঞাপন চোখে পড়ে ভারতীয় কোস্ট গার্ডের কমান্ডারের । সোশাল মিডিয়ায় দেওয়া নাম্বারে যোগাযোগ করেন তিনি । তারপর তিনি অনলাইনে বুকিংও করেন । যা ভাড়া তার অর্ধেক টাকা পেমেন্টও করে দেওয়া হয় অনলাইনে ৷ এরপর তিনি বুকিং অনুযায়ী দিনের দিন রিসোর্টে যান ৷ সেখানে গিয়ে জানতে পারে তাঁর নামে কোনো বুকিং হয়নি । এরপর তিনি যাদের কাছে বুকিং করেছিলেন তাদের সঙ্গে বার বার যোগাযোগ করার চেষ্টা করেন ৷ কিন্তু তাদের সঙ্গে কোনরকম যোগাযোগ করতে পারেননি ভারতীয় কোস্ট গার্ডের ওই কমান্ডার ।

আরও পড়ুন: সাইবার প্রতারণার শিকার প্রাক্তন পুলিশ কর্তার ছেলে, ঝাড়খণ্ড থেকে গ্রেফতার অভিযুক্ত

এমনকী ফোনও রিসিভ করছিল না অভিযুক্তরা । তখন তিনি বুঝতে পারেন যে প্রতারিত হয়েছেন । তিনি রাজারহাট থানায় 17 এপ্রিল একটি লিখিত অভিযোগ দায়ের করেন । তারপর রাজারহাট থানার পুলিশ গোটা ঘটনার তদন্তে নামে ৷ এরপর সোমবার রাতে কলকাতার তপসিয়া থেকে চারজনকে গ্রেফতার করা হয় । ধৃতদের নাম হল, আশরাফ ইমাম ৷ তিনি তপসিয়ার বাসিন্দা ৷ ইমরান ইমাম ও শেখ সাকিব, তাঁদেরও বাড়ি তপসিয়ায় ৷ মহম্মদ মিরাজ, তাঁর বাড়ি ভাঙড়ের কাশিপুরে । আজ ধৃতদের বারাসাত আদালতে তোলা হয় ৷ পুলিশের পক্ষ থেকে পাঁচ দিনের হেফাজতের আবেদন জানানো হয়েছে । এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, খতিয়ে দেখছে পুলিশ ।

বিলাসবহুল রিসোর্ট ভাড়া দেওয়ার নামে প্রতারণা

রাজারহাট, 6 জুন: রাজারহাটের একটি বিলাসবহুল রিসোর্ট ভাড়া দেওয়ার নাম করে সোশাল মিডিয়ায় বিজ্ঞাপন । আর সেই বিজ্ঞাপন দেখে যোগাযোগ করে প্রতারিত হলেন কোস্ট গার্ডের কমান্ডার । প্রতারণার অভিযোগে চারজনকে গ্রেফতার করা হয়েছে ৷ তপসিয়া থেকে অভিযুক্তদের গ্রেফতার করেছে রাজারহাট থানার পুলিশ ।

পুলিশ সূত্রে খবর, রাজারহাট থানার অন্তর্গত ওই বিলাসবহুল রিসোর্টটি ৷ সেখানে ভাড়া দেওয়া হচ্ছে বলে সোশাল মিডিয়ায় বিজ্ঞাপন দেওয়া হয় ৷ সেই বিজ্ঞাপন চোখে পড়ে ভারতীয় কোস্ট গার্ডের কমান্ডারের । সোশাল মিডিয়ায় দেওয়া নাম্বারে যোগাযোগ করেন তিনি । তারপর তিনি অনলাইনে বুকিংও করেন । যা ভাড়া তার অর্ধেক টাকা পেমেন্টও করে দেওয়া হয় অনলাইনে ৷ এরপর তিনি বুকিং অনুযায়ী দিনের দিন রিসোর্টে যান ৷ সেখানে গিয়ে জানতে পারে তাঁর নামে কোনো বুকিং হয়নি । এরপর তিনি যাদের কাছে বুকিং করেছিলেন তাদের সঙ্গে বার বার যোগাযোগ করার চেষ্টা করেন ৷ কিন্তু তাদের সঙ্গে কোনরকম যোগাযোগ করতে পারেননি ভারতীয় কোস্ট গার্ডের ওই কমান্ডার ।

আরও পড়ুন: সাইবার প্রতারণার শিকার প্রাক্তন পুলিশ কর্তার ছেলে, ঝাড়খণ্ড থেকে গ্রেফতার অভিযুক্ত

এমনকী ফোনও রিসিভ করছিল না অভিযুক্তরা । তখন তিনি বুঝতে পারেন যে প্রতারিত হয়েছেন । তিনি রাজারহাট থানায় 17 এপ্রিল একটি লিখিত অভিযোগ দায়ের করেন । তারপর রাজারহাট থানার পুলিশ গোটা ঘটনার তদন্তে নামে ৷ এরপর সোমবার রাতে কলকাতার তপসিয়া থেকে চারজনকে গ্রেফতার করা হয় । ধৃতদের নাম হল, আশরাফ ইমাম ৷ তিনি তপসিয়ার বাসিন্দা ৷ ইমরান ইমাম ও শেখ সাকিব, তাঁদেরও বাড়ি তপসিয়ায় ৷ মহম্মদ মিরাজ, তাঁর বাড়ি ভাঙড়ের কাশিপুরে । আজ ধৃতদের বারাসাত আদালতে তোলা হয় ৷ পুলিশের পক্ষ থেকে পাঁচ দিনের হেফাজতের আবেদন জানানো হয়েছে । এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, খতিয়ে দেখছে পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.