দেগঙ্গা, 1 জুলাই: একবিংশ শতকের কুড়ি দশকে দাঁড়িয়ে আরও একবার মধ্যযুগীয় বর্বরতা ৷ কন্যাসন্তানের জন্ম দেওয়ায় মহিলাকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ স্বামীর বিরুদ্ধে (Man Allegedly Beats His Wife for Giving Birth a Daughter) ৷ এমনকী সন্তান-সহ তাঁকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে বলে অভিযোগ ৷ উত্তর 24 পরগনার দেগঙ্গার কলসুর গ্রাম পঞ্চায়েতের চান্ডালাটি ঘটনায় আক্রান্ত সোনালি আইচ পুলিশের দ্বারস্থ হয়েছেন ৷ দেগঙ্গা থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷
পুলিশ সূত্রে খবর, হাসনাবাদের আশারিয়ার বাসিন্দা সোনালি আইচের 2017 সালে দেগঙ্গার চান্ডালি গ্রামে গোবিন্দ আইচের সঙ্গে বিয়ে হয় ৷ সোনালির দাদা এই বিয়ে ঠিক করেছিলেন ৷ অভিযোগ, বিয়ের সময় নগদ-সহ একাধিক জিনিসপত্র পণ (Dowry) নিয়েছিলেন গোবিন্দ ৷ কিন্তু, বিয়ের একবছর পর সোনালিকে বাপের বাড়ি থেকে টাকা আনতে চাপ দেওয়া শুরু হয় বলে অভিযোগ ৷ তখন থেকেই তাঁর উপর শারীরিক ও মানসিক অত্যাচার শুরু করেন বলে অভিযোগ করেছেন সোনালি ৷
আরও পড়ুন: Domestic Violence Case : বধূ নির্যাতনের মামলা প্রত্যাহার করছেন বিধায়ক খগেশ্বর রায়ের পুত্রবধূ
বিয়ের এক বছরের মধ্যে একটি পুত্রসন্তান হয় সোনালি এবং গোবিন্দর ৷ দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার পর তিন মাস আগে এক কন্যাসন্তানের জন্ম দেন তিনি ৷ অভিযোগ, এর পর থেকেই সোনালির উপর অত্যাচার বাড়তে থাকে (Domestic Violence) ৷ কন্যাসন্তান হওয়ায় সোনালিকে তাঁর বাপের বাড়ি থেকে 50 হাজার টাকা নিয়ে আসার জন্য চাপ দিতে শুরু করেন গোবিন্দ এবং তাঁর বাড়ির লোকজন ৷ অভিযোগ, দু’দিন আগে গোবিন্দ তাঁকে রাস্তায় বের করে দেয় এবং সেখানেই মারধর করেন ৷ এই ঘটনায় সোনালি এবং তাঁর দাদা পরিমল মণ্ডল থানায় অভিযোগ দায়ের করেছেন ৷