ETV Bharat / state

পুলিশ হওয়ার স্বপ্নপূরণ না হওয়ায় চাকরি দেওয়ার নামে প্রতারণা ! গ্রেফতার ভুয়ো সাব ইনস্পেক্টর - ভুয়ো সাব ইনস্পেক্টর

Fake Police Personnel Arrested: উত্তর 24 পরগনা দেগঙ্গা থেকে শেখ নাদিম হোসেন নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ ৷ তাঁর বিরুদ্ধে সাব ইনস্পেক্টর পরিচয় দিয়ে প্রতারণা করার অভিযোগ উঠেছে ৷

Fake Police Personnel Arrested
Fake Police Personnel Arrested
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 9, 2024, 1:42 PM IST

দেগঙ্গা, 9 জানুয়ারি: স্বপ্ন ছিল পুলিশ অফিসার হওয়ার ৷ কিন্তু সেই স্বপ্ন সফল হয়নি ৷ সেই কারণে পুলিশের পোশাক পরে ঘুরতেন উত্তর 24 পরগনার খড়দা থানার বাসিন্দা শেখ নাদিম হোসেন ৷ অন্তত পুলিশের কাছে তিনি এমনটাই দাবি করেছেন বলে জানা গিয়েছে ৷ যদিও পুলিশ তাঁকে গ্রেফতার করেছে ভুয়ো পুলিশ পরিচয়ে প্রতারণা ও চাকরি পাইয়ের দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগে ৷ ফলে প্রশ্ন উঠছে, পুলিশ হওয়ার স্বপ্নপূরণ না হওয়ার সঙ্গে প্রতারণার কী সম্পর্ক ? নাকি অপরাধ লঘু করতেই এমন আজব যুক্তি সাজাচ্ছেন ?

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শেখ নাদিম হোসেন উত্তর 24 পরগনার দেগঙ্গা এলাকায় তিন বছর ধরে রয়েছেন ৷ একাধিক ব্যক্তির কাছ থেকে চাকরি দেওয়ার নাম করে টাকা তুলেছেন ৷ তিনি নিজেকে বারাসত থানার ওসি ট্রাফিক বলে পরিচয় দিতেন । আর সেটাই বিশ্বাস করে নিতেন এলাকার লোকজন । কারণ, তাঁর পরনে থাকত পুলিশের ইউনিফর্ম । কাঁধে আবার দু’টো স্টার ৷ সেই কারণে সবাই তাঁকে পুলিশই ভেবে নিয়েছিল ।

দেগঙ্গার নুরনগরের বাসিন্দা নুরুল ইসলামের অভিযোগ, ছেলের চাকরি করে দেওয়ার নাম করে তাঁর কাছ থেকে 40 হাজার টাকা নিয়েছিলেন নাদিম হোসেন । তখনও তিনি জানতে পারেননি নাদিমের কুকীর্তির কথা । এরপর সম্প্রতি ফোন করে নুরুলের কাছে আরও টাকা চায় ওই 'ভুয়ো' পুলিশ অফিসার । নুরুল তখন জানতে চান, ‘‘আপনি যে পুলিশ অফিসার, তা কীভাবে বিশ্বাস করব ?’’ তারপরে অভিযুক্ত শেখ নাদিম হোসেন পুলিশের এসআইয়ের ইউনিফর্ম পরে হাজির হন তাঁর সামনে । ইতিমধ্যে পুলিশকেও খবর দিয়ে দেন নুরুল ।

খবর পেয়ে দেগঙ্গা থানার পুলিশের একটি দল কার্তিকপুর বাজারে হানা দিয়ে হাতেনাতে পাকড়াও করে ওই 'ভুয়ো' পুলিশ অফিসারকে । তাঁকে জিজ্ঞাসাবাদে জন্য নিয়ে যাওয়া হয় দেগঙ্গা থানায় । এরপর দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর সোমবার রাতে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ । এই চক্রের সঙ্গে আর কেউ যুক্ত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

পুলিশের সূত্র থেকে জানা গিয়েছে যে গ্রেফতার হতেই নিজের দোষ কবুল করে শেখ নাদিম হোসেন দাবি করেন, "ছোটবেলা থেকেই তাঁর পুলিশ হওয়ার স্বপ্ন ছিল । কিন্তু, শত চেষ্টা সত্ত্বেও তিনি পুলিশ হতে পারেননি । তাই তিনি পুলিশের ইউনিফর্ম পড়েই ঘুরে বেড়াতেন এলাকায় ৷"

