বারাসত, 19 মে : বারাসতের কোরোনা হাসপাতালে নিয়ে যাওয়ার সময় অ্যাম্বুলেন্সের দরজা খুলে পালিয়ে গেছিলেন কোরোনা আক্রান্ত এক ব্যক্তি । যা নিয়ে শোরগোল পড়ে যায় জেলা প্রশাসনের অন্দরে । পলাতক ব্যক্তির খোঁজে শুরু হয় তল্লাশি । বারাসতের বিভিন্ন জায়গায় ওই কোরোনা আক্রান্তের খোঁজ শুরু হলেও কোনও নাগাল পাচ্ছিল না পুলিশ । চিন্তায় পড়ে জেলা প্রশাসন । অবশেষে, গতকাল গভীর রাতে অশোকনগরে হদিস মেলে পলাতক ওই ব্যক্তির । হাঁফ ছেড়ে বাঁচেন জেলা প্রশাসনের কর্তারা ।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, অশোকনগর থেকে পুলিশি নিরাপত্তায় ওই কোরোনা আক্রান্ত ব্যক্তিকে বারাসত কদম্বগাছির কোরোনা হাসপাতালে ভরতি করা হয়েছে । সেখানে নিয়ে আসার পরও বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, যাতে একই ঘটনার পুনরাবৃত্তি না হয় ।
ওই ব্যক্তির বাড়ি বসিরহাট এলাকায় । কয়েকদিন ধরেই জ্বর ও কাশিতে ভুগছিলেন তিনি । কোরোনার উপসর্গ থাকায় তাঁর সোয়াব টেস্টের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল । গতকাল সেই পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসে । এরপরই তাঁকে স্বাস্থ্যকর্মীরা একটি অ্যাম্বুলেন্সে করে বারাসতের কোরোনা হাসপাতালে নিয়ে আসছিলেন । নিউটাউন, এয়ারপোর্ট হয়ে রাতে সেই অ্যাম্বুলেন্স বারাসতের টাকি রোড ধরে কদম্বগাছির কোরোনা হাসপাতালের দিকে যাচ্ছিল । হঠাৎই পীরগাছা রেলগেটের কাছে অ্যাম্বুলেন্সের দরজা খুলে লাফ মেরে পালিয়ে যান ওই ব্যাক্তি ।
এরপর চালক বিষয়টি পুলিশকে জানান । খবর পেয়ে তড়িঘড়ি বারাসত থানার পুলিশ আসে ঘটনাস্থানে । এলাকার লোকজনের কানেও যায় ঘটনাটি । ফলে আতঙ্ক ছড়ায় পীরগাছাসহ আশপাশের এলাকায় । রাতেই কোরোনা আক্রান্ত ব্যক্তির খোঁজ শুরু করে পুলিশ । এগিয়ে আসেন স্থানীয়রাও। বিভিন্ন জায়গায় খোঁজ শুরু হলেও কোথাও হদিস পাওয়া যাচ্ছিল না তাঁর । যা চিন্তা বাড়ায় জেলা প্রশাসনের । এরপর, গভীর রাতে অশোকনগরে হদিস মেলে কোরোনা আক্রান্ত ওই ব্যক্তির । তাঁকে নিয়ে যাওয়া হয় অশোকনগর স্টেট জেনেরাল হাসপাতালে । সেখান থেকে খবর যায় জেলা স্বাস্থ্য বিভাগের কাছে । সেখান থেকে পুলিশি নিরাপত্তায় কোরোনা আক্রান্ত ওই ব্যক্তিকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসা হয় বারাসতের কোরোনা হাসপাতালে ।
এদিকে, বিষয়টি নিয়ে উত্তর 24 পরগনা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক তপন সাহার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, " তাঁর দিকে যাতে বাড়তি নজর দেওয়া যায়, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে ।" অন্যদিকে, অ্যাম্বুলেন্সের চালকের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পেরেছে, শৌচকর্মের জন্য বারাসতের পীরগাছা রেলগেটের কাছে তিনি অ্যাম্বুলেন্স দাঁড় করিয়ে গাড়ি থেকে নামেন । সেই সুযোগে অ্যাম্বুলেন্সের দরজা খুলে পালিয়ে যান কোরোনা আক্রান্ত ওই ব্যক্তি ।