ETV Bharat / state

ফোন করে পরিবারের সদস্যদের ফেসবুক লাইভে ডেকে আত্মহত্যা যুবকের - পলতা

বাবার সঙ্গে কথা কাটাকাটি । ফেসবুক লাইভ করে আত্মঘাতী ইঞ্জিনিয়র ।

ফাইল ফোটো
author img

By

Published : Aug 13, 2019, 3:22 PM IST

পলতা, 13 অগাস্ট : বাবার সঙ্গে কথা কাটাকাটি হওয়ায় আত্মঘাতী যুবক । গলায় ফাঁয় লাগিয়ে আত্মহত্যা করে সে । পুরো ঘটনাটি ফেসবুকে লাইভ করে সে । মৃতের নাম শুভঙ্কর চক্রবর্তী (27) । বাড়ি উত্তর ২৪ পরগনার পলতার কল্যাণগ্রামে ।

দিল্লি মেট্রোয় কর্মরত ছিলেন পেশায় ইঞ্জিনিয়র শুভঙ্কর । দিল্লিতে যে বাড়িতে ভাড়া থাকতেন সেখানেই গতকাল আত্মহত্যা করেন । সূত্রে জানা গেছে, গতকাল রাতে বাবার সঙ্গে কথা কাটাকাটি হয় তাঁর । তারপরই আত্মহত্যা করেন তিনি । পুরো বিষয়টি মামারবাড়ির সদস্যদের ফেসবুক লাইভের মাধ্যমে দেখান তিনি ।

জানা গেছে, মামাবাড়িতেই বড় হয়েছিলেন শুভঙ্কর । সেখানেই ফোন করে গতকাল রাতে সকলকে ফেসবুকে আসতে বলে সে । এরপর লাইভ চালু করে সকলের সামনেই ফ্যানের সঙ্গে দড়ি বেঁধে গলায় ফাঁস দিয়ে ঝুলে পড়ে । এরপর মামাবাড়ির লোকজন দিল্লি পুলিশে খবর দেয় । খবর পেয়ে পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে । শুভঙ্করের মৃতদেহ আনতে দিল্লি গেছে তাঁর পরিবারের সদস্যরা ।

পলতা, 13 অগাস্ট : বাবার সঙ্গে কথা কাটাকাটি হওয়ায় আত্মঘাতী যুবক । গলায় ফাঁয় লাগিয়ে আত্মহত্যা করে সে । পুরো ঘটনাটি ফেসবুকে লাইভ করে সে । মৃতের নাম শুভঙ্কর চক্রবর্তী (27) । বাড়ি উত্তর ২৪ পরগনার পলতার কল্যাণগ্রামে ।

দিল্লি মেট্রোয় কর্মরত ছিলেন পেশায় ইঞ্জিনিয়র শুভঙ্কর । দিল্লিতে যে বাড়িতে ভাড়া থাকতেন সেখানেই গতকাল আত্মহত্যা করেন । সূত্রে জানা গেছে, গতকাল রাতে বাবার সঙ্গে কথা কাটাকাটি হয় তাঁর । তারপরই আত্মহত্যা করেন তিনি । পুরো বিষয়টি মামারবাড়ির সদস্যদের ফেসবুক লাইভের মাধ্যমে দেখান তিনি ।

জানা গেছে, মামাবাড়িতেই বড় হয়েছিলেন শুভঙ্কর । সেখানেই ফোন করে গতকাল রাতে সকলকে ফেসবুকে আসতে বলে সে । এরপর লাইভ চালু করে সকলের সামনেই ফ্যানের সঙ্গে দড়ি বেঁধে গলায় ফাঁস দিয়ে ঝুলে পড়ে । এরপর মামাবাড়ির লোকজন দিল্লি পুলিশে খবর দেয় । খবর পেয়ে পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে । শুভঙ্করের মৃতদেহ আনতে দিল্লি গেছে তাঁর পরিবারের সদস্যরা ।

Intro:ফেসবুক লাইভ করে আত্মহত্যা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এর Body:ফেসবুক লাইভ করে আত্মহত্যা দিল্লি ট্রো রেলের মেকানিক্যাল ইঞ্জিনিয়ার।শুভঙ্কর চক্রবর্তী(27)।বাড়ি উত্তর 24 পরগনার পলতা কল্যানগ্রাম এলাকায়।মাত্র আড়াই মাস আগে চাকরি পেয়ে বাবা কে সঙ্গে নিয়ে দিল্লিতে সারদাপল্লি এলাকায় একটি ফ্ল্যাট ভাড়া করে থাকতো শুভঙ্কর।তারপর থেকে সব ঠিকঠাকই চলছিল। কিন্তু হঠাৎ গতকাল রাতে বাবার সাথে সামান্য কথা কাটাকাটি হয়। আর তাতেই শুভঙ্কর এর বাবা ঘর ছেড়ে চলে যায়। এরপর শুভঙ্কর বাবা কে বহু খোঁজাখুঁজি করেও না পেয়ে শেষ পর্যন্ত পলতা মামা বাড়িতে ফোন করে ফেসবুকে আসতে বলে। তারপরে দেখা যায় সেই চরম দৃশ্য। ফেসবুক লাইভ অন করে ঘরের মধ্যেই ফ্যানের সাথে দড়ি বেঁধে এয়ার কুলারের ওপর দাঁড়িয়ে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে। এই মর্মান্তিক দৃশ্য দেখার সঙ্গে সঙ্গেই তাকে ফোন করা হলেও কোনো মতেই সে ফোন ধরেনি। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে শুভঙ্করের মামা বাড়ি কল্যাণ গ্রাম এলাকায়। কারণ ছোটবেলা থেকেই মামা বাড়িতেই মানুষ আর এখান থেকেই পড়াশোনা থেকে শুরু করে কর্মজীবন সবকিছুই। সেই ছেলের এভাবে মর্মান্তিক পরিণতি হবে তা কেউ বুঝে উঠতে পারেনি এলাকার বাসিন্দা থেকে শুরু করে মামা বাড়ির লোকজন। এই ঘটনার দিল্লির স্থানীয় পুলিশে খবর পৌছতেই পুলিশ মৃতদেহ উদ্ধার করে।এরপর রাতেই দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছে শুভঙ্করের বন্ধু-বান্ধব পরিজনেরা ।বাবার সাথে কথা কাটাকাটি হওয়ার জন্যই এ ধরনের সিদ্ধান্ত নিয়েছে বলে প্রাথমিক অনুমান সকলের।Conclusion:তার মৃতদেহ আনার জন্য দিল্লিতে গেছে আত্মীয় পরিজনেরা ।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.