ETV Bharat / state

হায়দরাবাদকাণ্ডের জের, বসিরহাটে নিরাপত্তার দাবিতে পথে পড়ুয়ারা

author img

By

Published : Dec 6, 2019, 11:11 PM IST

ওই ছাত্রীদের দাবি, তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত করুক প্রশাসন । কলেজছাত্রীদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে বসিরহাটের নাগরিক সমাজ ।

demanding-for-women-security
বসিরহাটে নিরাপত্তার দাবিতে পথে পড়ুয়ারা

বসিরহাট, 6 নভেম্বর: হায়দরাবাদকাণ্ডের যাতে পুনরাবৃত্তি না ঘটে তার জন্য সরব হলেন বসিরহাটের পড়ুয়ারা ৷ নিরাপদে রাস্তায় চলাফেরা করার জন্য পুলিশের দারস্থ হলেন ছাত্রীরা ৷ আজ বসিরহাট থানায় তাঁরা স্মারকলিপি জমা দেন । মহকুমাশাসকের কাছেও তাঁরা নিরাপত্তার আবেদন করেন ।

বসিরহাটের সংগ্রামপুর-ঘোজাডাঙা সড়ক বা বসিরহাট-ইটিন্ডা সড়কে সন্ধের পর থেকে কয়েকজন যুবক বাইক নিয়ে বেপরোয়াভাবে চলাফেরা করে । তারা রাস্তার মহিলাদের কু-প্রস্তাব দেয় ও ওড়না ধরে টানাটানি করে বলে অভিযোগ । ফলে অনেকেই ওই রাস্তা দিয়ে আসতে ভয় পান ৷ তাই, নিরাপত্তার দাবিতে আজ একদল পড়ুয়া প্রশাসনের দ্বারস্থ হন । বসিরহাটের SDO ও BDO-র কাছেও একই দাবি নিয়ে স্মারকলিপি জমা দেন তাঁরা ।

ওই ছাত্রীদের দাবি, তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত করুক প্রশাসন । কলেজছাত্রীদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে বসিরহাটের নাগরিক সমাজ । এছাড়া ওই ছাত্রীরা হায়দরাবাদ গণধর্ষণ ও খুনেরকাণ্ডে জড়িত 4 জনকে এনকাউন্টার করে মারায় তেলাঙ্গানা পুলিশকে অসংখ্য শুভেচ্ছা জানিয়েছেন ।

বসিরহাট, 6 নভেম্বর: হায়দরাবাদকাণ্ডের যাতে পুনরাবৃত্তি না ঘটে তার জন্য সরব হলেন বসিরহাটের পড়ুয়ারা ৷ নিরাপদে রাস্তায় চলাফেরা করার জন্য পুলিশের দারস্থ হলেন ছাত্রীরা ৷ আজ বসিরহাট থানায় তাঁরা স্মারকলিপি জমা দেন । মহকুমাশাসকের কাছেও তাঁরা নিরাপত্তার আবেদন করেন ।

বসিরহাটের সংগ্রামপুর-ঘোজাডাঙা সড়ক বা বসিরহাট-ইটিন্ডা সড়কে সন্ধের পর থেকে কয়েকজন যুবক বাইক নিয়ে বেপরোয়াভাবে চলাফেরা করে । তারা রাস্তার মহিলাদের কু-প্রস্তাব দেয় ও ওড়না ধরে টানাটানি করে বলে অভিযোগ । ফলে অনেকেই ওই রাস্তা দিয়ে আসতে ভয় পান ৷ তাই, নিরাপত্তার দাবিতে আজ একদল পড়ুয়া প্রশাসনের দ্বারস্থ হন । বসিরহাটের SDO ও BDO-র কাছেও একই দাবি নিয়ে স্মারকলিপি জমা দেন তাঁরা ।

ওই ছাত্রীদের দাবি, তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত করুক প্রশাসন । কলেজছাত্রীদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে বসিরহাটের নাগরিক সমাজ । এছাড়া ওই ছাত্রীরা হায়দরাবাদ গণধর্ষণ ও খুনেরকাণ্ডে জড়িত 4 জনকে এনকাউন্টার করে মারায় তেলাঙ্গানা পুলিশকে অসংখ্য শুভেচ্ছা জানিয়েছেন ।

Intro:হায়দরাবাদ-কাণ্ডের জের, নিরাপত্তার দাবিতে পুলিশের দ্বারস্থ কলেজছাত্রীরা


বসিরহাটঃ হায়দরাবাদ গণধর্ষণ ও খুনের জের। নিরাপত্তার দাবিতে পথে নামলেন বসিরহাটের একদল কলেজ পড়ুয়া। শুক্রবার তাঁরা স্মারকলিপি জমা দিলেন থানায়। সঙ্গে মহকুমাশাসকের কাছেও তাঁরা নিরাপদে পড়াশোনা করতে যাওয়ার আবেদন করেছেন।

