ETV Bharat / state

দলীয় কর্মীদের ডিম-ভাত আর স্কুলের বাচ্চাদের নুন-ভাত : দিলীপ - TMC

নৈহাটিতে দলের কর্মসূচিতে এসেছিলেন BJP নেতা দিলীপ ঘোষ । সেখানে হুগলির স্কুলে মিড ডে মিল দুর্নীতির অভিযোগ নিয়ে তৃণমূল ও মমতাকে দুষলেন তিনি ।

ফাইল ফোটো
author img

By

Published : Aug 20, 2019, 3:49 AM IST

Updated : Aug 20, 2019, 5:32 AM IST

নৈহাটি, 20 অগাস্ট : হুগলির চুঁচুড়ার বাণীমন্দির বালিকা বিদ্যালয়ে মিড-ডে মিলে খাওয়ানো হচ্ছে নুন-ভাত । এই অভিযোগ পেয়েই সেখানে গেছিলেন হুগলির BJP সাংসদ লকেট চ্যাটার্জি । নাম না করে বিষয়টির জন্য তৃণমূলের দিকে আঙুল তোলেন তিনি । এবার এই ঘটনায় মুখ খুললেন BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । তৃণমূল ও মমতাকে আক্রমণ করে তিনি বলেন, "নিজের দলের কর্মীদের জন্য ডিম-ভাত আর স্কুলের বাচ্চাদের জন্য নুন-ভাত ।"

এই সংক্রান্ত আরও খবর : 5 হাজার ডিমের হদিশ নেই, বস্তা বস্তা চাল হাপিশ ; ছাত্রীরা খায় নুন-ভাত !

গতকাল নৈহাটিতে দলীয় কর্মসূচিতে যোগ দিতে আসেন দিলীপ ঘোষ । সেখানে চুঁচুড়ার স্কুলে মিড-ডে মিল নিয়ে দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে তাঁর মতামত জানতে চাওয়া হয় । দিলীপ বলেন, "নিজের দলের কর্মীদের জন্য ডিম-ভাত আর স্কুলের বাচ্চাদের জন্য নুন-ভাত । এসব বিষয় আমরা মানি না । আমরা সব কা সাথ, সব কা বিকাশ চাই । তাই এই সরকারের পরিবর্তন চাই ।"

নৈহাটি পৌরসভার BJP কাউন্সিলর গণেশ দাসকে গ্রেপ্তার করা হয়েছে । ওই কাউন্সিলরের দাবি, তাঁকে মিথ্যে কেস দেওয়া হয়েছে । এই প্রসঙ্গে দিলীপ বলেন, "আমাদের কর্মীদের উপর 28 হাজার মিথ্যে কেস চলছে । আমার উপর 22-23 টা কেস চলছে । আমরা কেসকে ভয় পাই না । যদি ভয় পেতাম তাহলে লোকসভায় রাজ্যে 18 সিট পেতাম না । কেসের জবাব আমরা কোর্টে দেব । আর রাজনৈতিক লড়াইয়ের জবাব মাঠে দেব । দিদিকে প্রস্তুত থাকতে বলুন । "

নৈহাটি, 20 অগাস্ট : হুগলির চুঁচুড়ার বাণীমন্দির বালিকা বিদ্যালয়ে মিড-ডে মিলে খাওয়ানো হচ্ছে নুন-ভাত । এই অভিযোগ পেয়েই সেখানে গেছিলেন হুগলির BJP সাংসদ লকেট চ্যাটার্জি । নাম না করে বিষয়টির জন্য তৃণমূলের দিকে আঙুল তোলেন তিনি । এবার এই ঘটনায় মুখ খুললেন BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । তৃণমূল ও মমতাকে আক্রমণ করে তিনি বলেন, "নিজের দলের কর্মীদের জন্য ডিম-ভাত আর স্কুলের বাচ্চাদের জন্য নুন-ভাত ।"

এই সংক্রান্ত আরও খবর : 5 হাজার ডিমের হদিশ নেই, বস্তা বস্তা চাল হাপিশ ; ছাত্রীরা খায় নুন-ভাত !

