ETV Bharat / state

সামাজিক দূরত্ব না মেনে খাদ্যসামগ্রী বিলির অভিযোগ উপপ্রধানের বিরুদ্ধে - সামাজিক দুরত্ব না মেনেই খাদ্যসামগ্রী বিলির অভিযোগ দাদপুর পঞ্চায়েত উপ-প্রধানের বিরুদ্ধে

সামাজিক দূরত্ব না মেনে প্রয়োজনীয় সামগ্রী বিলির অভিযোগ উঠল দাদপুরে । ছিলেন পঞ্চায়েতের উপপ্রধান নিজেই ।

dadpur panchayat vice head accused of not obeying social distance while distributing food stuff to poor in north 24 paraganas
সামাজিক দুরত্ব না মেনেই খাদ্যসামগ্রী বিলির অভিযোগ দাদপুর পঞ্চায়েত উপ-প্রধানের বিরুদ্ধে
author img

By

Published : Apr 16, 2020, 4:55 PM IST

Updated : Apr 16, 2020, 5:02 PM IST

শাসন , 16 এপ্রিল : সামাজিক দূরত্ব না মেনে দুস্থদের মধ্যে খাদ্যসামগ্রী সহ অন্যান্য সামগ্রী বিলি করেছেন ৷ এই অভিযোগ উঠল দাদপুর পঞ্চায়েতের উপপ্রধান আবদুল হাইয়ের বিরুদ্ধে । বারাসত 2 নম্বর ব্লক এলাকার শাসনের পাকদহ গ্রামের ঘটনা ।

আজ সকালে দাদপুর পঞ্চায়েতের তরফে গ্রামের দরিদ্র মানুষের হাতে প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হয় । সেই সামগ্রী পৌঁছে দেওয়ার দায়িত্ব নেন পঞ্চায়েতের উপ-প্রধান আব্দুল হাই । অভিযোগ, তা করতে গিয়ে নিজেও সামাজিক দূরত্ব মানেননি অপরকেও সচেতন করেননি । কোরোনা সংক্রমণ রুখতে সামাজিক দূরত্ব মানার জন্য বারবার বলা হচ্ছে প্রশাসনের তরফে । কিন্তু, তাও খাদ্যসামগ্রী বণ্টন করতে গিয়ে পঞ্চায়েতের উপ-প্রধানের বিরুদ্ধেই উঠল সামাজিক দূরত্ব বজায় না রাখার অভিযোগ ।

কোরোনা মোকাবিলায় ইতিমধ্যে লকডাউনের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে দেশজুড়ে । সংক্রমণ ঠেকাতে উত্তর 24 পরগনা জেলাকে হটস্পট হিসেবেও চিহ্নিত করেছে স্বাস্থ্যমন্ত্রক । কারণ, ইতিমধ্যে এই জেলা থেকে বেশ কয়েকজন কোরোনা আক্রান্তের খবর মিলেছে । এদিকে লকডাউনের জেরে সমস্যায় পড়েছেন অনেকেই । তাঁদের না আছে কাজ, না আছে হাতে অর্থ । এই পরিস্থিতিতে তাদের মুখে হাসি ফোটাতে এগিয়ে এল দাদপুর পঞ্চায়েত । আজ সকালে চাল, ডাল,আলু, তেল, সাবান সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রী নিয়ে পাকদহ গ্রামে পৌঁছে যান পঞ্চায়েতের উপ-প্রধান । ছিলেন পঞ্চায়েতের স্থানীয় সদস্য নজরুল ইসলামও । তাঁদের উপস্থিতিতেই কয়েকশো মানুষের হাতে তুলে দেওয়া হয় সেই সব সামগ্রী । আর সেখানেই ধরা পড়েছে অনিয়মের ছবি ।

