ETV Bharat / state

Sujan Chakraborty: মানুষ ভোট দিতে পারলে তৃণমূল উড়ে যাবে, ইটিভি ভারতকে বললেন সুজন - ইটিভি ভারতের মুখোমুখি হয়ে

গণতান্ত্রিক উপায়ে মানুষ ভোট দিতে পারলে তৃণমূল উড়ে যাবে । তা নিয়ে কোনও সন্দেহ নেই । ইটিভি ভারতের মুখোমুখি হয়ে বললেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী ।

Etv Bharat
সিপিএম নেতা সুজন চক্রবর্তী
author img

By

Published : Jun 9, 2023, 7:53 PM IST

সিপিএম নেতা সুজন চক্রবর্তী

বারাসত, 9 জুন: মানুষ যদি সঠিকভাবে ভোট দিতে পারে, তাহলে তৃণমূল কার্যত উড়ে যাবে । এই নিয়ে কোনও সন্দেহ নেই । আর সেই ভয় থেকেই মনোনয়নে বাধা দিতে চাইছে শাসকদল । ইটিভি ভারতের মুখোমুখি হয়ে এমনই মন্তব্য করলেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী ।

শুক্রবার বারাসতে সিপিএমের জেলা পার্টি অফিসে দলীয় বৈঠকে যোগ দিতে আসেন সুজন চক্রবর্তী । সেখানেই পঞ্চায়েত ভোটের দিনক্ষণ নিয়ে হাইকোর্টের পর্যবেক্ষণ থেকে শুরু করে নির্বাচনে সিপিএম লড়াইয়ের জন্য কতটা প্রস্তত, সব বিষয়েই খোলামেলা উত্তর দিলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী । তাঁর কথায়, "হাইকোর্টের পর্যবেক্ষণেই স্পষ্ট তাঁরা ঠিক কী বলতে চেয়েছে । একদিকে অল্প সময়ে মনোনয়ন পর্ব নিয়ে যেমন হাইকোর্টের বিচারপতিদের মধ্যে প্রশ্ন রয়েছে । তেমনই 75 হাজার মনোনয়নে অনলাইন পদ্ধতি চালু কিংবা রাজ‍্য পুলিশের পরিবর্তে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট পরিচালনা করা যায় কি না, তাও পর্যবেক্ষণে বলেছে হাইকোর্ট । অর্থাৎ, নির্বাচন কমিশনকে বোঝাতে চেয়েছে তারা (নির্বাচন কমিশন) ঠিক কাজ করছে না ।"

একই সঙ্গে, সুজনের দাবি, নির্বাচন কমিশনকে দ্রুত নিজেদের ভুল সংশোধন করে নিতেও বলেছে হাইকোর্ট । তিনি বলেন, "রাজ‍্য নির্বাচন কমিশনের বোধ থাকলে বুঝতে পারবে আদালত ঠিক কী বলতে চেয়েছে ৷" অন্যদিকে, সিভিক ভলান্টিয়ার এবং স্কুল শিক্ষকদের ভোটের কাজে যুক্ত না করার পর্যবেক্ষণের বিষয়ে সুজন চক্রবর্তী বলেন, "সিভিক ভলান্টিয়ারদের আইনশৃঙ্খলার কাজে যে নিয়োগ করা যাবে না, তা আগেই নির্দেশ রয়েছে হাইকোর্টের । আর স্কুল শিক্ষকদের বিষয়ে হাইকোর্ট নিশ্চয় মনে করেছে, সরকারের অপদার্থতার কারণে তাঁদের নিয়েও শঙ্কা রয়েছে ।"

এক্ষেত্রে তাঁর দাবি, শিক্ষাক্ষেত্রে যোগ্যদের মধ্যে অনেক 'চাকরি চুরি'র লোক ঢুকে পড়েছে । অনেকটা চালের মধ্যে কাঁকড় ঢুকে পড়ার মতো । ফলে, শিক্ষকদের শিক্ষাঙ্গন বাদ দিয়ে অন্য কাজে ঘুরে বেড়ানো অনেকেই পছন্দ করছেন না । সিপিএম নেতার দাবি, এদিনের হাইকোর্টের মনোভাবেই তা আরও একবার স্পষ্ট হয়ে গিয়েছে ।

আরও পড়ুন: ভোটে রাজ্য পুলিশেই ভরসা কমিশনের, ভিন রাজ্যের পুলিশ নিয়েও চলছে চিন্তাভাবনা

এদিকে, পঞ্চায়েত ভোটে বামেরা কতটা প্রস্তুত, সে বিষয়ে জিজ্ঞাসা করা হলে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, "আমরা সবসময় প্রস্তুত । এই নিয়ে কোনও অবকাশ নেই । ব্লক থেকে বুথ স্তর পর্যন্ত আমরা সবরকম প্রস্তুতি নিয়ে ফেলেছি । গণতান্ত্রিক উপায়ে ভোট হলে তৃণমূল দাঁড়াতে পারবে না, এটুকু বলতে পারি । তৃণমূল এবং বিজেপিকে রুখতে পারে একমাত্র লাল ঝান্ডা । এছাড়া আর কোনও বিকল্প নেই ৷"

