বনগাঁ, 18 মে : সংক্রমণের আশঙ্কা থাকা সত্ত্বেও কোরোনা মোকাবিলায় সামনের সারিতে দাঁড়িয়ে কাজ করে চলেছেন পুলিশকর্মীরা । তার উপর বেশ কয়েকজন পুলিশকর্মীর পোস্টিং দেওয়া হচ্ছে বাড়ি থেকে 400 কিলোমিটার দূরে সুন্দরবনে । তাই এর প্রতিবাদে গতকাল বনগাঁয় বসবাসকারী পুলিশকর্মীদের পরিবারের সদস্যরা সরব হন । হাতে প্ল্যাকার্ড নিয়ে বনগাঁ পুলিশ জেলার সুপারের অফিসের সামনে জমায়েত করেন । 400 কিলোমিটার নয়, 40 কিলোমিটারের মধ্যে পোস্টিংয়ের আবেদন জানিয়ে পুলিশ সুপারের কাছে স্মারকলিপি জমা দেন তাঁরা ।
রাজ্য কোরোনা সংক্রমণ বাড়ছে । কিন্তু পুলিশকর্মীরা কাজ করে চলেছেন । ফলে আর পাঁচটা পরিবারের মতো তাঁদের কাছের মানুষগুলিও চিন্তায় রয়েছেন । তার মধ্যে অনেককেই বাড়ি থেকে অনেকটা দূরে পোস্টিং দেওয়া হচ্ছে । আর এতেই চিন্তিত বনগাঁ পুলিশ জেলার পুলিশকর্মীদের পরিবারের সদস্যরা । তাই তাঁরা গতকাল পুলিশ সুপারের অফিসের সামনে জমায়েত করেন । প্ল্যাকার্ডে নিজেদের দাবির কথা লিখে প্রতিবাদ জানান তাঁরা । পাশাপাশি পুলিশ সুপারকে একটি স্মারকলিপি জমা দেন । তাঁদের এই আবেদন পুলিশ সুপারের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছালে সমস্যার সমাধান হবে বলে আশাবাদী ।
পুলিশকর্মী সঞ্জয় পালের স্ত্রী রিতা পাল বলেন, "আমার স্বামী এক বছরের বেশি সময় ধরে কুলতলি থানায় রয়েছেন । গত তিনমাসে একদিনের জন্যও বাড়িতে আসতে পারেননি । এরপর তাঁকে সুন্দরবনে পোস্টিং দেওয়া হয়েছে । বাড়ি থেকে এত দূরে পোস্টিং হওয়ায় আমরা এখানে এসেছি । আমরা পুলিশ সুপারের মাধ্যমে দিদির কাছে আবেদন জানাচ্ছি । তিনি আমাদের দাবি মানবিকতার সঙ্গে দেখুন ।"