ETV Bharat / state

বসিরহাটের বয়কট হওয়া চিকিৎসকের পরিবারের পাশে পুলিশ-প্রশাসন

চিনে ছ'বছর ছিলেন চিকিৎসক ঋতুপর্ণা মণ্ডল ৷ সেই জেরে বসিরহাটের খোলাপোঁতা গ্রামে রটিয়ে দেওয়া হয়েছে ঋতুপর্ণার পরিবার কোরোনার ভাইরাস বহন করছে । বিভিন্ন সংবাদমাধ্যমে সেই খবর প্রকাশিত হওয়ার পর ওই চিকিৎসকের পরিবারের পাশে দাঁড়াল প্রশাসন ।

Finally the police-administration next to the family of the doctor who was boycotted by residents of Basirhat
অবশেষে বসিরহাটের বয়কট হওয়া চিকিৎসকের পরিবারের পাশে পুলিশ-প্রশাসন
author img

By

Published : Mar 19, 2020, 1:22 PM IST

বসিরহাট, 19 মার্চ : কোরোনা গুজবে সামাজিক বয়কটের শিকার হওয়া সেই চিকিৎসকের পরিবারের পাশে দাঁড়াল প্রশাসন । চিকিৎসক মেয়ে চিনে ছিল শুধুমাত্র সেই অজুহাতে সামাজিক বয়কটের মুখে পড়েছিল বসিরহাটের খোলাপোঁতার ওই পরিবার । বিভিন্ন সংবাদমাধ্যমে সেই খবর প্রকাশিত হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে বয়কট হওয়া চিকিৎসকের পরিবারের পাশে দাঁড়াল প্রশাসন ।

বসিরহাটের খোলাপোঁতা গ্রামে বাড়ি চিকিৎসক ঋতুপর্ণা মণ্ডলের । তিনি চিনে ছ'বছর ছিলেন । এখন তিনি দিল্লিতে চিকিৎসক হিসেবে কর্মরত । সম্প্রতি খোলাপোঁতা গ্রামে রটিয়ে দেওয়া হয়েছে ঋতুপর্ণার পরিবার কোরোনার ভাইরাস বহন করছে । তারপর থেকে ওই পরিবারকে সামাজিকভাবে বয়কট করা হয়েছে । এমনকী ওই বাড়ির পরিচারিকাকেও কাজ করতে যেতে বারণ করা হয়েছে । সেই খবর বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার পর নড়েচড়ে বসল পুলিশ-প্রশাসন ।

অবশেষে বসিরহাটের বয়কট হওয়া চিকিৎসকের পরিবারের পাশে পুলিশ-প্রশাসন

গতকাল মাটিয়া থানার OC সঞ্জীব সেনাপতির নেতৃত্বে একদল পুলিশকর্মী ও স্থানীয় খোলাপোঁতা পঞ্চায়েতের প্রধান অপরেশ মুখোপাধ্যায় সামাজিক বয়কটের মুখে পড়া ওই চিকিৎসকের বাড়িতে যান । ওই পরিবারের পাশে থেকে সব রকমভাবে সাহায্যের আশ্বাস দিয়েছেন তাঁরা । কোরোনা নিয়ে গুজব ছড়িয়ে ওই পরিবারকে কোনওরকম নিগ্রহ করা হলে প্রশাসন কঠোর ব্যবস্থা নেবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। সোশ্যাস মিডিয়ার মাধ্যমে কেউ ওই পরিবারের বিরুদ্ধে কোনও আপত্তিকর পোস্ট করলে পুলিশ আইনানুগ ব্যবস্থা নেবে বলে প্রশাসন ।

পুলিশ ইতিমধ্যে কয়েকজনের ফোন ট্র্যাক করাও শুরু করেছে। পাশাপাশি ওই পরিবারের সদস্যদের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

বসিরহাট, 19 মার্চ : কোরোনা গুজবে সামাজিক বয়কটের শিকার হওয়া সেই চিকিৎসকের পরিবারের পাশে দাঁড়াল প্রশাসন । চিকিৎসক মেয়ে চিনে ছিল শুধুমাত্র সেই অজুহাতে সামাজিক বয়কটের মুখে পড়েছিল বসিরহাটের খোলাপোঁতার ওই পরিবার । বিভিন্ন সংবাদমাধ্যমে সেই খবর প্রকাশিত হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে বয়কট হওয়া চিকিৎসকের পরিবারের পাশে দাঁড়াল প্রশাসন ।

বসিরহাটের খোলাপোঁতা গ্রামে বাড়ি চিকিৎসক ঋতুপর্ণা মণ্ডলের । তিনি চিনে ছ'বছর ছিলেন । এখন তিনি দিল্লিতে চিকিৎসক হিসেবে কর্মরত । সম্প্রতি খোলাপোঁতা গ্রামে রটিয়ে দেওয়া হয়েছে ঋতুপর্ণার পরিবার কোরোনার ভাইরাস বহন করছে । তারপর থেকে ওই পরিবারকে সামাজিকভাবে বয়কট করা হয়েছে । এমনকী ওই বাড়ির পরিচারিকাকেও কাজ করতে যেতে বারণ করা হয়েছে । সেই খবর বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার পর নড়েচড়ে বসল পুলিশ-প্রশাসন ।

অবশেষে বসিরহাটের বয়কট হওয়া চিকিৎসকের পরিবারের পাশে পুলিশ-প্রশাসন

গতকাল মাটিয়া থানার OC সঞ্জীব সেনাপতির নেতৃত্বে একদল পুলিশকর্মী ও স্থানীয় খোলাপোঁতা পঞ্চায়েতের প্রধান অপরেশ মুখোপাধ্যায় সামাজিক বয়কটের মুখে পড়া ওই চিকিৎসকের বাড়িতে যান । ওই পরিবারের পাশে থেকে সব রকমভাবে সাহায্যের আশ্বাস দিয়েছেন তাঁরা । কোরোনা নিয়ে গুজব ছড়িয়ে ওই পরিবারকে কোনওরকম নিগ্রহ করা হলে প্রশাসন কঠোর ব্যবস্থা নেবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। সোশ্যাস মিডিয়ার মাধ্যমে কেউ ওই পরিবারের বিরুদ্ধে কোনও আপত্তিকর পোস্ট করলে পুলিশ আইনানুগ ব্যবস্থা নেবে বলে প্রশাসন ।

পুলিশ ইতিমধ্যে কয়েকজনের ফোন ট্র্যাক করাও শুরু করেছে। পাশাপাশি ওই পরিবারের সদস্যদের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.