নিউ টাউন, 27 অক্টোবর: "এনসিসি (NCC) করলে আর কেউ তৃণমূল কংগ্রেসের ঝান্ডা ধরবে না ৷ সেই কারণেই বোধ হয় রাজ্য সরকার এনসিসি-এর জন্য টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে !" বৃহস্পতিবার এমনই অভিযোগ করলেন বিজেপি-এর জাতীয় সহসভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) ৷ একইসঙ্গে, স্কুলে ছাত্র সংসদ চালুর রাজ্য সরকারি সিদ্ধান্তেরও বিরোধিতা করেছেন তিনি ৷
উল্লেখ্য, এনসিসি-এর প্রশিক্ষণ চালানোর জন্য প্রত্যেকটি রাজ্য সরকারের তরফেই নির্দিষ্ট পরিমাণ অর্থ বরাদ্দ করা হয় ৷ কিন্তু, পশ্চিমবঙ্গে এ নিয়ে সমস্যা তৈরি হয়েছে ৷ সূত্রের দাবি, রাজ্য সরকারের ভাঁড়ে মা ভবানী ! সেই কারণেই এনসিসি খাতে বরাদ্দ কোটি কোটি টাকা বকেয়া পড়ে রয়েছে ৷ যার ফলে প্রশিক্ষণ চালাতে পারছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ৷
আরও পড়ুন: রাজ্যের বরাদ্দ অর্থ না মেলায় ক্যাম্প বন্ধ করতে হচ্ছে, দাবি এনসিসি-র
এ নিয়ে প্রশ্ন করা হলে দিলীপ বলেন, এনসিসি খুব ছোট থেকে ছেলেমেয়েদের নিয়মানুবর্তিতা, অনুশাসন, শৃঙ্খলা শেখায় ৷ কিন্তু, রাজ্যের বর্তমান শাসকদলের নেতা ও কর্মীদের চরিত্র এর ঠিক উলটো ৷ এনসিসি করলে আগামী দিনে আর কেউ তৃণমূলের ঝান্ডা ধরবে না ৷ সেই ভয়েই এনসিসি বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে রাজ্য সরকার ! প্রসঙ্গত, এই ঘটনায় প্রশ্ন উঠছে, রাজ্য সরকার এনসিসি-এর জন্য বরাদ্দ টাকা দিতে পারছে না ৷ অথচ পুজোকমিটিগুলিকে টাকা দিচ্ছে ! প্রয়োজনে ওই টাকা তো এনসিসি-এর জন্য খরচ করা যেতে পারত ৷ এই প্রশ্নের উত্তর অবশ্য শাসকদলের তরফে মেলেনি ৷
এদিকে, সরকারি স্কুলগুলিতে কলেজের আদলে ছাত্র সংসদ গঠনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার ৷ সরকারি স্কুলগুলিতে পঠনপাঠনের মান নিয়ে অভিযোগ নতুন নয় ৷ তার উপর কোভিডকালে স্কুলে ছুটির পর ছুটি চলেছে ৷ অথচ, খেলা, মেলা, বিনোদন বন্ধ থাকেনি ৷ এ নিয়ে আগেই প্রশ্নের মুখে পড়তে হয়েছে রাজ্য সরকারকে ৷ গোদের উপর বিষফোঁড়া হয়েছে শিক্ষক নিয়োগ দুর্নীতি ৷ এই প্রেক্ষাপটে স্কুলে ছাত্র সংসদ চালুর বিরোধিতা করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ ৷ তাঁর দাবি, অভিভাবকরাই সরকারের এই সিদ্ধান্ত মানবেন না ৷