ETV Bharat / state

বড়মাকে মারার ষড়যন্ত্র হচ্ছে কি না জানি না : মঞ্জুলকৃষ্ণ - India

হাসপাতালে ভরতি মতুয়া মহাসংঘের বড়মা বীণাপাণি ঠাকুর। কিন্তু, তাঁর সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। অভিযোগ মঞ্জুলকৃষ্ণ ঠাকুরের

বীণাপাণি ঠাকুর
author img

By

Published : Mar 5, 2019, 7:45 AM IST

ঠাকুরনগর, ৫ মার্চ : হাসপাতালে ভরতি মতুয়া মহাসংঘের বড়মা বীণাপাণি ঠাকুর। কিন্তু, তাঁর সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। গতকাল রাজ্য সরকার ও মমতাবালা ঠাকুরের বিরুদ্ধে এই অভিযোগ করলেন ছোটো ছেলে তথা BJP নেতা মঞ্জুলকৃষ্ণ ঠাকুর।

তিনি বলেন, "অনেকদিন ধরেই মায়ের শারীরিক অবস্থার কথা জানানো হচ্ছে না আমাদের। গত দু'বছর ধরে মায়ের ঘরের সামনে পুলিশি পাহারা বসিয়েছে রাজ্য সরকার। ছেলে হয়েও মায়ের সঙ্গে দেখা করতে পারিনি। এখন হঠাৎ শুনছি মাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ দিয়ে নিয়ে যাওয়া হয়েছে।" মঞ্জুলের দাবি, তৃণমূল সাংসদ তথা ঠাকুরবাড়ির বড় বউমা মমতাবালা ঠাকুরের অঙ্গুলিহেলনেই তাঁকে দূরে সরিয়ে রাখা হচ্ছে। আর বিষয়টিতে মদত দিচ্ছে রাজ্য সরকার। তাঁর কথায়, "কাউকে দেখা করতে দিচ্ছে না। পুলিশ ও প্রশাসনকে দিয়ে বন্দী করে রাখা হয়েছে। কাগজ পড়ে বা টিভিতে খবর দেখে মায়ের অসুস্থতার বিষয়ে জানতে হচ্ছে। মাকে মারার ষড়যন্ত্র হচ্ছে কি না জানি না। প্রশাসন মমতাবালাকে দিয়ে এরকম করাচ্ছে। কারা কী করছে তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। কাদের এত দরদ হয়েছে?"

undefined

বিষয়টি নিয়ে মমতাবালা ঠাকুরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু, তিনি ফোন ধরেননি। উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি রাতে বীণাপাণি দেবীকে কল্যাণী JNM হাসপাতালে ভরতি করা হয়। তিনি ফুসফুসের সংক্রমণে ভুগছেন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে SSKM হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

ঠাকুরনগর, ৫ মার্চ : হাসপাতালে ভরতি মতুয়া মহাসংঘের বড়মা বীণাপাণি ঠাকুর। কিন্তু, তাঁর সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। গতকাল রাজ্য সরকার ও মমতাবালা ঠাকুরের বিরুদ্ধে এই অভিযোগ করলেন ছোটো ছেলে তথা BJP নেতা মঞ্জুলকৃষ্ণ ঠাকুর।

তিনি বলেন, "অনেকদিন ধরেই মায়ের শারীরিক অবস্থার কথা জানানো হচ্ছে না আমাদের। গত দু'বছর ধরে মায়ের ঘরের সামনে পুলিশি পাহারা বসিয়েছে রাজ্য সরকার। ছেলে হয়েও মায়ের সঙ্গে দেখা করতে পারিনি। এখন হঠাৎ শুনছি মাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ দিয়ে নিয়ে যাওয়া হয়েছে।" মঞ্জুলের দাবি, তৃণমূল সাংসদ তথা ঠাকুরবাড়ির বড় বউমা মমতাবালা ঠাকুরের অঙ্গুলিহেলনেই তাঁকে দূরে সরিয়ে রাখা হচ্ছে। আর বিষয়টিতে মদত দিচ্ছে রাজ্য সরকার। তাঁর কথায়, "কাউকে দেখা করতে দিচ্ছে না। পুলিশ ও প্রশাসনকে দিয়ে বন্দী করে রাখা হয়েছে। কাগজ পড়ে বা টিভিতে খবর দেখে মায়ের অসুস্থতার বিষয়ে জানতে হচ্ছে। মাকে মারার ষড়যন্ত্র হচ্ছে কি না জানি না। প্রশাসন মমতাবালাকে দিয়ে এরকম করাচ্ছে। কারা কী করছে তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। কাদের এত দরদ হয়েছে?"

undefined

বিষয়টি নিয়ে মমতাবালা ঠাকুরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু, তিনি ফোন ধরেননি। উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি রাতে বীণাপাণি দেবীকে কল্যাণী JNM হাসপাতালে ভরতি করা হয়। তিনি ফুসফুসের সংক্রমণে ভুগছেন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে SSKM হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

খবরে দেখছি মায়ের অবস্থা ভালো না, আমাদের দেখা করতে দিচ্ছে নাঃ মঞ্জুল ঠাকুর। ঠাকুরনগরঃ অসুস্থ মতুয়া বড়মা বীণাপাণি ঠাকুর। গত শুক্রবার কল্যাণী হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাঁকে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। কিন্তু অসুস্খ মায়ের সঙ্গে তাঁকে দেখা করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ তুললেন বড়মা'র ছোট ছেলে মঞ্জুলকৃষ্ণ ঠাকুর। রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা ঠাকুরবাড়ির ছোট ছেলে মঞ্জুলকৃষ্ণ ঠাকুর আজ সরাসরি তাঁর বউদি মনতাবালা ঠাকুর ও রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। তিনি বলেন, সংবাদমধ্যমের খবর দেখে আমাকে মায়ের শরীরিক অবস্থা জানতে হচ্ছে। আমাকে কিছুই জানানো হচ্ছে না। আর তৃণমূল এই সব করাছে মমতাবালা ঠাকুরকে দিয়ে। গত শুক্রবার বার্ধক্যজনিত সমস্যার জন্য কল্যাণী জেএনএম হাসপাতালে ভর্তি করানো হয়েছিল বীণাপাণি ঠাকুরকে। সেখনে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে রবিবার রাতে কলকাতা এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। হাসপাতাল সূত্রে খবর, চিকিৎসায় তিনি তেমন কোনও সাড়া দিচ্ছেন না। যা নিয়ে উদ্বিগ্ন মতুয়া সমাজ। তারই মাঝে বিস্ফোরক অভিযোগ করলেন বড়মা'র ছোট ছেলে মঞ্জুল। তিনি বলেন, গত দু'বছর ধরে মায়ের ঘরের সামনে পুলিশ পাহারা করে রেখেছে রাজ্য সরকার। আমি ছেলে হয়েও মায়ের সঙ্গে দেখা করতে পারি না। মা অসুস্থ। অথচ আমরা তাঁর সঙ্গে দেখা করতে পারছি না। জানি না ওরা কী করছে। মাকে মেরে ফেলার ষড়যন্ত্র করছে কি না জানি না।' মঞ্জুলের গুরুতর অভিযোগের প্রতিক্রিয়া জানার জন্য ঠাকুরবাড়ির বড়বউ তথা তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুরের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু তিনি ফোন ধরেননি।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.