সিপিএম নেতা সুজন চক্রবর্তী

বারাসত, 9 জুন: মানুষ যদি সঠিকভাবে ভোট দিতে পারে, তাহলে তৃণমূল কার্যত উড়ে যাবে । এই নিয়ে কোনও সন্দেহ নেই । আর সেই ভয় থেকেই মনোনয়নে বাধা দিতে চাইছে শাসকদল । ইটিভি ভারতের মুখোমুখি হয়ে এমনই মন্তব্য করলেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী ।

শুক্রবার বারাসতে সিপিএমের জেলা পার্টি অফিসে দলীয় বৈঠকে যোগ দিতে আসেন সুজন চক্রবর্তী । সেখানেই পঞ্চায়েত ভোটের দিনক্ষণ নিয়ে হাইকোর্টের পর্যবেক্ষণ থেকে শুরু করে নির্বাচনে সিপিএম লড়াইয়ের জন্য কতটা প্রস্তত, সব বিষয়েই খোলামেলা উত্তর দিলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী । তাঁর কথায়, "হাইকোর্টের পর্যবেক্ষণেই স্পষ্ট তাঁরা ঠিক কী বলতে চেয়েছে । একদিকে অল্প সময়ে মনোনয়ন পর্ব নিয়ে যেমন হাইকোর্টের বিচারপতিদের মধ্যে প্রশ্ন রয়েছে । তেমনই 75 হাজার মনোনয়নে অনলাইন পদ্ধতি চালু কিংবা রাজ‍্য পুলিশের পরিবর্তে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট পরিচালনা করা যায় কি না, তাও পর্যবেক্ষণে বলেছে হাইকোর্ট । অর্থাৎ, নির্বাচন কমিশনকে বোঝাতে চেয়েছে তারা (নির্বাচন কমিশন) ঠিক কাজ করছে না ।"

একই সঙ্গে, সুজনের দাবি, নির্বাচন কমিশনকে দ্রুত নিজেদের ভুল সংশোধন করে নিতেও বলেছে হাইকোর্ট । তিনি বলেন, "রাজ‍্য নির্বাচন কমিশনের বোধ থাকলে বুঝতে পারবে আদালত ঠিক কী বলতে চেয়েছে ৷" অন্যদিকে, সিভিক ভলান্টিয়ার এবং স্কুল শিক্ষকদের ভোটের কাজে যুক্ত না করার পর্যবেক্ষণের বিষয়ে সুজন চক্রবর্তী বলেন, "সিভিক ভলান্টিয়ারদের আইনশৃঙ্খলার কাজে যে নিয়োগ করা যাবে না, তা আগেই নির্দেশ রয়েছে হাইকোর্টের । আর স্কুল শিক্ষকদের বিষয়ে হাইকোর্ট নিশ্চয় মনে করেছে, সরকারের অপদার্থতার কারণে তাঁদের নিয়েও শঙ্কা রয়েছে ।"

এক্ষেত্রে তাঁর দাবি, শিক্ষাক্ষেত্রে যোগ্যদের মধ্যে অনেক 'চাকরি চুরি'র লোক ঢুকে পড়েছে । অনেকটা চালের মধ্যে কাঁকড় ঢুকে পড়ার মতো । ফলে, শিক্ষকদের শিক্ষাঙ্গন বাদ দিয়ে অন্য কাজে ঘুরে বেড়ানো অনেকেই পছন্দ করছেন না । সিপিএম নেতার দাবি, এদিনের হাইকোর্টের মনোভাবেই তা আরও একবার স্পষ্ট হয়ে গিয়েছে ।

আরও পড়ুন: ভোটে রাজ্য পুলিশেই ভরসা কমিশনের, ভিন রাজ্যের পুলিশ নিয়েও চলছে চিন্তাভাবনা

এদিকে, পঞ্চায়েত ভোটে বামেরা কতটা প্রস্তুত, সে বিষয়ে জিজ্ঞাসা করা হলে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, "আমরা সবসময় প্রস্তুত । এই নিয়ে কোনও অবকাশ নেই । ব্লক থেকে বুথ স্তর পর্যন্ত আমরা সবরকম প্রস্তুতি নিয়ে ফেলেছি । গণতান্ত্রিক উপায়ে ভোট হলে তৃণমূল দাঁড়াতে পারবে না, এটুকু বলতে পারি । তৃণমূল এবং বিজেপিকে রুখতে পারে একমাত্র লাল ঝান্ডা । এছাড়া আর কোনও বিকল্প নেই ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.