গতকাল নৈহাটিতে দলীয় কর্মসূচিতে যোগ দিতে আসেন দিলীপ ঘোষ । সেখানে চুঁচুড়ার স্কুলে মিড-ডে মিল নিয়ে দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে তাঁর মতামত জানতে চাওয়া হয় । দিলীপ বলেন, "নিজের দলের কর্মীদের জন্য ডিম-ভাত আর স্কুলের বাচ্চাদের জন্য নুন-ভাত । এসব বিষয় আমরা মানি না । আমরা সব কা সাথ, সব কা বিকাশ চাই । তাই এই সরকারের পরিবর্তন চাই ।"

নৈহাটি পৌরসভার BJP কাউন্সিলর গণেশ দাসকে গ্রেপ্তার করা হয়েছে । ওই কাউন্সিলরের দাবি, তাঁকে মিথ্যে কেস দেওয়া হয়েছে । এই প্রসঙ্গে দিলীপ বলেন, "আমাদের কর্মীদের উপর 28 হাজার মিথ্যে কেস চলছে । আমার উপর 22-23 টা কেস চলছে । আমরা কেসকে ভয় পাই না । যদি ভয় পেতাম তাহলে লোকসভায় রাজ্যে 18 সিট পেতাম না । কেসের জবাব আমরা কোর্টে দেব । আর রাজনৈতিক লড়াইয়ের জবাব মাঠে দেব । দিদিকে প্রস্তুত থাকতে বলুন । "

Intro:নুনভাত কান্ড নিয়ে রাজ্য সরকারকে তীব্র আক্রমন দিলীপ ঘোষ এর.. Body:নিজের পার্টি কর্মীদের জন্য ডিম ভাত আর ছোট ছোট স্কুল বাচ্চাদের জন্য নুন ভাত এসব আমরা মানি না আমরা সবকা সাথ সবকা বিকাশ চাই। তাই এই সরকারের পরিবর্তন চাই।হুগলি জেলার চুঁচুড়া বানীমন্দির বালিকা স্কুলে মিড ডে মিলে নুন ভাত কান্ড নিয়ে এই ভাষাতেই রাজ্য সরকারকে একহাত নিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আজ নৈহাটিতে বিজেপির দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে রাজ্য সরকারকে নিশানা করেন। এছাড়াও হাওড়াতে বস্তি পরিদর্শনে গিয়ে মুখ্যমন্ত্রী যে বিক্ষোভের মুখে পড়েছেন তা নিয়ে দিলীপ বাবু বলেন আমরা বস্তিতে গিয়ে সাধারণ মানুষের সাথে কথা বলি তাদের সাথে বসে ভাত খাই। সেটা তারা আমাদের থেকে ধার করে চুরি করে করতে যায় এরকমই হবে। ওদের এমএলএ এমপি যখন সাধারন মানুষ হয়ে যাচ্ছে তাদের প্রশ্নের কোন উত্তর দিতে পারছে না তারা সবাই কাটমানি ফেরত চাইছে। সেই পরিস্থিতির মুখোমুখি হতে হলো মুখ্যমন্ত্রীর। অন্যদিকে নৈহাটি পৌরসভার বিজেপি কাউন্সিলর গণেশ দাস কে গ্রেফতারের বিষয়ে দিলীপ ঘোষ বলেন এইরকম ভাবে সবাইকেই মিথ্যে কেস দিয়ে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে। এই ধরনের কেস আমাদের কর্মীদের ওপর অন্ততপক্ষে 28 হাজার কেস আমাদের মাথার উপর রয়েছে। তার নিজের ওপরে অন্তত কুড়ি থেকে বাইশ টা কেস দেওয়া হয়েছে। কিন্তু আমরা কোন কেস ভয় পাই না।ভয় পেলে এরাজ্যে আমরা 18 টি লোকসভা আসন পেতাম না। এই কেস এর জবাব আমরা আদালতে দেবো এবং রাজনৈতিক লড়াই আমরা রাজনীতির ময়দানে দেব। দুই দিকেই আমরা প্রস্তুত আছি।Conclusion: এই দলীয় কর্মসূচি সেরে ফেরার সময় নৈহাটিতেই বিজেপির দলীয় কর্মীরা তাকে ঘিরে তাদেরই দলের কয়েকজন নেতৃত্বের বিরুদ্ধে নানান অভিযোগ জানান। সব অভিযোগ শুনে বিষয়গুলি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।
Last Updated : Aug 20, 2019, 5:32 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.