পলতা, 13 অগাস্ট : বাবার সঙ্গে কথা কাটাকাটি হওয়ায় আত্মঘাতী যুবক । গলায় ফাঁয় লাগিয়ে আত্মহত্যা করে সে । পুরো ঘটনাটি ফেসবুকে লাইভ করে সে । মৃতের নাম শুভঙ্কর চক্রবর্তী (27) । বাড়ি উত্তর ২৪ পরগনার পলতার কল্যাণগ্রামে ।
দিল্লি মেট্রোয় কর্মরত ছিলেন পেশায় ইঞ্জিনিয়র শুভঙ্কর । দিল্লিতে যে বাড়িতে ভাড়া থাকতেন সেখানেই গতকাল আত্মহত্যা করেন । সূত্রে জানা গেছে, গতকাল রাতে বাবার সঙ্গে কথা কাটাকাটি হয় তাঁর । তারপরই আত্মহত্যা করেন তিনি । পুরো বিষয়টি মামারবাড়ির সদস্যদের ফেসবুক লাইভের মাধ্যমে দেখান তিনি ।
জানা গেছে, মামাবাড়িতেই বড় হয়েছিলেন শুভঙ্কর । সেখানেই ফোন করে গতকাল রাতে সকলকে ফেসবুকে আসতে বলে সে । এরপর লাইভ চালু করে সকলের সামনেই ফ্যানের সঙ্গে দড়ি বেঁধে গলায় ফাঁস দিয়ে ঝুলে পড়ে । এরপর মামাবাড়ির লোকজন দিল্লি পুলিশে খবর দেয় । খবর পেয়ে পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে । শুভঙ্করের মৃতদেহ আনতে দিল্লি গেছে তাঁর পরিবারের সদস্যরা ।