ETV Bharat / state

Exportation closed at Petrapole Border : পার্কিং ফি-বৃদ্ধির প্রতিবাদে পেট্রাপল সীমান্তে কার্যত বন্ধ রফতানি - Exportation closed at Petrapole border in protest of parking fees hike

পার্কিং ফি-বৃদ্ধির প্রতিবাদে পেট্রাপল আইসিপি'র (ইন্টিগ্রেটেড চেকপোস্ট) মধ্যে প্রবেশ করছে না কোনও গাড়ি। ফলে কার্যত বন্ধ সীমান্তের রফতানি (Exportation closed at Petrapole border in protest of parking fees hike)।

Petrapole Border News
পার্কিং ফি-বৃদ্ধির প্রতিবাদে পেট্রাপল সীমান্তে কার্যত বন্ধ রফতানি
author img

By

Published : Mar 16, 2022, 8:11 PM IST

বনগাঁ, 16 মার্চ : রাজ্য সরকার কালীতলা পার্কিং অধিগ্রহণের পর বৃদ্ধি পেয়েছে পার্কিং ফি । প্রতিবাদে সামিল বনগাঁ পেট্রাপলের এক্সপোর্ট-ইমপোর্ট সমন্বয় কমিটি । পার্কিং ফি-বৃদ্ধির প্রতিবাদে পেট্রাপল আইসিপি'র (ইন্টিগ্রেটেড চেকপোস্ট) মধ্যে প্রবেশ করছে না কোনও গাড়ি । ফলে কার্যত বন্ধ সীমান্তের রফতানি (Exportation closed at Petrapole border in protest of parking fees hike)।

চলতি বছর ফেব্রুয়ারিতে বনগাঁ কালীতলা পার্কিংয়ের দায়িত্ব বনগাঁ পৌরসভার থেকে অধিগ্রহণ করে রাজ্য সরকার । তারপরেই বহুগুন বৃদ্ধি পেয়েছে পার্কিং চার্জ । স্বাভাবিকভাবেই বিপাকে পড়েছেন আমদানি এবং রফতানিকারকরা । ফি-বৃদ্ধির প্রতিবাদে আন্দোলনে নেমেছে আমদানি-রফতানিকারকদের সমন্বয় কমিটি । একাধিকবার বনগাঁ শহরে অবরোধও করেছেন তারা । বিক্ষোভের জেরে কালীতলা পার্কিং থেকে পেট্রাপল সীমান্তের আইসিপি-তে বাণিজ্যিক গাড়ি যাওয়া কার্যত বন্ধ । বুধবার সকাল থেকে মাত্র 18টি ট্রাক রফতানি হওয়ার পর তা বন্ধ হয়ে যায় রফতানি ।

আরও পড়ুন : মহিলাকে মারধর-দোকান ভাঙচুর, অভিযুক্তদের গ্রেফতারির দাবিতে অবরোধ বনগাঁয়

এবিষয়ে পেট্রাপল ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, "একমাস আগে বনগাঁ কালীতলা পার্কিংয়ের তদারকির দায়িত্ব নেওয়ার পর পার্কিং ফি ঘণ্টা প্রতি করে দিয়েছে রাজ্য সরকার । ফলে পার্কিং ফি প্রায় দশগুণ বৃদ্ধি পেয়েছে । আগে এক মাসে যে গাড়িকে পার্কিং ফি-বাবদ 2400 টাকা দিতে হত, এখন সেই গাড়িকেই 24 হাজার টাকা দিতে হচ্ছে । যার প্রতিবাদে বিক্ষোভে নেমেছেন এক্সপোর্ট-ইমপোর্ট সমন্বয় কমিটি ।" অবস্থার পরিবর্তন না হলে অদূর ভবিষ্যতে ভেঙে পরবে বনগাঁর অর্থনৈতিক অবস্থা, আশঙ্কা প্রকাশ করেন কার্তিক চক্রবর্তী ৷

বনগাঁ, 16 মার্চ : রাজ্য সরকার কালীতলা পার্কিং অধিগ্রহণের পর বৃদ্ধি পেয়েছে পার্কিং ফি । প্রতিবাদে সামিল বনগাঁ পেট্রাপলের এক্সপোর্ট-ইমপোর্ট সমন্বয় কমিটি । পার্কিং ফি-বৃদ্ধির প্রতিবাদে পেট্রাপল আইসিপি'র (ইন্টিগ্রেটেড চেকপোস্ট) মধ্যে প্রবেশ করছে না কোনও গাড়ি । ফলে কার্যত বন্ধ সীমান্তের রফতানি (Exportation closed at Petrapole border in protest of parking fees hike)।

চলতি বছর ফেব্রুয়ারিতে বনগাঁ কালীতলা পার্কিংয়ের দায়িত্ব বনগাঁ পৌরসভার থেকে অধিগ্রহণ করে রাজ্য সরকার । তারপরেই বহুগুন বৃদ্ধি পেয়েছে পার্কিং চার্জ । স্বাভাবিকভাবেই বিপাকে পড়েছেন আমদানি এবং রফতানিকারকরা । ফি-বৃদ্ধির প্রতিবাদে আন্দোলনে নেমেছে আমদানি-রফতানিকারকদের সমন্বয় কমিটি । একাধিকবার বনগাঁ শহরে অবরোধও করেছেন তারা । বিক্ষোভের জেরে কালীতলা পার্কিং থেকে পেট্রাপল সীমান্তের আইসিপি-তে বাণিজ্যিক গাড়ি যাওয়া কার্যত বন্ধ । বুধবার সকাল থেকে মাত্র 18টি ট্রাক রফতানি হওয়ার পর তা বন্ধ হয়ে যায় রফতানি ।

আরও পড়ুন : মহিলাকে মারধর-দোকান ভাঙচুর, অভিযুক্তদের গ্রেফতারির দাবিতে অবরোধ বনগাঁয়

এবিষয়ে পেট্রাপল ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, "একমাস আগে বনগাঁ কালীতলা পার্কিংয়ের তদারকির দায়িত্ব নেওয়ার পর পার্কিং ফি ঘণ্টা প্রতি করে দিয়েছে রাজ্য সরকার । ফলে পার্কিং ফি প্রায় দশগুণ বৃদ্ধি পেয়েছে । আগে এক মাসে যে গাড়িকে পার্কিং ফি-বাবদ 2400 টাকা দিতে হত, এখন সেই গাড়িকেই 24 হাজার টাকা দিতে হচ্ছে । যার প্রতিবাদে বিক্ষোভে নেমেছেন এক্সপোর্ট-ইমপোর্ট সমন্বয় কমিটি ।" অবস্থার পরিবর্তন না হলে অদূর ভবিষ্যতে ভেঙে পরবে বনগাঁর অর্থনৈতিক অবস্থা, আশঙ্কা প্রকাশ করেন কার্তিক চক্রবর্তী ৷

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.