নৈহাটি, 20 অগাস্ট : হুগলির চুঁচুড়ার বাণীমন্দির বালিকা বিদ্যালয়ে মিড-ডে মিলে খাওয়ানো হচ্ছে নুন-ভাত । এই অভিযোগ পেয়েই সেখানে গেছিলেন হুগলির BJP সাংসদ লকেট চ্যাটার্জি । নাম না করে বিষয়টির জন্য তৃণমূলের দিকে আঙুল তোলেন তিনি । এবার এই ঘটনায় মুখ খুললেন BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । তৃণমূল ও মমতাকে আক্রমণ করে তিনি বলেন, "নিজের দলের কর্মীদের জন্য ডিম-ভাত আর স্কুলের বাচ্চাদের জন্য নুন-ভাত ।"
এই সংক্রান্ত আরও খবর : 5 হাজার ডিমের হদিশ নেই, বস্তা বস্তা চাল হাপিশ ; ছাত্রীরা খায় নুন-ভাত !
গতকাল নৈহাটিতে দলীয় কর্মসূচিতে যোগ দিতে আসেন দিলীপ ঘোষ । সেখানে চুঁচুড়ার স্কুলে মিড-ডে মিল নিয়ে দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে তাঁর মতামত জানতে চাওয়া হয় । দিলীপ বলেন, "নিজের দলের কর্মীদের জন্য ডিম-ভাত আর স্কুলের বাচ্চাদের জন্য নুন-ভাত । এসব বিষয় আমরা মানি না । আমরা সব কা সাথ, সব কা বিকাশ চাই । তাই এই সরকারের পরিবর্তন চাই ।"
নৈহাটি পৌরসভার BJP কাউন্সিলর গণেশ দাসকে গ্রেপ্তার করা হয়েছে । ওই কাউন্সিলরের দাবি, তাঁকে মিথ্যে কেস দেওয়া হয়েছে । এই প্রসঙ্গে দিলীপ বলেন, "আমাদের কর্মীদের উপর 28 হাজার মিথ্যে কেস চলছে । আমার উপর 22-23 টা কেস চলছে । আমরা কেসকে ভয় পাই না । যদি ভয় পেতাম তাহলে লোকসভায় রাজ্যে 18 সিট পেতাম না । কেসের জবাব আমরা কোর্টে দেব । আর রাজনৈতিক লড়াইয়ের জবাব মাঠে দেব । দিদিকে প্রস্তুত থাকতে বলুন । "