বারাসত, 15 জুন: সংক্রমণের আশঙ্কায় আগেই সরকারি বাসচালক, কন্ডাক্টরদের সুরক্ষার পদক্ষেপ নেওয়া হয়েছিল পরিবহন দপ্তরের তরফে। এবার বেসরকারি বাসের চালক, খালাসি ও কন্ডাক্টরের সুরক্ষায় জোর দিল উত্তর 24 পরগনা জেলা আঞ্চলিক পরিবহন বিভাগ। আজ তাঁদের হাতে তুলে দেওয়া হল মাস্ক, গ্লাভস, হ্যান্ড স্যানিটাইজ়ার ও থার্মাল গানের মতো প্রয়োজনীয় সুরক্ষা সরঞ্জাম। আজ দুপুরে বারাসতের তিতুমীর কেন্দ্রীয় বাস টার্মিনাসে এক অনুষ্ঠানে চালক, খালাসি, কন্ডাক্টরদের হাতে এই সমস্ত সামগ্রী তুলে দেন জেলা আঞ্চলিক পরিবহন আধিকারিক অনন্ত চন্দ্র সরকার। হাজির ছিলেন আঞ্চলিক পরিবহন সদস্য তথা বনগাঁর প্রাক্তন বিধায়ক গোপাল শেঠ, বারাসত পৌরসভার প্রাক্তন কাউন্সিলর তাপস দাশগুপ্ত সহ জেলা প্রশাসনের কর্তারা।
কোরোনা মোকাবিলায় লকডাউনের জেরে দীর্ঘদিন ধরে বন্ধ ছিল গণপরিবহন। লকডাউন শিথিল হতেই ধীরে ধীরে পরিবহন পরিষেবা স্বাভাবিক হতে শুরু করে। প্রথমে সরকারি বাস চলাচল শুরু হয়৷ শুরুতে ভাড়া নিয়ে সরকারের সঙ্গে বেসরকারি বাস সংগঠনের ঠান্ডা লড়াই চলায় বেসরকারি বাস রাস্তায় নামেনি। পরে, সরকার বিষয়টি নিয়ে রেগুলেটরি কমিটি গঠন করলে রাস্তায় একে একে বেসরকারি বাস নামতে শুরু করে। জেলা প্রশাসনের উদ্যোগে গত 2 জুন থেকে বারাসতের কেন্দ্রীয় বাস টার্মিনাস থেকে বেসরকারি বাস চলাচল শুরু হয়। সেই সময় পর্যাপ্ত সুরক্ষা ছাড়াই বাস চালাতে হচ্ছিল চালক, খালাসি ও কন্ডাক্টরদের। ফলে সংক্রমণের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছিল না। এবার তাঁদের সুরক্ষা দিতেই জেলা আঞ্চলিক পরিবহন বিভাগের তরফে তাঁদের হাতে তুলে দেওয়া হল মাস্ক, গ্লাভস, স্যানিটাইজার ও থার্মাল গান। তবে, বাসচালকদের কেন PPE কিট দেওয়া হল না তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে?
214 রুটের বেসরকারি বাস চলাচল বন্ধ হওয়া নিয়ে তিনি বলেন, "বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে। কোনও সমস্যা আছে কিনা, তা দেখা হবে৷"
ওই রুটে বাস বন্ধ হওয়ার পিছনে ভাড়া সংক্রান্ত কোনও বিবাদ আছে কি না জানতে চাওয়া হলে তিনি বলেন, "সেরকম কোনও অভিযোগ এখনও অবধি পাইনি। খোঁজ নিয়ে দেখা হবে৷"
লকডাউন শিথিল হলেও ট্রেন চলাচল শুরু না হওয়ায় সরকারি ও বেসরকারি বাসই ভরসা যাত্রীদের। এদিকে, পর্যাপ্ত বাসের অভাবে দুর্ভোগের স্বীকার হচ্ছেন যাত্রীরা। যদিও পর্যাপ্ত সংখ্যায় বেসরকারি বাস রাস্তায় নেমেছে বলে সোমবার দাবি করলেন প্রাক্তন বিধায়ক গোপাল শেঠ৷
তাঁর কথায়, "জেলার 65 টি রুটের মধ্যে 5 টি রুট বন্ধ রয়েছে৷ বর্তমানে সচল রয়েছে 57 টি রুট। এই সমস্ত রুটে পর্যাপ্ত পরিমাণে বাস নামানো হয়েছে।"