ETV Bharat / state

লকডাউনে গৃহবন্দী বারাসত, সাহায্য CPI(M)-এর - লকডাউন ভারত

লকডাউনে গৃহবন্দী সাধারণ মানুষ । খাবারের প্রয়োজনে অনেকেই বাড়ির বাইরে বেরোতে ভয় পাচ্ছেন, এই পরিস্থিতিতে এবার সাহায্যের হাত বাড়াল বারাসত পৌরসভার 22 নম্বর ওয়ার্ডের CPI(M) নেতা-কর্মীরা ।

barasat
বারাসত
author img

By

Published : Mar 31, 2020, 6:16 PM IST

বারাসত, 31 মার্চ : কোরোনা সংক্রমণ রুখতে বাড়ির বাইরে না বেরনোর নির্দেশ জারি রয়েছে । কিন্তু ওষুধ বা খাদ্য সামগ্রী তো প্রত্যহ দরকার । সেসবের জোগাড় হবে কী করে ? এই সব প্রশ্নের মাঝে সাহায্যের হাত বাড়াল বারাসত পৌরসভার 22 নম্বর ওয়ার্ডের CPI(M) নেতা-কর্মীরা । যে কোনও দরকারে তাদের ফোন করলে ছুটে যাচ্ছে প্রয়োজনীয় সামগ্রী নিয়ে । সাহায্যের জন্য যে কেউ যাতে যেকোনও সময়ে তাঁদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, তার জন্য নিজেদের ফোন নম্বর দিয়ে বানিয়ে ফেলেছে লিফলেটও ।

এর আগে বহুবার যে কোনও দুর্যোগে বা বিপর্যয়ে, কখনও খাবার দিয়ে হোক বা কখনও বস্ত্র-কম্বল দিয়ে, বামপন্থীদের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে দেখা গেছে । আয়লা থেকে বুলবুল, ত্রাণ শিবিরের আয়োজন থেকে মানুষের জন্য ত্রাণ তহবিল গড়া, বামেরা সাহায্যের হাত বাড়িয়েছে । লকডাউনের পরিস্থিতিতে সাধারণ মানুষের সাহায্য়ে হাত বাড়ালেন বারাসত পৌরসভার CPI(M) নেতা-কর্মীরা । বাড়িতে বাড়িতে পৌঁছে দিল ওষুধ, খাবার ও জল ।

Barasat
পরিষেবার জন্য বিলি করা হচ্ছে এই লিফলেটটি
কোরোনা সংক্রমণ রুখতে ইতিমধ্যে একগুচ্ছ পদক্ষেপ করেছে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার । জারি হয়েছে একাধিক নির্দেশিকা । তবুও একে একে বাড়ছে আক্রান্তের সংখ্যা । লকডাউনের আজ সপ্তম দিনেও কোরোনামুক্তির আশার আলো পাওয়া যাচ্ছে না । যার জন্য অন্যতম দায়ী ব্যক্তি সচেতনতা । এই পরিস্থিতিতে যারা সচেতন বা ভীত তারা অনেকেই নির্দেশ মেনে, পরামর্শ মেনে বাড়ির বাইরে পা দিচ্ছে না । কিন্তু খাবার লাগলে ? বাইরে বেরিয়ে খাবার আনতে ভয় পাচ্ছে অনেকে । এমন অবস্থায় সুদীপ্ত দাস, বাপি সাহা বা নারায়ণ ভট্টাচার্যের কাছে খুশি 22 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা । এ বিষয়ে সুদীপ্ত দাস বলেন, "দেশে যখনই কোনও সংকটময় পরিস্থিতি তৈরি হয়েছে, তখনই দলের নেতা-কর্মীরা ঝাঁপিয়ে পড়েছে । এবারও কোরোনার সংকটে আমরা মানুষের পাশে দাঁড়াতে ভুলিনি । মানুষের বিপদে দাঁড়ানো আমাদের দায়িত্ব ও কর্তব্য ।" তিনি আরও জানান, "কোরোনা মোকাবিলায় দেশজুড়ে এখন লকডাউন চলছে । এর ফলে মানুষ বাড়ির বাইরে বেরোলে দু'বার ভাবছে । এ অবস্থায় লিফলেট বিলি করে আমরা বলছি, আপনাদের বাড়ির বাইরে যাওয়ার প্রয়োজন নেই । যা দরকার, আমাদের সঙ্গে যোগাযোগ করুন । আমরা বাড়ি গিয়ে পৌঁছে দেব আপনাদের প্রয়োজনীয় সামগ্রী । তাই নাম ও মোবাইল নম্বর দেওয়া হয়েছে ।"