যদিও এই অভিযোগ অস্বীকার করেন দাদপুর পঞ্চায়েতের উপ-প্রধান আবদুল হাই ৷ বলেন," পঞ্চায়েতের তরফে খাদ্যসামগ্রী ভ্যানে করে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে । ফলে, ভিড় হওয়ার কোনও প্রশ্নই নেই । আর সামাজিক দূরত্ব বজায় রেখেই খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়েছে । তারপরও যদি এমন ঘটনা ঘটে থাকে, সেটা কিছু উৎসাহী মানুষের জন্য হয়ে থাকতে পারে । আগামীদিনে খাদ্যসামগ্রী দেওয়ার ক্ষেত্রে তা খেয়াল রাখা হবে ৷ "

শাসন , 16 এপ্রিল : সামাজিক দূরত্ব না মেনে দুস্থদের মধ্যে খাদ্যসামগ্রী সহ অন্যান্য সামগ্রী বিলি করেছেন ৷ এই অভিযোগ উঠল দাদপুর পঞ্চায়েতের উপপ্রধান আবদুল হাইয়ের বিরুদ্ধে । বারাসত 2 নম্বর ব্লক এলাকার শাসনের পাকদহ গ্রামের ঘটনা ।

আজ সকালে দাদপুর পঞ্চায়েতের তরফে গ্রামের দরিদ্র মানুষের হাতে প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হয় । সেই সামগ্রী পৌঁছে দেওয়ার দায়িত্ব নেন পঞ্চায়েতের উপ-প্রধান আব্দুল হাই । অভিযোগ, তা করতে গিয়ে নিজেও সামাজিক দূরত্ব মানেননি অপরকেও সচেতন করেননি । কোরোনা সংক্রমণ রুখতে সামাজিক দূরত্ব মানার জন্য বারবার বলা হচ্ছে প্রশাসনের তরফে । কিন্তু, তাও খাদ্যসামগ্রী বণ্টন করতে গিয়ে পঞ্চায়েতের উপ-প্রধানের বিরুদ্ধেই উঠল সামাজিক দূরত্ব বজায় না রাখার অভিযোগ ।

কোরোনা মোকাবিলায় ইতিমধ্যে লকডাউনের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে দেশজুড়ে । সংক্রমণ ঠেকাতে উত্তর 24 পরগনা জেলাকে হটস্পট হিসেবেও চিহ্নিত করেছে স্বাস্থ্যমন্ত্রক । কারণ, ইতিমধ্যে এই জেলা থেকে বেশ কয়েকজন কোরোনা আক্রান্তের খবর মিলেছে । এদিকে লকডাউনের জেরে সমস্যায় পড়েছেন অনেকেই । তাঁদের না আছে কাজ, না আছে হাতে অর্থ । এই পরিস্থিতিতে তাদের মুখে হাসি ফোটাতে এগিয়ে এল দাদপুর পঞ্চায়েত । আজ সকালে চাল, ডাল,আলু, তেল, সাবান সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রী নিয়ে পাকদহ গ্রামে পৌঁছে যান পঞ্চায়েতের উপ-প্রধান । ছিলেন পঞ্চায়েতের স্থানীয় সদস্য নজরুল ইসলামও । তাঁদের উপস্থিতিতেই কয়েকশো মানুষের হাতে তুলে দেওয়া হয় সেই সব সামগ্রী । আর সেখানেই ধরা পড়েছে অনিয়মের ছবি ।

যদিও এই অভিযোগ অস্বীকার করেন দাদপুর পঞ্চায়েতের উপ-প্রধান আবদুল হাই ৷ বলেন," পঞ্চায়েতের তরফে খাদ্যসামগ্রী ভ্যানে করে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে । ফলে, ভিড় হওয়ার কোনও প্রশ্নই নেই । আর সামাজিক দূরত্ব বজায় রেখেই খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়েছে । তারপরও যদি এমন ঘটনা ঘটে থাকে, সেটা কিছু উৎসাহী মানুষের জন্য হয়ে থাকতে পারে । আগামীদিনে খাদ্যসামগ্রী দেওয়ার ক্ষেত্রে তা খেয়াল রাখা হবে ৷ "

Last Updated : Apr 16, 2020, 5:02 PM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.