ETV Bharat / state

Minor Girl Gangraped: চোরাপথে ভারতে প্রবেশের পর গণধর্ষণের শিকার বাংলাদেশি নাবালিকা ! গ্রেফতার চার - Four arrested

Bangladeshi Minor Girl Gangraped in Bagdah: চোরাপথে ভারতে প্রবেশ করেছিল তিন নাবালিকা ৷ তাদের মধ্যে এক বাংলাদেশি নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ ৷ ঘটনায় গ্রেফতার চার যুবক ৷

Minor Girl Gangraped
গণধর্ষণের শিকার বাংলাদেশি নাবালিকা
author img

By

Published : Aug 19, 2023, 7:57 PM IST

ভারতে প্রবেশের পর গণধর্ষণের শিকার বাংলাদেশি নাবালিকা

বাগদা, 19 অগস্ট: বাংলাদেশ থেকে কাজের সন্ধানে বেআইনিভাবে ভারতে প্রবেশ করেছিল তিন নাবালিকা । সীমান্ত থেকে কলকাতায় নিয়ে যাওয়ার সময় এক নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ উঠল চার যুবকের বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার বাগদা থানা এলাকায় । ইতিমধ্যে অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ । তাঁদের বিরুদ্ধে পসকো আইনে মামলা রুজু হয়েছে ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশ থেকে দালাল মারফত তিন নাবালিকা চোরাপথে ভারতে প্রবেশ করেছিল । তাদের কলকাতায় পৌছে দেওয়ার কথা ছিল চার যুবকের মধ্যে একজনের। সেই মত বাগদা থানার বানেশ্বরপুর বাজারে তাদের গাড়িতে করে নিয়ে আসে অভিযুক্ত । এরপর সেখানকার একটি গ্রামে ফাকা পোল্ট্রির ফার্মে তিন নাবালিকাকে এনে রাখা হয় । অভিযোগ, শুক্রবার রাতে সেখানে এক নাবালিকার উপর গণধর্ষণ চালায় চার যুবক । সেখানে থেকে কোন মতে পালিয়ে গ্রামের মধ্যের একটি বাড়িতে আশ্রয় নেয় ওই তিন নাবালিকা । তাদের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার কথা ওই বাড়ির সদস্যদের বলে তারা । সব শুনে পরিবারটি বিষয়টি বাগদা থানায় জানায় । খবর পেয়ে পুলিশ ওই তিন নাবালিকাকে উদ্ধার করে । পরে তাদের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত চারজনকে গ্রেফতার করে পুলিশ ।

আরও পড়ুন: নাবালিকাকে 6 দিন আটকে রেখে যৌন নির্যাতন, দোষীর 20 বছরের কারাদণ্ড

এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । স্থানীয় দোলন মুণ্ডা নামে এক মহিলা বলেন, "আগে এলাকায় বিদ্যুৎ না থাকায় ছাগল চুরি হত । এখন সেই ভয় কেটেছে । কিন্তু যে ঘটনা ঘটল তাতে ভয় লাগছে । যে কোনও দিন আমাদের বাড়ির মেয়েদের সঙ্গেও তো এই ধরনের ঘটনা ঘটতে পারে । পুলিশকে কড়া ব্য়বস্থা নেওয়ায় অনুরোধ করব ৷" স্থানীররা চাইছে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের উপযুক্ত শান্তি হোক ।

ভারতে প্রবেশের পর গণধর্ষণের শিকার বাংলাদেশি নাবালিকা

বাগদা, 19 অগস্ট: বাংলাদেশ থেকে কাজের সন্ধানে বেআইনিভাবে ভারতে প্রবেশ করেছিল তিন নাবালিকা । সীমান্ত থেকে কলকাতায় নিয়ে যাওয়ার সময় এক নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ উঠল চার যুবকের বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার বাগদা থানা এলাকায় । ইতিমধ্যে অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ । তাঁদের বিরুদ্ধে পসকো আইনে মামলা রুজু হয়েছে ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশ থেকে দালাল মারফত তিন নাবালিকা চোরাপথে ভারতে প্রবেশ করেছিল । তাদের কলকাতায় পৌছে দেওয়ার কথা ছিল চার যুবকের মধ্যে একজনের। সেই মত বাগদা থানার বানেশ্বরপুর বাজারে তাদের গাড়িতে করে নিয়ে আসে অভিযুক্ত । এরপর সেখানকার একটি গ্রামে ফাকা পোল্ট্রির ফার্মে তিন নাবালিকাকে এনে রাখা হয় । অভিযোগ, শুক্রবার রাতে সেখানে এক নাবালিকার উপর গণধর্ষণ চালায় চার যুবক । সেখানে থেকে কোন মতে পালিয়ে গ্রামের মধ্যের একটি বাড়িতে আশ্রয় নেয় ওই তিন নাবালিকা । তাদের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার কথা ওই বাড়ির সদস্যদের বলে তারা । সব শুনে পরিবারটি বিষয়টি বাগদা থানায় জানায় । খবর পেয়ে পুলিশ ওই তিন নাবালিকাকে উদ্ধার করে । পরে তাদের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত চারজনকে গ্রেফতার করে পুলিশ ।

আরও পড়ুন: নাবালিকাকে 6 দিন আটকে রেখে যৌন নির্যাতন, দোষীর 20 বছরের কারাদণ্ড

এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । স্থানীয় দোলন মুণ্ডা নামে এক মহিলা বলেন, "আগে এলাকায় বিদ্যুৎ না থাকায় ছাগল চুরি হত । এখন সেই ভয় কেটেছে । কিন্তু যে ঘটনা ঘটল তাতে ভয় লাগছে । যে কোনও দিন আমাদের বাড়ির মেয়েদের সঙ্গেও তো এই ধরনের ঘটনা ঘটতে পারে । পুলিশকে কড়া ব্য়বস্থা নেওয়ায় অনুরোধ করব ৷" স্থানীররা চাইছে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের উপযুক্ত শান্তি হোক ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.