বারাসত, 31 মার্চ : কোরোনা সংক্রমণ রুখতে বাড়ির বাইরে না বেরনোর নির্দেশ জারি রয়েছে । কিন্তু ওষুধ বা খাদ্য সামগ্রী তো প্রত্যহ দরকার । সেসবের জোগাড় হবে কী করে ? এই সব প্রশ্নের মাঝে সাহায্যের হাত বাড়াল বারাসত পৌরসভার 22 নম্বর ওয়ার্ডের CPI(M) নেতা-কর্মীরা । যে কোনও দরকারে তাদের ফোন করলে ছুটে যাচ্ছে প্রয়োজনীয় সামগ্রী নিয়ে । সাহায্যের জন্য যে কেউ যাতে যেকোনও সময়ে তাঁদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, তার জন্য নিজেদের ফোন নম্বর দিয়ে বানিয়ে ফেলেছে লিফলেটও ।

এর আগে বহুবার যে কোনও দুর্যোগে বা বিপর্যয়ে, কখনও খাবার দিয়ে হোক বা কখনও বস্ত্র-কম্বল দিয়ে, বামপন্থীদের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে দেখা গেছে । আয়লা থেকে বুলবুল, ত্রাণ শিবিরের আয়োজন থেকে মানুষের জন্য ত্রাণ তহবিল গড়া, বামেরা সাহায্যের হাত বাড়িয়েছে । লকডাউনের পরিস্থিতিতে সাধারণ মানুষের সাহায্য়ে হাত বাড়ালেন বারাসত পৌরসভার CPI(M) নেতা-কর্মীরা । বাড়িতে বাড়িতে পৌঁছে দিল ওষুধ, খাবার ও জল ।

Barasat
পরিষেবার জন্য বিলি করা হচ্ছে এই লিফলেটটি
কোরোনা সংক্রমণ রুখতে ইতিমধ্যে একগুচ্ছ পদক্ষেপ করেছে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার । জারি হয়েছে একাধিক নির্দেশিকা । তবুও একে একে বাড়ছে আক্রান্তের সংখ্যা । লকডাউনের আজ সপ্তম দিনেও কোরোনামুক্তির আশার আলো পাওয়া যাচ্ছে না । যার জন্য অন্যতম দায়ী ব্যক্তি সচেতনতা । এই পরিস্থিতিতে যারা সচেতন বা ভীত তারা অনেকেই নির্দেশ মেনে, পরামর্শ মেনে বাড়ির বাইরে পা দিচ্ছে না । কিন্তু খাবার লাগলে ? বাইরে বেরিয়ে খাবার আনতে ভয় পাচ্ছে অনেকে । এমন অবস্থায় সুদীপ্ত দাস, বাপি সাহা বা নারায়ণ ভট্টাচার্যের কাছে খুশি 22 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা । এ বিষয়ে সুদীপ্ত দাস বলেন, "দেশে যখনই কোনও সংকটময় পরিস্থিতি তৈরি হয়েছে, তখনই দলের নেতা-কর্মীরা ঝাঁপিয়ে পড়েছে । এবারও কোরোনার সংকটে আমরা মানুষের পাশে দাঁড়াতে ভুলিনি । মানুষের বিপদে দাঁড়ানো আমাদের দায়িত্ব ও কর্তব্য ।" তিনি আরও জানান, "কোরোনা মোকাবিলায় দেশজুড়ে এখন লকডাউন চলছে । এর ফলে মানুষ বাড়ির বাইরে বেরোলে দু'বার ভাবছে । এ অবস্থায় লিফলেট বিলি করে আমরা বলছি, আপনাদের বাড়ির বাইরে যাওয়ার প্রয়োজন নেই । যা দরকার, আমাদের সঙ্গে যোগাযোগ করুন । আমরা বাড়ি গিয়ে পৌঁছে দেব আপনাদের প্রয়োজনীয় সামগ্রী । তাই নাম ও মোবাইল নম্বর দেওয়া হয়েছে ।"
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.