ETV Bharat / state

EVM-এ পদ্মফুল প্রতীকের নিচে লেখা BJP, বিতর্ক - cvongress arjun singh

আজ ব্যারাকপুরের EVM-এর কমিশনিংয়ের সময় দেখা যায় পদ্মফুল চিহ্ণের নিচে লেখা রয়েছে BJP । যা নিয়ে মহকুমা শাসকের কাছে অভিযোগ জানায় অন্যান্য রাজনৈতিক দল । এরপর বিষয়টি নিয়ে বৈঠকে বসেছেন মহকুমা শাসক ।

VVPAT-এ পদ্মফুল প্রতীকের নিচে লেখা BJP
author img

By

Published : Apr 26, 2019, 5:20 PM IST

Updated : Apr 26, 2019, 8:52 PM IST

ব্যারাকপুর, 26 এপ্রিল : পদ্মফুলের প্রতীকের নিচে লেখা BJP । এই ছবি দেখা গেল ব্যারাকপুরের EVM-এর কমিশনিংয়ের সময় । কোনও রাজনৈতিক দলের প্রতীকের নিচে দলের নাম লেখা নির্বাচন কমিশনের নিয়ম বহির্ভূত । এই মর্মে অভিযোগ জমা পড়েছে মহকুমাশাসকের কাছে ।

ভিডিয়োয় শুনুন স্থানীয় তৃণমূল নেতা কৌশিক মুখার্জির বক্তব্য

আজ ব্যারাকপুরের EVM-এর কমিশনিংয়ের সময় দেখা যায় পদ্মফুল চিহ্নের নিচে লেখা রয়েছে BJP । যা নিয়ে মহকুমাশাসকের কাছে অভিযোগ জানায় অন্য রাজনৈতিক দল । এরপর বিষয়টি নিয়ে বৈঠকে বসেন মহকুমাশাসক । যদিও অভিযোগ অস্বীকার করেছে BJP । তাদের দাবি, পদ্মফুলের নিচে আঁকা রয়েছে জল, যা আপাতদৃষ্টিতে BJP বলে মনে হচ্ছে । সব মিলিয়ে নির্বাচনের আগে VVPAT-এর পোল ইউনিট নিয়ে তৈরি হয়েছে বিতর্ক ।

বিষয়টি জেলা নির্বাচনী আধিকারিকের পক্ষ থেকে নির্বাচন সদনে জানানো হয়েছে ।

ব্যারাকপুর, 26 এপ্রিল : পদ্মফুলের প্রতীকের নিচে লেখা BJP । এই ছবি দেখা গেল ব্যারাকপুরের EVM-এর কমিশনিংয়ের সময় । কোনও রাজনৈতিক দলের প্রতীকের নিচে দলের নাম লেখা নির্বাচন কমিশনের নিয়ম বহির্ভূত । এই মর্মে অভিযোগ জমা পড়েছে মহকুমাশাসকের কাছে ।

ভিডিয়োয় শুনুন স্থানীয় তৃণমূল নেতা কৌশিক মুখার্জির বক্তব্য

আজ ব্যারাকপুরের EVM-এর কমিশনিংয়ের সময় দেখা যায় পদ্মফুল চিহ্নের নিচে লেখা রয়েছে BJP । যা নিয়ে মহকুমাশাসকের কাছে অভিযোগ জানায় অন্য রাজনৈতিক দল । এরপর বিষয়টি নিয়ে বৈঠকে বসেন মহকুমাশাসক । যদিও অভিযোগ অস্বীকার করেছে BJP । তাদের দাবি, পদ্মফুলের নিচে আঁকা রয়েছে জল, যা আপাতদৃষ্টিতে BJP বলে মনে হচ্ছে । সব মিলিয়ে নির্বাচনের আগে VVPAT-এর পোল ইউনিট নিয়ে তৈরি হয়েছে বিতর্ক ।

বিষয়টি জেলা নির্বাচনী আধিকারিকের পক্ষ থেকে নির্বাচন সদনে জানানো হয়েছে ।

রাজু বিশ্বাস,বারাসত: কংগ্রেস প্রার্থীর সঙ্গে করমর্দন করে রাজনৈতিক সৌজন্যবোধ দেখালেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।বসিরহাট লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী কাজী আব্দুর রহিম আজ বারাসতে জেলা পরিষদে নিজের মনোনয়নপত্র জমা দিতে আসলে মূল গেটের কাছে খাদ্য মন্ত্রীর সঙ্গে দেখা হয়ে যায়। তিনিও একই সময়ে জেলা পরিষদে ঢুকছিলেন। সেই সময় জ্যোতিপ্রিয় মল্লিক কাজী আব্দুর রহিমের সঙ্গে করমর্দন করেন। পরবর্তীতে কাজি আব্দুর রহিম জানান, যে এটাই ভারতীয় রাজনৈতিক সংস্কৃতি। বাংলার সংস্কৃতি। কিন্তু, মাঝে মাঝে খুব কষ্ট হয় যখন এই চেহারায় পাল্টে যায়।যদিও তারপর সংশয় প্রকাশ করে কংগ্রেস প্রার্থী জানান, মানুষ যেন তার নিজেদের ভোট নিজে দিতে পারে।কারন, পঞ্চায়েত ভোটে যেভাবে ভোট লুঠ হয়েছে তাতে সংশয় থেকেই যায়।তিনি বলেন,জনগন‌ই ভোট দেবে। সেখানে বোমা, গুলি বেশি দিন স্থায়ী হবেনা। খাদ্যমন্ত্রী বলছে,আপনার সঙ্গে রয়েছে? এনিয়ে জিজ্ঞাসা করা হলে কাজী আব্দুর রহিম বলেন,আমরা সবার সঙ্গে সবাই আছি।যখন‌ই আমাদের মধ্যে সংকট দেখা দেয়,তখন‌ই কিন্তু আমরা থাকি।সিপিআই বসিরহাটের লড়াই করলেও সিপিএমের নিচুতলার কর্মীরা যে তার সঙ্গে যোগাযোগ রাখছে সে কথা তিনি স্বীকার করে নেন।
Last Updated : Apr 26, 2019, 8:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.