ETV Bharat / state

Kolkata Airport Emergency Landing: মাঝ আকাশেই উইন্ডশিল্ডে ফাটল, হংকংগামী বিমানের জরুরি অবতরণ দমদম বিমানবন্দরে - দমদম বিমানবন্দরে জরুরি অবতরণ বিমানের

দমদম বিমানবন্দরে শনিবার সকালে জরুরি অবতরণ করে একটি কার্গো বিমান ৷ সেটি জেড্ডা থেকে হংকং যাচ্ছিল ৷

Etv Bharat
অবতরণ করা কার্গো বিমান
author img

By

Published : Apr 15, 2023, 4:10 PM IST

Updated : Apr 15, 2023, 5:25 PM IST

হংকংগামী কার্গো বিমানের জরুরি অবতরণ দমদম বিমানবন্দরে

কলকাতা, 15 এপ্রিল: জেড্ডা থেকে হংকংগামী কার্গো বিমানের জরুরি অবতরণ দমদম বিমানবন্দরে । শনিবার সকাল 11টা 37 মিনিটে কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ করে বিমানটি । জানা গিয়েছে, বিমানটিতে চারজন ছিলেন । মাঝ আকাশে বিমানটির উইন্ডশিল্ড ফেটে যাওয়ার কারণে বিমানচালক কলকাতা এটিসির সঙ্গে যোগাযোগ করেন । কলকাতা এটিসি তাঁকে জরুরি অবতরণের অনুমতি দেয় । তারপরেই দমদম বিমানবন্দরে জরুরি অবতরণ করে বিমানটি ৷

জানা গিয়েছে, সৌদিয়া এয়ালাইন্সের এই পণ্যবাহী বিমানটির এদিন গন্তব্য ছিল সৌদিআরবের জেড্ডা থেকে হংকং ৷ মাঝ আকাশেই বিমানচালক বিমানটির উইন্ডশিল্ডে ফটল লক্ষ্য করেন ৷ দ্রুত তিনি যোগাযোগ করেন নিকটবর্তী কলকাতা বিমানবন্দরের এটিসি (এয়ার ট্রাফিক কন্ট্রোল) এর সঙ্গে ৷ বিমানটিকে জরুরি অবতরণের অনুমতি দেওয়া হয় ৷ বিমানবন্দরে ইমারজেন্সি ঘোষণা করা হয় ৷ এরপর ওই সৌদি কার্গো বিমানটি নিরাপদেই অবতরণ করে দমদম বিমানবন্দরে ৷ বিমানচালক সঠিক সময়ে বিষয়টি লক্ষ্য না করলে বড় দুর্ঘটনা ঘটে যাওয়ার আশঙ্কা ছিল ৷ অবতরণের পর বিমানটিকে পরীক্ষা করা হয় ৷ উইন্ডশিল্ডের ফালট মেরামতের কাজ শুরু হয়েছে ৷

উল্লেখ্য, সম্প্রতি বেঙ্গালুরুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়ানের পর এতিহাদ এয়ারওয়েজের একটি বিমানে কিছু টেকলিক্যাল সমস্যা দেখা দেয় ৷ বিমানটি আবুধাবি যাচ্ছিল ৷ সমস্যার কারণে টেক-অফের কিছুক্ষণ পরেই বিমানটিকে এই বিমানবন্দরে ফিরে এসে জরুরি অবতরণ করতে হয় ৷ এর আগে গত 1 এপ্রিল দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে দুবাইগামী ফেডএক্স এয়ারক্রাফ্টের একটি কার্গো বিমান ৷ এই জরুরি অবতরণের জন্য দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরেও সেদিন এমারজেন্সি অ্যালার্ট জারি করা হয় ৷ পরে জানা যায়, বিমানটির সঙ্গে একটি পাখির ধাক্কা লেগেছিল ৷ ফলে বিপদ এড়াতে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন ওই কার্গো বিমানের পাইলট ৷

আরও পড়ুন: মাঝ আকাশে কলকাতাগামী বিমানে যাত্রীদের হাতাহাতি !

হংকংগামী কার্গো বিমানের জরুরি অবতরণ দমদম বিমানবন্দরে

কলকাতা, 15 এপ্রিল: জেড্ডা থেকে হংকংগামী কার্গো বিমানের জরুরি অবতরণ দমদম বিমানবন্দরে । শনিবার সকাল 11টা 37 মিনিটে কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ করে বিমানটি । জানা গিয়েছে, বিমানটিতে চারজন ছিলেন । মাঝ আকাশে বিমানটির উইন্ডশিল্ড ফেটে যাওয়ার কারণে বিমানচালক কলকাতা এটিসির সঙ্গে যোগাযোগ করেন । কলকাতা এটিসি তাঁকে জরুরি অবতরণের অনুমতি দেয় । তারপরেই দমদম বিমানবন্দরে জরুরি অবতরণ করে বিমানটি ৷

জানা গিয়েছে, সৌদিয়া এয়ালাইন্সের এই পণ্যবাহী বিমানটির এদিন গন্তব্য ছিল সৌদিআরবের জেড্ডা থেকে হংকং ৷ মাঝ আকাশেই বিমানচালক বিমানটির উইন্ডশিল্ডে ফটল লক্ষ্য করেন ৷ দ্রুত তিনি যোগাযোগ করেন নিকটবর্তী কলকাতা বিমানবন্দরের এটিসি (এয়ার ট্রাফিক কন্ট্রোল) এর সঙ্গে ৷ বিমানটিকে জরুরি অবতরণের অনুমতি দেওয়া হয় ৷ বিমানবন্দরে ইমারজেন্সি ঘোষণা করা হয় ৷ এরপর ওই সৌদি কার্গো বিমানটি নিরাপদেই অবতরণ করে দমদম বিমানবন্দরে ৷ বিমানচালক সঠিক সময়ে বিষয়টি লক্ষ্য না করলে বড় দুর্ঘটনা ঘটে যাওয়ার আশঙ্কা ছিল ৷ অবতরণের পর বিমানটিকে পরীক্ষা করা হয় ৷ উইন্ডশিল্ডের ফালট মেরামতের কাজ শুরু হয়েছে ৷

উল্লেখ্য, সম্প্রতি বেঙ্গালুরুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়ানের পর এতিহাদ এয়ারওয়েজের একটি বিমানে কিছু টেকলিক্যাল সমস্যা দেখা দেয় ৷ বিমানটি আবুধাবি যাচ্ছিল ৷ সমস্যার কারণে টেক-অফের কিছুক্ষণ পরেই বিমানটিকে এই বিমানবন্দরে ফিরে এসে জরুরি অবতরণ করতে হয় ৷ এর আগে গত 1 এপ্রিল দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে দুবাইগামী ফেডএক্স এয়ারক্রাফ্টের একটি কার্গো বিমান ৷ এই জরুরি অবতরণের জন্য দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরেও সেদিন এমারজেন্সি অ্যালার্ট জারি করা হয় ৷ পরে জানা যায়, বিমানটির সঙ্গে একটি পাখির ধাক্কা লেগেছিল ৷ ফলে বিপদ এড়াতে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন ওই কার্গো বিমানের পাইলট ৷

আরও পড়ুন: মাঝ আকাশে কলকাতাগামী বিমানে যাত্রীদের হাতাহাতি !

Last Updated : Apr 15, 2023, 5:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.