রাজারহাট, ১৪ মে : বাজ পড়ে আগুন লাগল বৈদিক ভিলেজে । আগুনের জেরে বেশ কয়েকটি বাংলো ক্ষতিগ্রস্ত হয় । দমকলের তিনটি ইঞ্জিন পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।
গতকাল রাত ন'টা নাগাদ বাজ পড়ে বৈদিক ভিলেজের একটি কটেজে আগুন লেগে যায়। কটেজে খড়ের চাল থাকায় ও ঘরে দাহ্য পদার্থ মজুদ থাকায় দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে। আগুন ছড়িয়ে পড়ে আশপাশের কটেজেও। দূর থেকেও আগুনের লেলিহান শিখা দেখা যাচ্ছিল।
বৈদিক ভিলেজের কর্মীরা প্রথমে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন । পরে দমকলের তিনটি ইঞ্জিন পৌঁছায় । প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। সাংবাদিকরা খবর সংগ্রহে গেলে প্রথমে ঢুকতে বাধা দেন বৈদিক ভিলেজের কর্মীরা । পরে ক্যামেরা আটকে রেখে তাঁদের হেনস্থা করা হয় বলে অভিযোগ ।
দমকল সূত্রে জানা গেছে, বৈদিক ভিলেজে অগ্নিনির্বাপণ ব্যবস্থা মজুদ থাকলেও তা ব্যবহার করতে দেরি করা হয়েছে। এছাড়াও খড়ের ঘরে আগুন যাতে না লাগে তার জন্য যে ধরনের রাসায়নিক ব্যবহার করার কথা তা ব্যবহার করেনি বৈদিক ভিলেজ কর্তৃপক্ষ। এর আগেও বেশ কয়েকবার বৈদিক ভিলেজে আগুন লাগার ঘটনা ঘটেছে।