ETV Bharat / state

Deganga Blast : দেগঙ্গায় বাড়িতে বিস্ফোরণের ঘটনায় নমুনা সংগ্রহ ফরেন্সিক দলের - দেগঙ্গায় বাড়িতে বিস্ফোরণের ঘটনায় নমুনা সংগ্রহ ফরেন্সিক দলের

28 এপ্রিল দেগঙ্গায় বিস্ফোরণে বাড়ির চাল উড়ে যাওয়ার ঘটনায় তদন্তে রাজ্য পুলিশের ফরেন্সিক দল ৷ ঘটনাস্থলে গিয়ে ফরেন্সিক বিশেষজ্ঞরা নমুনা সংগ্রহ করেন (Forensic Team Collects Evidence from Incident Site in Deganga blast Case) ৷ জিজ্ঞাসাবাদ করেন ক্ষতিগ্রস্ত বাড়ির সদস্যদেরও ৷

Forensic Team Collects Evidence from Incident Site in Deganga Balst Case
Forensic Team Collects Evidence from Incident Site in Deganga Balst Case
author img

By

Published : May 11, 2022, 12:26 PM IST

দেগঙ্গা, 11 মে : বিস্ফোরণে উড়ে গিয়েছিল ঘরের চাল । ক্ষতিগ্রস্ত হয়েছিল তিনটি বাড়িও । সেই ঘটনার 12 দিনের মাথায় দেগঙ্গার ঝিকরা বাসাবাটির বিস্ফোরণ স্থলে গিয়ে নমুনা সংগ্রহ করল ফরেন্সিক দল (Forensic Team Collects Evidence from Incident Site in Deganga blast Case) ৷ ঘটনার পিছনে কোনও নাশকতা ছিল কিনা ? নাকি কেবলই দুর্ঘটনা ? তার তদন্ত করতে করতে এ দিন ফুচকা বিক্রেতা হাফিজুল ইসলামের বাড়িতে যায় রাজ্য পুলিশের ফরেন্সিক দলের দুই সদস্য ৷ নমুনা সংগ্রহের পাশাপাশি তদন্তকারীরা ক্ষতিগ্রস্ত হাফিজুল ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলে ৷

গত 28 এপ্রিল বিস্ফোরণের ঘটনাটি ঘটেছিল ৷ হাফিজুল পুলিশকে জানিয়েছেন, সেদিন বাড়িতে ফুচকা তৈরি করছিলেন হাফিজুল ইসলাম ৷ সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী ৷ সেই সময় আচমকাই আগুন ধরে যায় গ‍্যাস সিলিন্ডারের পাইপে ৷ চেষ্টা করেও আগুন নেভাতে না পারেননি তিনি ৷ ভয়ে স্ত্রী ও সন্তানদের নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে যান হাফিজুল ৷ তার কিছুক্ষণের মধ্যে বিস্ফোরণ হয় বলে পুলিশকে জানিয়েছেন তিনি ৷ বিস্ফোরণের তীব্রতায় উড়ে যায় তাঁর ঘরের চাল ৷ পুড়ে যায় যাবতীয় জিনিসপত্রও ৷

আরও পড়ুন : Gas Cylinder Explosion : দেগঙ্গায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, আহত 6

হাফিজুল ইসলাম জানিয়েছেন, আগুন তাঁর দুই ভাইয়ের বাড়িতেও ছড়িয়ে পড়ে ৷ সেই আগুন ছড়িয়ে বাকি দুই বাড়িতেও সিলিন্ডার বিস্ফোরণ হয় বলে পুলিশকে জানান তাঁরা ৷ এই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করে ৷ বিস্ফোরণের পিছনে কোনও নাশকতা রয়েছে কিনা ? তা নিশ্চিত হতে রাজ্য পুলিশের ফরেন্সিক দলের দুই আধিকারিক ঘটনাস্থলে পৌঁছয় (Forensic Investigation in Deganga blast Case) ৷ বিস্ফোরণের জায়গা থেকে বেশকিছু নমুনা তাঁরা সংগ্রহ করেছে ৷ সেই নমুনা পরীক্ষা করলেই বিস্ফোরণের কারণ জানা যাবে বলে, মনে করছে পুলিশ প্রশাসন ৷

দেগঙ্গা, 11 মে : বিস্ফোরণে উড়ে গিয়েছিল ঘরের চাল । ক্ষতিগ্রস্ত হয়েছিল তিনটি বাড়িও । সেই ঘটনার 12 দিনের মাথায় দেগঙ্গার ঝিকরা বাসাবাটির বিস্ফোরণ স্থলে গিয়ে নমুনা সংগ্রহ করল ফরেন্সিক দল (Forensic Team Collects Evidence from Incident Site in Deganga blast Case) ৷ ঘটনার পিছনে কোনও নাশকতা ছিল কিনা ? নাকি কেবলই দুর্ঘটনা ? তার তদন্ত করতে করতে এ দিন ফুচকা বিক্রেতা হাফিজুল ইসলামের বাড়িতে যায় রাজ্য পুলিশের ফরেন্সিক দলের দুই সদস্য ৷ নমুনা সংগ্রহের পাশাপাশি তদন্তকারীরা ক্ষতিগ্রস্ত হাফিজুল ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলে ৷

গত 28 এপ্রিল বিস্ফোরণের ঘটনাটি ঘটেছিল ৷ হাফিজুল পুলিশকে জানিয়েছেন, সেদিন বাড়িতে ফুচকা তৈরি করছিলেন হাফিজুল ইসলাম ৷ সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী ৷ সেই সময় আচমকাই আগুন ধরে যায় গ‍্যাস সিলিন্ডারের পাইপে ৷ চেষ্টা করেও আগুন নেভাতে না পারেননি তিনি ৷ ভয়ে স্ত্রী ও সন্তানদের নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে যান হাফিজুল ৷ তার কিছুক্ষণের মধ্যে বিস্ফোরণ হয় বলে পুলিশকে জানিয়েছেন তিনি ৷ বিস্ফোরণের তীব্রতায় উড়ে যায় তাঁর ঘরের চাল ৷ পুড়ে যায় যাবতীয় জিনিসপত্রও ৷

আরও পড়ুন : Gas Cylinder Explosion : দেগঙ্গায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, আহত 6

হাফিজুল ইসলাম জানিয়েছেন, আগুন তাঁর দুই ভাইয়ের বাড়িতেও ছড়িয়ে পড়ে ৷ সেই আগুন ছড়িয়ে বাকি দুই বাড়িতেও সিলিন্ডার বিস্ফোরণ হয় বলে পুলিশকে জানান তাঁরা ৷ এই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করে ৷ বিস্ফোরণের পিছনে কোনও নাশকতা রয়েছে কিনা ? তা নিশ্চিত হতে রাজ্য পুলিশের ফরেন্সিক দলের দুই আধিকারিক ঘটনাস্থলে পৌঁছয় (Forensic Investigation in Deganga blast Case) ৷ বিস্ফোরণের জায়গা থেকে বেশকিছু নমুনা তাঁরা সংগ্রহ করেছে ৷ সেই নমুনা পরীক্ষা করলেই বিস্ফোরণের কারণ জানা যাবে বলে, মনে করছে পুলিশ প্রশাসন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.