কলকাতা, 8 মে : শনিবার রাজারহাট গোপালপুর বিধানসভার চণ্ডীবেরিয়া 5 নম্বর গভর্মেন্ট কলোনিতে তৃণমূল বিধায়ক অদিতি মুন্সীর ভোট প্রচারের দেওয়াল লিখন মুছে ফেলে কোভিড সচেতনতার দেওয়াল লিখন লেখা হল ৷ পাশাপাশি ওই এলাকায় বাড়ি বাড়ি গিয়ে স্যানিটাইজেশনের কাজও করা হল ৷
রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত বিধায়ক হলেন তৃণমূল কংগ্রেসের অদিতি মুন্সি ৷ বিধায়ক পদে নির্বাচিত হওয়ার পর অদিতি ঘোষণা করেছেন, এবার কোভিডের বিরুদ্ধে লড়াই করতে হবে ৷
অদিতি ঘোষণা করেছিলেন, তাঁর সমর্থনে রাজারহাট গোপালপুর বিধানসভা এলাকাজুড়ে যত দেওয়াল লিখন করা হয়েছিল, সেগুলো মুছে ফেলে কোভিডের সচেতনতামূলক বার্তা লেখা হবে ৷ এদিন থেকে শুরু হয়ে গেল সেই কাজ ৷
এদিন এলাকায় গিয়ে দেখা গেল নির্বাচনী প্রচার সংক্রান্ত দেওয়াল লিখন মুছে তাতে নতুন করে চুনকাম করা হয়েছে ৷ করোনাকে বাগে আনতে কী কী করতে হবে, আর করা চলবে না, তার বিস্তারিত তথ্য দিয়ে লেখা হয়েছে নতুন দেওয়াল লিখন ৷
আরও পড়ুন : 250 শয্যার কোভিড হাসপাতাল তৈরি করছে ইসকো
নবনির্বাচিত বিধায়কের এই ভাবনায় নতুনত্ব দেখতে পাচ্ছেন এলাকাবাসী ৷ অদিতি মুন্সির এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন তাঁরা ৷ সকলেরই আশা, করোনা নিয়ে মানুষ আরও সচেতন হবে ৷ কিছুটা হলেও অতিমারিকে বাগে আনার যুদ্ধ সহজ হবে ৷