ETV Bharat / state

Jagaddal : জগদ্দলে মদ্যপ যুবকের ধারালো অস্ত্রের আঘাতে জখম তিন - Drunk Man

আক্রান্তরা রাতেই জগদ্দল থানায় অভিযোগ দায়ের করেন । ঘটনার পর থেকে বেপাত্তা অভিযুক্ত যুবক সুরজিৎ । পুলিশ অভিযুক্তের খোঁজ চালাচ্ছে ।

drunk youth stabbed three men at jagaddal
Jagaddal : জগদ্দলে মদ্যপ যুবকের ধারালো অস্ত্রের আঘাতে জখম তিন
author img

By

Published : Nov 10, 2021, 5:02 PM IST

জগদ্দল, 10 নভেম্বর : নেশায় আসক্ত যুবকের চপারের আঘাতে জখম তিন যুবক ৷ মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে জগদ্দলের শ্যামনগরের রাহুতা পোড়া কালীতলায় ৷

আরও পড়ুন : Kunal Ghosh : মমতা তোমার গোটা পরিবারকে রাজনৈতিক জন্ম দিয়েছেন, নন্দীগ্রামে দাঁড়িয়ে শুভেন্দুকে আক্রমণ কুণালের

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পলাশ কর্মকার, সৌরভ মণ্ডল ও দেবব্রত ঘোষ নামে তিন যুবক রাতে পাড়ায় আড্ডা মারছিলেন । অভিযোগ, মদ্যপ অবস্থায় আচমকা সেখানে হানা দেয় মদ্যপ যুবক সুরজিৎ সরকার । প্রথমে অভিযুক্ত যুবক সুরজিৎ ও সৌরভকে চ্যালা কাঠ দিয়ে আঘাত করে । তারপর কাঠ দিয়ে পলাশের মাথায় মারে সুরজিৎ ।

আরও পড়ুন : Mentally Disabled Woman : সদ্যোজাত সন্তানকে নিয়ে স্বাস্থ্যকেন্দ্রের বারান্দায় ঠাঁই মানসিক ভারসাম্যহীন মহিলার

অভিযোগ, কাঠ দিয়ে মারার পর অভিযুক্ত যুবক চপার দিয়ে ওই দু’জনকে আঘাত করে । ঠেকাতে গিয়ে আক্রান্ত হলেন দেবব্রত ঘোষ ।

Jagaddal : জগদ্দলে মদ্যপ যুবকের ধারালো অস্ত্রের আঘাতে জখম তিন

আক্রান্তরা রাতেই জগদ্দল থানায় অভিযোগ দায়ের করেন । ঘটনার পর থেকে বেপাত্তা অভিযুক্ত যুবক সুরজিৎ । পুলিশ অভিযুক্তের খোঁজ চালাচ্ছে ।

আরও পড়ুন : Upper Primary Recruitment : অভিযোগের পাহাড়, উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ আপাতত বন্ধের নির্দেশ হাইকোর্টের

জগদ্দল, 10 নভেম্বর : নেশায় আসক্ত যুবকের চপারের আঘাতে জখম তিন যুবক ৷ মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে জগদ্দলের শ্যামনগরের রাহুতা পোড়া কালীতলায় ৷

আরও পড়ুন : Kunal Ghosh : মমতা তোমার গোটা পরিবারকে রাজনৈতিক জন্ম দিয়েছেন, নন্দীগ্রামে দাঁড়িয়ে শুভেন্দুকে আক্রমণ কুণালের

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পলাশ কর্মকার, সৌরভ মণ্ডল ও দেবব্রত ঘোষ নামে তিন যুবক রাতে পাড়ায় আড্ডা মারছিলেন । অভিযোগ, মদ্যপ অবস্থায় আচমকা সেখানে হানা দেয় মদ্যপ যুবক সুরজিৎ সরকার । প্রথমে অভিযুক্ত যুবক সুরজিৎ ও সৌরভকে চ্যালা কাঠ দিয়ে আঘাত করে । তারপর কাঠ দিয়ে পলাশের মাথায় মারে সুরজিৎ ।

আরও পড়ুন : Mentally Disabled Woman : সদ্যোজাত সন্তানকে নিয়ে স্বাস্থ্যকেন্দ্রের বারান্দায় ঠাঁই মানসিক ভারসাম্যহীন মহিলার

অভিযোগ, কাঠ দিয়ে মারার পর অভিযুক্ত যুবক চপার দিয়ে ওই দু’জনকে আঘাত করে । ঠেকাতে গিয়ে আক্রান্ত হলেন দেবব্রত ঘোষ ।

Jagaddal : জগদ্দলে মদ্যপ যুবকের ধারালো অস্ত্রের আঘাতে জখম তিন

আক্রান্তরা রাতেই জগদ্দল থানায় অভিযোগ দায়ের করেন । ঘটনার পর থেকে বেপাত্তা অভিযুক্ত যুবক সুরজিৎ । পুলিশ অভিযুক্তের খোঁজ চালাচ্ছে ।

আরও পড়ুন : Upper Primary Recruitment : অভিযোগের পাহাড়, উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ আপাতত বন্ধের নির্দেশ হাইকোর্টের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.