দেগঙ্গা, 9 জানুয়ারি: স্বপ্ন ছিল পুলিশ অফিসার হওয়ার ৷ কিন্তু সেই স্বপ্ন সফল হয়নি ৷ সেই কারণে পুলিশের পোশাক পরে ঘুরতেন উত্তর 24 পরগনার খড়দা থানার বাসিন্দা শেখ নাদিম হোসেন ৷ অন্তত পুলিশের কাছে তিনি এমনটাই দাবি করেছেন বলে জানা গিয়েছে ৷ যদিও পুলিশ তাঁকে গ্রেফতার করেছে ভুয়ো পুলিশ পরিচয়ে প্রতারণা ও চাকরি পাইয়ের দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগে ৷ ফলে প্রশ্ন উঠছে, পুলিশ হওয়ার স্বপ্নপূরণ না হওয়ার সঙ্গে প্রতারণার কী সম্পর্ক ? নাকি অপরাধ লঘু করতেই এমন আজব যুক্তি সাজাচ্ছেন ?

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শেখ নাদিম হোসেন উত্তর 24 পরগনার দেগঙ্গা এলাকায় তিন বছর ধরে রয়েছেন ৷ একাধিক ব্যক্তির কাছ থেকে চাকরি দেওয়ার নাম করে টাকা তুলেছেন ৷ তিনি নিজেকে বারাসত থানার ওসি ট্রাফিক বলে পরিচয় দিতেন । আর সেটাই বিশ্বাস করে নিতেন এলাকার লোকজন । কারণ, তাঁর পরনে থাকত পুলিশের ইউনিফর্ম । কাঁধে আবার দু’টো স্টার ৷ সেই কারণে সবাই তাঁকে পুলিশই ভেবে নিয়েছিল ।

দেগঙ্গার নুরনগরের বাসিন্দা নুরুল ইসলামের অভিযোগ, ছেলের চাকরি করে দেওয়ার নাম করে তাঁর কাছ থেকে 40 হাজার টাকা নিয়েছিলেন নাদিম হোসেন । তখনও তিনি জানতে পারেননি নাদিমের কুকীর্তির কথা । এরপর সম্প্রতি ফোন করে নুরুলের কাছে আরও টাকা চায় ওই 'ভুয়ো' পুলিশ অফিসার । নুরুল তখন জানতে চান, ‘‘আপনি যে পুলিশ অফিসার, তা কীভাবে বিশ্বাস করব ?’’ তারপরে অভিযুক্ত শেখ নাদিম হোসেন পুলিশের এসআইয়ের ইউনিফর্ম পরে হাজির হন তাঁর সামনে । ইতিমধ্যে পুলিশকেও খবর দিয়ে দেন নুরুল ।

খবর পেয়ে দেগঙ্গা থানার পুলিশের একটি দল কার্তিকপুর বাজারে হানা দিয়ে হাতেনাতে পাকড়াও করে ওই 'ভুয়ো' পুলিশ অফিসারকে । তাঁকে জিজ্ঞাসাবাদে জন্য নিয়ে যাওয়া হয় দেগঙ্গা থানায় । এরপর দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর সোমবার রাতে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ । এই চক্রের সঙ্গে আর কেউ যুক্ত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

পুলিশের সূত্র থেকে জানা গিয়েছে যে গ্রেফতার হতেই নিজের দোষ কবুল করে শেখ নাদিম হোসেন দাবি করেন, "ছোটবেলা থেকেই তাঁর পুলিশ হওয়ার স্বপ্ন ছিল । কিন্তু, শত চেষ্টা সত্ত্বেও তিনি পুলিশ হতে পারেননি । তাই তিনি পুলিশের ইউনিফর্ম পড়েই ঘুরে বেড়াতেন এলাকায় ৷"

আরও পড়ুন:

80 লক্ষ টাকা প্রতারণার দায়ে পুলিশের জালে ভুয়ো সিবিআই অফিসার

নৈহাটিতে চলন্ত ট্রেনে পাকড়াও ভুয়ো সিবিআই আধিকারিক

ভুয়ো পুলিশ অফিসার পরিচয়ে সিভিক ভলান্টিয়ারকে মারধর, গ্রেফতার অভিযুক্ত

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.