ETV Bharat / state

Covid Booster Dose : বুস্টার ডোজ প্রদানের প্রথম দিন বারাসত হাসপাতালে অনিয়মের চিত্র - covid booster dose vaccination starts at barasat district hospital

সোমবার থেকে বারাসত জেলা হাসপাতালে শুরু হয়েছে কোভিড বুস্টার ডোজ প্রদান (covid booster dose vaccination starts at barasat district hospital), তবে টিকা কেন্দ্রে ধরা পড়েছে অনিয়মের চিত্র ৷

Covid Booster Dose
স্টার ডোজ প্রদানের প্রথম দিন বারাসত হাসপাতালে অনিয়মের চিত্র
author img

By

Published : Jan 10, 2022, 9:36 PM IST

বারাসত, 10 জানুয়ারি : তৃতীয় ঢেউয়ে কোভিড সংক্রমণের ক্রম বর্ধমান গতির মধ্যেই সোমবার থেকে দেশে শুরু হয়েছে করোনার তৃতীয় বা বুস্টার ডোজ প্রদান (ovid booster dose vaccination starts) ৷ রাজ্যের বিভিন্ন জেলার হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র থেকেও এদিন চিকিৎসক, স্বাস্থ্য কর্মী, ফ্রন্টলাইন ওয়ার্কার ও ষাটোর্ধ্ব যাঁদের কোমর্বিডিটি রয়েছে তাঁদের বুস্টার ডোজ প্রদান শুরু হয়েছে ৷ বারাসতেও এদিন শুরু হয়েছে বুস্টার ডোজ প্রদান কর্মসূচি ৷

বারাসতে সোমবার থেকে শুরু হয়েছে বুস্টার ডোজ প্রদান কর্মসূচি

এদিন বারাসত জেলা হাসপাতালে এই টিকাকরণ প্রক্রিয়া শুরু হলেও টিকা কেন্দ্রেই কোভিড বিধি অমান্যের অভিযোগ উঠেছে । জানা গিয়েছে, ভিতরে প্রবেশের আগে টিকা নিতে আসা কারওর হাতেই স্যানিটাইজার দেওয়া হয়নি, মাপা হয়নি শারীরিক তাপমাত্রাও ৷ ফলে বুস্টার ডোজ প্রদানের প্রথম দিনেই প্রশ্ন উঠে গেল এই হাসপাতালের কোভিড বিধি নিয়ে ৷ তবে বিষয়টি নিয়ে এদিন ইটিভি ভারতের প্রতিনিধির কাছে মুখ খুলতে চাননি হাসপাতাল কর্তৃপক্ষ বা কোনও স্বাস্থ্যকর্মী ৷

আরও পড়ুন : প্রথম দিন কলকাতায় 3971 জনকে করোনা টিকার বুস্টার ডোজ

এই হাসপাতালে এদিন মূলত ষাটোর্ধ্ব ব্যক্তি (যাদের বিভিন্ন রোগের ইতিহাস রয়েছে) স্বাস্থ্যকর্মী, অন্যান্য করোনা যোদ্ধাদের কোভিশিল্ড এবং কোভ্যাক্সিনের বুস্টার ডোজ দেওয়া হয়েছে । তবে, এরমধ্যে কোভিশিল্ড ডোজের সংখ্যাই বেশি ছিল ৷

বারাসত, 10 জানুয়ারি : তৃতীয় ঢেউয়ে কোভিড সংক্রমণের ক্রম বর্ধমান গতির মধ্যেই সোমবার থেকে দেশে শুরু হয়েছে করোনার তৃতীয় বা বুস্টার ডোজ প্রদান (ovid booster dose vaccination starts) ৷ রাজ্যের বিভিন্ন জেলার হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র থেকেও এদিন চিকিৎসক, স্বাস্থ্য কর্মী, ফ্রন্টলাইন ওয়ার্কার ও ষাটোর্ধ্ব যাঁদের কোমর্বিডিটি রয়েছে তাঁদের বুস্টার ডোজ প্রদান শুরু হয়েছে ৷ বারাসতেও এদিন শুরু হয়েছে বুস্টার ডোজ প্রদান কর্মসূচি ৷

বারাসতে সোমবার থেকে শুরু হয়েছে বুস্টার ডোজ প্রদান কর্মসূচি

এদিন বারাসত জেলা হাসপাতালে এই টিকাকরণ প্রক্রিয়া শুরু হলেও টিকা কেন্দ্রেই কোভিড বিধি অমান্যের অভিযোগ উঠেছে । জানা গিয়েছে, ভিতরে প্রবেশের আগে টিকা নিতে আসা কারওর হাতেই স্যানিটাইজার দেওয়া হয়নি, মাপা হয়নি শারীরিক তাপমাত্রাও ৷ ফলে বুস্টার ডোজ প্রদানের প্রথম দিনেই প্রশ্ন উঠে গেল এই হাসপাতালের কোভিড বিধি নিয়ে ৷ তবে বিষয়টি নিয়ে এদিন ইটিভি ভারতের প্রতিনিধির কাছে মুখ খুলতে চাননি হাসপাতাল কর্তৃপক্ষ বা কোনও স্বাস্থ্যকর্মী ৷

আরও পড়ুন : প্রথম দিন কলকাতায় 3971 জনকে করোনা টিকার বুস্টার ডোজ

এই হাসপাতালে এদিন মূলত ষাটোর্ধ্ব ব্যক্তি (যাদের বিভিন্ন রোগের ইতিহাস রয়েছে) স্বাস্থ্যকর্মী, অন্যান্য করোনা যোদ্ধাদের কোভিশিল্ড এবং কোভ্যাক্সিনের বুস্টার ডোজ দেওয়া হয়েছে । তবে, এরমধ্যে কোভিশিল্ড ডোজের সংখ্যাই বেশি ছিল ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.