বারাসত, 4 মে: সরকারের নির্দেশ মতো আজ থেকেই রাজ্যের সমস্ত জায়গায় মদের দোকান খুলে গিয়েছে । সোমবার বারাসতের বিভিন্ন মদের দোকানগুলোয় লম্বা লাইন পড়ে যায় । বারাসত যশোর রোডের ধারে দক্ষিণপাড়ায় মদের দোকানে সামাজিক দূরত্ব বজায় না-রেখেই ভিড় করেছিলেন সুরাপ্রেমীরা । সেই অপরাধে কেউ পুলিশের লাঠিপেটা খেলেন, কেউ আবার তাড়া খেয়ে ছুটলন । বারাসতের বিভিন্ন এলাকার মদের দোকানগুলির সামনে এমনই চোর-পুলিশ খেলা চলল দিনভর ।
প্রথমে দুপুর 12টায় মদের দোকান খোলার কথা বলা হয়েছিল । পরে জানা যায়, দোকান খোলা হবে বিকেল তিনটে থেকে । কিন্তু তার আগে থেকেই বারাসতের বিভিন্ন মদের দোকানগুলোয় লম্বা লাইন পড়ে যায় । দোকান খুলতেই সেই লাইন দীর্ঘতর হয়েছে । বারাসত যশোর রোডের ধারে দক্ষিণপাড়ায় মদের দোকানে সামাজিক দূরত্ব বজায় না রেখেই ভিড় জমাচ্ছিল মানুষ । খবর পেয়ে বারাসতের SDPO সত্যব্রত চক্রবর্তী বিশেষ বাহিনী নিয়ে পৌঁছান । সেখানেই এক ক্রেতার মুখে মাস্ক না থাকায় ডান্ডা নিয়ে তাড়া করেন । লাইনে দাঁড়ানো ক্রেতাদের ভিড় সরিয়ে দেওয়া হয় । নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে লাইনে দাঁড়াতে নির্দেশ দেন SDPO । ভিড়ের মধ্যে দাঁড় করিয়ে রাখা এক টোটোর সামনের কাচ ভেঙে দেয় পুলিশ ।
এছাড়া বারাসতের চাঁপাডালি মোড়, ডাকবাংলো মোড় সংলগ্ন মদের দোকানেও বিকেলে ভিড় উপচে পড়েছিল । তবে সামাজিক দূরত্ব বজায় রেখেই চলেছে মদের কেনাবেচা । মদ কেনার আগে স্যানিটাইজ়ার ও কুপন পদ্ধতির মাধ্যমে মদ তুলে দেওয়া হয়েছে ।