বসিরহাটের সংগ্রামপুর-ঘোজাডাঙা সড়ক বা বসিরহাট-ইটিন্ডা সড়কে সন্ধের পর কিছু যুবক বাইক নিয়ে বেপরোয়াভাবে রাস্তায় চলাচল করে। রাস্তায় এককী কোনও মহিলাকে দেখলে নানা কু-ইঙ্গিত করে। ওড়না ধরে টানাটানি করে। পড়াশোনা করে বাড়ি ফেরার পথে কলেজছাত্রীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাই, নিরাপত্তার দাবিতে এদিন একদল কলেজছাত্রী প্রশাসনের দ্বারস্থ হলেন। তাঁরা বসিরহাট থানায় স্মারকলিপি জমা দিলেন। পাশাপাশি বসিরহাটের মহাকুমাশাসক ও বিডিও-র কাছেও একই দাবি নিয়ে স্মারকলিপি জমা দিয়েছেন। ওই ছাত্রীদের দাবি, তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত করুক প্রশাসন। কলেজছাত্রীদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে বসিরহাটের নাগরিক সমাজ। ওই ছাত্রীরা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় জড়িত চারজন গুলি করে মারায় তেলেঙ্গানা পুলিশকে শুভেচ্ছা জানিয়েছেন।


1: মৌমিতা দত্ত, কলেজছাত্রী
2: টিংকু রায়, কলেজছাত্রীBody:হায়দরাবাদ-কাণ্ডের জের, নিরাপত্তার দাবিতে পুলিশের দ্বারস্থ কলেজছাত্রীরা


বসিরহাটঃ হায়দরাবাদ গণধর্ষণ ও খুনের জের। নিরাপত্তার দাবিতে পথে নামলেন বসিরহাটের একদল কলেজ পড়ুয়া। শুক্রবার তাঁরা স্মারকলিপি জমা দিলেন থানায়। সঙ্গে মহকুমাশাসকের কাছেও তাঁরা নিরাপদে পড়াশোনা করতে যাওয়ার আবেদন করেছেন।

বসিরহাটের সংগ্রামপুর-ঘোজাডাঙা সড়ক বা বসিরহাট-ইটিন্ডা সড়কে সন্ধের পর কিছু যুবক বাইক নিয়ে বেপরোয়াভাবে রাস্তায় চলাচল করে। রাস্তায় এককী কোনও মহিলাকে দেখলে নানা কু-ইঙ্গিত করে। ওড়না ধরে টানাটানি করে। পড়াশোনা করে বাড়ি ফেরার পথে কলেজছাত্রীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাই, নিরাপত্তার দাবিতে এদিন একদল কলেজছাত্রী প্রশাসনের দ্বারস্থ হলেন। তাঁরা বসিরহাট থানায় স্মারকলিপি জমা দিলেন। পাশাপাশি বসিরহাটের মহাকুমাশাসক ও বিডিও-র কাছেও একই দাবি নিয়ে স্মারকলিপি জমা দিয়েছেন। ওই ছাত্রীদের দাবি, তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত করুক প্রশাসন। কলেজছাত্রীদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে বসিরহাটের নাগরিক সমাজ। ওই ছাত্রীরা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় জড়িত চারজন গুলি করে মারায় তেলেঙ্গানা পুলিশকে শুভেচ্ছা জানিয়েছেন।


1: মৌমিতা দত্ত, কলেজছাত্রী
2: টিংকু রায়, কলেজছাত্রীConclusion:হায়দরাবাদ-কাণ্ডের জের, নিরাপত্তার দাবিতে পুলিশের দ্বারস্থ কলেজছাত্রীরা


বসিরহাটঃ হায়দরাবাদ গণধর্ষণ ও খুনের জের। নিরাপত্তার দাবিতে পথে নামলেন বসিরহাটের একদল কলেজ পড়ুয়া। শুক্রবার তাঁরা স্মারকলিপি জমা দিলেন থানায়। সঙ্গে মহকুমাশাসকের কাছেও তাঁরা নিরাপদে পড়াশোনা করতে যাওয়ার আবেদন করেছেন।

বসিরহাটের সংগ্রামপুর-ঘোজাডাঙা সড়ক বা বসিরহাট-ইটিন্ডা সড়কে সন্ধের পর কিছু যুবক বাইক নিয়ে বেপরোয়াভাবে রাস্তায় চলাচল করে। রাস্তায় এককী কোনও মহিলাকে দেখলে নানা কু-ইঙ্গিত করে। ওড়না ধরে টানাটানি করে। পড়াশোনা করে বাড়ি ফেরার পথে কলেজছাত্রীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাই, নিরাপত্তার দাবিতে এদিন একদল কলেজছাত্রী প্রশাসনের দ্বারস্থ হলেন। তাঁরা বসিরহাট থানায় স্মারকলিপি জমা দিলেন। পাশাপাশি বসিরহাটের মহাকুমাশাসক ও বিডিও-র কাছেও একই দাবি নিয়ে স্মারকলিপি জমা দিয়েছেন। ওই ছাত্রীদের দাবি, তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত করুক প্রশাসন। কলেজছাত্রীদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে বসিরহাটের নাগরিক সমাজ। ওই ছাত্রীরা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় জড়িত চারজন গুলি করে মারায় তেলেঙ্গানা পুলিশকে শুভেচ্ছা জানিয়েছেন।


1: মৌমিতা দত্ত, কলেজছাত্রী
2: টিংকু রায়, কলেজছাত্রী
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.