উত্তর 24 পরগনা, 19 অগস্ট : কারও বাবা, কারও স্বামী বা কারও ছেলে ৷ আটকে পড়েছেন আফগানিস্তানে ৷ শত চেষ্টা করেও ফিরতে পারছেন না ৷ কারণ ভারতীয় বিমান এখনও সেখানে পৌঁছয়নি ৷ রোজই শুনছেন আজ বিমান আসবে ৷ কিন্তু বাড়ি ফেরার প্রহর গোনা ব্যর্থ হচ্ছে প্রতি মুহূর্তে ৷
এদিকে প্রিয়জনের ফেরার চিন্তায় বাড়িতে চরম উৎকন্ঠায় দিন কাটাচ্ছেন উত্তর 24 পরগনা জেলার চারটি পরিবার ৷ টিভি খুললেই এখন চোখে পড়ছে তালিবানদের দখলে আফগানিস্তানের ভয়ঙ্কর রূপ ৷ বিমানের ছাদে, পাখায় ভর করে আফগানিস্তান ছেড়ে পালাচ্ছেন মানুষ ৷ অস্ত্র নিয়ে সে দেশে রাজ চালাচ্ছে তালিবানরা ৷
এইসব দেখে ভয়ে শিউরে উঠছেন জয়ন্ত বিশ্বাস, বিদ্যুৎ বিশ্বাস, সুজয় দেবনাথ, পলাশ সরকার ও প্রবীর সরকারের পরিবার ৷ এই পরিস্থিতিতে প্রিয়জনদের দ্রুত ফিরে পেতে সরকারের কাছে আবেদন জানাচ্ছেন তাঁরা ৷ সকলেরই বাড়ি উত্তর 24 পরগনায় ৷ এর মধ্যে সুজয় দেবনাথের বাড়ি অশোকনগর ও বাকিদের গোপালনগর এলাকায় ৷
আরও পড়ুন : তালিবানের দখলে আফগানিস্তান, দিদির চিন্তায় বোলপুরনিবাসী আফগান ঈদগুল
আফগানিস্তানে হোটেলে ক্যাটারিংয়ের কাজে গিয়েছিলেন ওরা ৷ কেউ আড়াই বছর, কেউ এক বছর, কেউ বা ছ'মাস ধরে রয়েছেন সেখানে ৷ করোনা পরিস্থিতির জেরে দীর্ঘদিন বাড়ি ফিরতে পারেননি ৷ কিন্তু বর্তমানে আফগানিস্তানের যা পরিস্থিতি তাতে আর সেখানে থাকতে চাইছেন না তাঁরা ৷ বাড়িতে ফোন করে ফিরিয়ে নিয়ে যাওয়ার আর্জি জানাচ্ছেন ৷
কাবুল থেকে ভিডিও কলে জয়ন্ত বিশ্বাস বলেন, ‘‘এখানে আমরা 137 জন ভারতীয় আটকে আছি । কিন্তু কাবুলে ভারতীয় বিমান পাওয়া যাচ্ছে না । ফলে আমরা ফিরতে পারছি না ৷’’
স্বামীর কথা শুনে রাতের ঘুম উড়েছে সুলতা, মল্লিকাদের ৷ কীভাবে তাঁদের ফেরানোর ব্যবস্থা করবেন তা ভেবে পাচ্ছেন না ৷ খবর পেয়ে বুধবার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে যান অশোকনগর ও গোপালনগর থানার আধিকারিক ও জনপ্রতিনিধিরা । তাঁদের কাছে ঘরের ছেলেদের দ্রুত বাড়ি ফিরিয়ে আনার আর্জি জানান ওই পাঁচ পরিবার ।
এ বিষয়ে উত্তর 24 পরগনার জেলাশাসক সুমিত গুপ্তা বলেন, "আমরা খোঁজখবর নিচ্ছি এবং আমাদের সঙ্গে যাঁরা যোগাযোগ করছেন, তাঁদের সমস্ত তথ্য নিয়ে রাজ্য সরকারকে পাঠিয়ে দিচ্ছি । সেখান থেকে যা ব্যবস্থা নেওয়ার নেবে ।"