ETV Bharat / state

বীজপুর থেকে দীনেশ ত্রিবেদীকে বড় লিডে জেতানোই লক্ষ্য : শুভ্রাংশু -

বীজপুরের বিধায়ক শুভ্রাংশু রায়
author img

By

Published : Mar 16, 2019, 4:33 AM IST

ব্যারাকপুর, ১৬ মার্চ : "আমার টার্গেট বীজপুর থেকে দীনেশ ত্রিবেদীকে সব থেকে বড় লিড দিয়ে জেতানো। এটাই আমাদের একমাত্র মিশন এবং ভিশন। সব কর্মীরা যদি আমার পাশে থাকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত যদি আমার মাথায় থাকে, তাহলে সব সম্ভব করে তুলব।" গতকাল দীনেশ ত্রিবেদীর সঙ্গে প্রচারে বেরিয়ে একথা বলেন বীজপুরের বিধায়ক শুভ্রাংশু রায়।

ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী দীনেশ ত্রিবেদী গতকাল সকাল থেকে হালিশহর ও কাঁচরাপাড়া পৌরসভা এলাকায় প্রচার সারেন। শুধুমাত্র দেওয়াল লিখন ছাড়াও ছোটো ছোটো দলীয় বৈঠকও করেন। প্রচার সঙ্গী হিসেবে ছিলেন নৈহাটি ও বীজপুরের বিধায়ক পার্থ ভৌমিক এবং শুভ্রাংশু রায়। ছিলেন হালিশহর পৌরসভার চেয়ারম্যান অংশুমান রায়। পার্থ ভৌমিক বলেন, "ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ছিল আছে ও আগামী দিনেও থাকবে। ২৩ মে যখন ভোটবাক্স খুলবে তখন দেখা যাবে শুধু জোড়াফুল বেরোচ্ছে আর কিছু বেরোচ্ছে না। ব্যারাকপুরের মানুষ জানে যে মানি মানি মানি-তে প্রত্যক্ষভাবে যে জড়িত তার নাম অর্জুন সিং। তবে BJP-কে একটা ধন্যবাদ জানাব। তৃণমূলে অনেক আবর্জনা জমে গেছে বলত ওরা। আমাদের আবর্জনা মুক্ত করার দায়িত্ব ওরাই নিয়েছে। তার জন্য ধন্যবাদ। একমাত্র অর্জুন সিং ভাটপাড়া বিধানসভা কেন্দ্রে দীনেশ ত্রিবেদীকে ঢুকতে দেয়নি। বাদবাকি কোনও বিধানসভা কেন্দ্রের মানুষ বলতে পারবে না যে দীনেশ ত্রিবেদীকে কেউ দেখেনি। অর্জুন সিং নিজেই গায়ের জোরে ভাটপাড়া মানুষের কাছাকাছি যেতে দেননি সাংসদকে।"

অর্জুন সিং BJP প্রার্থী হলে তৃণমূলের মার্জিন আরও বাড়বে বলেই দাবি করেন পার্থ ভৌমিক। তিনি আরও বলেন, "নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে শান্তিপূর্ণ নির্বাচন করা। কেউ যদি মনে করে আমরা দুর্বল তাহলে আমরা ভোটের ময়দানে মাঠে ময়দানে সেটা বুঝিয়ে দেব। কিছু করতে পারবে না।"ভাটপাড়া পৌরসভায় BJP-র হয়ে স্লোগানের বিষয়ে তৃণমূল প্রার্থী দীনেশ ত্রিবেদী সাংবাদিকদের সাথে প্রথমে কোনও কথা না বলতে চাইলেও পরে বলেন, "একটু অপেক্ষা করুন সব বুঝতে পারবেন।" বিজপুর বিধায়ক শুভ্রাংশু রায় বলেন, "আমাদের কর্মীরা সম্পদ। মাথার উপরে নেত্রী আছেন। সবাইকে নিয়েই আমরা কাজ করব। কোথায় কী হচ্ছে তা বলতে পারব না।"

ব্যারাকপুর, ১৬ মার্চ : "আমার টার্গেট বীজপুর থেকে দীনেশ ত্রিবেদীকে সব থেকে বড় লিড দিয়ে জেতানো। এটাই আমাদের একমাত্র মিশন এবং ভিশন। সব কর্মীরা যদি আমার পাশে থাকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত যদি আমার মাথায় থাকে, তাহলে সব সম্ভব করে তুলব।" গতকাল দীনেশ ত্রিবেদীর সঙ্গে প্রচারে বেরিয়ে একথা বলেন বীজপুরের বিধায়ক শুভ্রাংশু রায়।

ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী দীনেশ ত্রিবেদী গতকাল সকাল থেকে হালিশহর ও কাঁচরাপাড়া পৌরসভা এলাকায় প্রচার সারেন। শুধুমাত্র দেওয়াল লিখন ছাড়াও ছোটো ছোটো দলীয় বৈঠকও করেন। প্রচার সঙ্গী হিসেবে ছিলেন নৈহাটি ও বীজপুরের বিধায়ক পার্থ ভৌমিক এবং শুভ্রাংশু রায়। ছিলেন হালিশহর পৌরসভার চেয়ারম্যান অংশুমান রায়। পার্থ ভৌমিক বলেন, "ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ছিল আছে ও আগামী দিনেও থাকবে। ২৩ মে যখন ভোটবাক্স খুলবে তখন দেখা যাবে শুধু জোড়াফুল বেরোচ্ছে আর কিছু বেরোচ্ছে না। ব্যারাকপুরের মানুষ জানে যে মানি মানি মানি-তে প্রত্যক্ষভাবে যে জড়িত তার নাম অর্জুন সিং। তবে BJP-কে একটা ধন্যবাদ জানাব। তৃণমূলে অনেক আবর্জনা জমে গেছে বলত ওরা। আমাদের আবর্জনা মুক্ত করার দায়িত্ব ওরাই নিয়েছে। তার জন্য ধন্যবাদ। একমাত্র অর্জুন সিং ভাটপাড়া বিধানসভা কেন্দ্রে দীনেশ ত্রিবেদীকে ঢুকতে দেয়নি। বাদবাকি কোনও বিধানসভা কেন্দ্রের মানুষ বলতে পারবে না যে দীনেশ ত্রিবেদীকে কেউ দেখেনি। অর্জুন সিং নিজেই গায়ের জোরে ভাটপাড়া মানুষের কাছাকাছি যেতে দেননি সাংসদকে।"

অর্জুন সিং BJP প্রার্থী হলে তৃণমূলের মার্জিন আরও বাড়বে বলেই দাবি করেন পার্থ ভৌমিক। তিনি আরও বলেন, "নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে শান্তিপূর্ণ নির্বাচন করা। কেউ যদি মনে করে আমরা দুর্বল তাহলে আমরা ভোটের ময়দানে মাঠে ময়দানে সেটা বুঝিয়ে দেব। কিছু করতে পারবে না।"ভাটপাড়া পৌরসভায় BJP-র হয়ে স্লোগানের বিষয়ে তৃণমূল প্রার্থী দীনেশ ত্রিবেদী সাংবাদিকদের সাথে প্রথমে কোনও কথা না বলতে চাইলেও পরে বলেন, "একটু অপেক্ষা করুন সব বুঝতে পারবেন।" বিজপুর বিধায়ক শুভ্রাংশু রায় বলেন, "আমাদের কর্মীরা সম্পদ। মাথার উপরে নেত্রী আছেন। সবাইকে নিয়েই আমরা কাজ করব। কোথায় কী হচ্ছে তা বলতে পারব না।"

Intro:
15-03-19


সুজয় ঘোষ, কলকাতা




কলকাতাঃ লোকসভা নির্বাচণের প্রার্থী তালিকার ক্ষেত্রে চুড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবেন বিজেপির রাজ্য সভাপতি। বিজেপির নির্বাচণ কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হল। আজ রাতে নির্বাচণ কমিটির বৈঠক শেষে এই কথা জানান বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।



"নির্বাচণ কমিটির বৈঠকে লোকসভা নির্বাচণের প্রার্থী তালিকার ক্ষেত্রে সমস্ত অধিকার দেওয়া হল আমার হাতে। এই তালিকা তৈরি করে কেন্দ্রীয় নির্বাচণ সংসদীয় কমিটির হাতে তুলে দেওয়া হবে" বলেও জানান দিলীপ।


দিলীপ ঘোষের বক্তব্য, লোকসভা নির্বাচণের জন্য প্রায় ৩৫০ টি আবেদন জমা পড়েছে। এই তালিকায় থেকে যোগ্য ব্যক্তির নাম বিবেচনা করে দিল্লিতে পাঠানো হবে। প্রতিটি লোকসভা কেন্দ্রের জন্য কমপক্ষে ৩-৪ জন এর নাম দিল্লিতে পাঠানো হবে। বিজেপির সাংগঠনিক কার্যকর্তাদের অনেক আগেই বলা হয়েছিল। আপনারা প্রার্থীর জন্য আবেদন করতে হবে না। দল যদি কাউকে বিবেচনা করে তাকে প্রার্থী করা হবে। নির্বাচণ কমিটির বৈঠকে আজ সিদ্ধান্ত হয়। জেতার সম্ভবনা যে কেন্দ্রে সব থেকে তাকে সেই কেন্দ্রে প্রার্থী করা হবে

রাজ্য দপ্তরে আজ এই বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অরবিন্দ মেনন, বিজেপির নির্বাচণ কমিটির আহ্বাক মুকুল রায়, বিজেপির সাধারণ সম্পাদক সংগঠন লকেট চট্টোপাধ্যায় সহ অন্যান্য শীর্ষস্থানীয় নেতৃবর্গ।

Body:কপিConclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.