ETV Bharat / state

বিয়েতে পরিবারের বাধা, একঘরেই শেষ যাত্রা প্রেমিক যুগলের - গাইঘাটা থানার হাঁসপুর গ্রাম

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, বিনোদের সঙ্গে কয়েক মাস আগে প্রেমের সম্পর্ক তৈরি হয় পাশের গ্রামের মেয়ে প্রিয়ার । প্রিয়ার বাড়ির লোকেরা প্রেমের বিষয়টি জানতে পেরে তাঁদের মেলামেশা করতে বারণ করেছিল ।

উত্তর 24 পরগনার খবর
উত্তর 24 পরগনার খবর
author img

By

Published : Oct 3, 2020, 10:48 PM IST

বনগাঁ, 3 অক্টোবর : একই ঘরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় প্রেমিক-প্রেমিকার ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ । আজ সকালে প্রেমিকের ঘরের মধ্য থেকে দেহ দু'টি উদ্ধার হয় । উত্তর 24 পরগনার গাইঘাটা থানার হাঁসপুর গ্রামের ঘটনা । মৃত যুবকের নাম বিনোদ বিশ্বাস (22)। তাঁর প্রেমিকার নাম প্রিয়া সরকার (14) । তাঁর বাড়ি শিমুলিয়া গ্রামে ।

বিয়েতে বাদ সেধেছিল পরিবার ৷ তাই, তাঁরা আত্মহত্যার পথ বেছে নিয়েছে বলে মনে করছেন পড়শিরা ।পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, বিনোদের সঙ্গে কয়েক মাস আগে প্রেমের সম্পর্ক তৈরি হয় পাশের গ্রামের মেয়ে প্রিয়ার । প্রিয়ার বাড়ির লোকেরা প্রেমের বিষয়টি জানতে পেরে তাঁদের মেলামেশা করতে বারণ করেছিল ।

বিনোদের পরিবারের লোকেরা জানান, প্রিয়ার বাড়িতে তাঁরা বিনোদের সঙ্গে বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিলেন । কিন্তু প্রিয়ার পরিবারের লোকেরা আপত্তি করেন । তারপর বিনোদকে তাঁরা প্রিয়ার সঙ্গে মেলামেশা করতে বারণ করেছিলেন । দেখাদেখি না হলেও বিনোদ-প্রিয়া মোবাইলের মাধ্যমে পরস্পরের সঙ্গে যোগাযোগ রাখত । সে কথা জানার পর প্রিয়ার বাড়ির লোকেরা বিনোদকে বাড়িতে এসে শাসিয়ে গিয়েছিলেন । রাগে বিনোদের বাবা আছাড় দিয়ে তাঁর মোবাইল ফোন ভেঙে দেন ।

গতকাল রাতে পরিবারের লোকেরা ঘুমিয়ে পড়লে বাড়ি থেকে পালিয়ে যুবকের বাড়িতে চলে আসে প্রিয়া । সকালে বিনোদকে ডেকে উত্তর না পেয়ে বাড়ির লোকেরা দরজা ভেঙে ফেলেন । তখন দেখা যায়, একই বাঁশে দু'জনের দেহ ঝুলছে ।

মৃত বিনোদের পড়শি কাকিমা সোনালি বিশ্বাস বলেন,"প্রিয়ার মা বিনোদের সঙ্গে বিয়ে দেবে না জানিয়ে অপমান করেছিল । তাই সাইকেল চালিয়ে রাতে সে বিনোদের বাড়িতে এসেছিল । তারপর দু'জনে এক সঙ্গে আত্মহত্যা করেছে ।"

বনগাঁ, 3 অক্টোবর : একই ঘরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় প্রেমিক-প্রেমিকার ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ । আজ সকালে প্রেমিকের ঘরের মধ্য থেকে দেহ দু'টি উদ্ধার হয় । উত্তর 24 পরগনার গাইঘাটা থানার হাঁসপুর গ্রামের ঘটনা । মৃত যুবকের নাম বিনোদ বিশ্বাস (22)। তাঁর প্রেমিকার নাম প্রিয়া সরকার (14) । তাঁর বাড়ি শিমুলিয়া গ্রামে ।

বিয়েতে বাদ সেধেছিল পরিবার ৷ তাই, তাঁরা আত্মহত্যার পথ বেছে নিয়েছে বলে মনে করছেন পড়শিরা ।পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, বিনোদের সঙ্গে কয়েক মাস আগে প্রেমের সম্পর্ক তৈরি হয় পাশের গ্রামের মেয়ে প্রিয়ার । প্রিয়ার বাড়ির লোকেরা প্রেমের বিষয়টি জানতে পেরে তাঁদের মেলামেশা করতে বারণ করেছিল ।

বিনোদের পরিবারের লোকেরা জানান, প্রিয়ার বাড়িতে তাঁরা বিনোদের সঙ্গে বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিলেন । কিন্তু প্রিয়ার পরিবারের লোকেরা আপত্তি করেন । তারপর বিনোদকে তাঁরা প্রিয়ার সঙ্গে মেলামেশা করতে বারণ করেছিলেন । দেখাদেখি না হলেও বিনোদ-প্রিয়া মোবাইলের মাধ্যমে পরস্পরের সঙ্গে যোগাযোগ রাখত । সে কথা জানার পর প্রিয়ার বাড়ির লোকেরা বিনোদকে বাড়িতে এসে শাসিয়ে গিয়েছিলেন । রাগে বিনোদের বাবা আছাড় দিয়ে তাঁর মোবাইল ফোন ভেঙে দেন ।

গতকাল রাতে পরিবারের লোকেরা ঘুমিয়ে পড়লে বাড়ি থেকে পালিয়ে যুবকের বাড়িতে চলে আসে প্রিয়া । সকালে বিনোদকে ডেকে উত্তর না পেয়ে বাড়ির লোকেরা দরজা ভেঙে ফেলেন । তখন দেখা যায়, একই বাঁশে দু'জনের দেহ ঝুলছে ।

মৃত বিনোদের পড়শি কাকিমা সোনালি বিশ্বাস বলেন,"প্রিয়ার মা বিনোদের সঙ্গে বিয়ে দেবে না জানিয়ে অপমান করেছিল । তাই সাইকেল চালিয়ে রাতে সে বিনোদের বাড়িতে এসেছিল । তারপর দু'জনে এক সঙ্গে আত্মহত্যা করেছে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.