ETV Bharat / state

Koustav Bagchi Arrested: 'মুখ্যমন্ত্রী আমাকে ভয় পেয়েছেন', দাবি ধৃত কংগ্রেস নেতা কৌস্তভ বাগচীর - সাগরদিঘি উপনির্বাচন

শুক্রবার রাতে তিনি অধীর চৌধুরীকে মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত আক্রমণের সমালোচনা করেন ৷ সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর দীপক ঘোষের বইটি পড়ার অনুরোধ জানান ৷ এরপর শনিবার ভোররাতে তাঁর বাড়িতে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী ৷ গ্রেফতার হন কংগ্রেসের তরুণ নেতা (Koustav Bagchi arrested) ৷

Koustav Bagchi
কৌস্তভ বাগচি
author img

By

Published : Mar 4, 2023, 9:32 AM IST

Updated : Mar 4, 2023, 10:29 AM IST

ব্যারাকপুরে নিজের বাড়ি থেকে কলকাতা পুলিশের হাতে গ্রেফতার কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী

কলকাতা, 4 মার্চ: মুখ্যমন্ত্রীর সমালোচনার পর গ্রেফতার আইনজীবী তথা কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী ৷ সাগরদিঘি উপনির্বাচনে কংগ্রেসের জয়ে কংগ্রেস বনাম তৃণমূল উত্তাপ বেড়ে চলেছে ৷ মুখ্যমন্ত্রী বাম-কংগ্রেস জোটকে অনৈতিক বলেছেন ৷ পাশাপাশি শুক্রবার সকালে তিনি প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী এবং গাড়িচালকের মৃত্যুর প্রসঙ্গ টানেন ৷ রাজনৈতিক তরজা ব্যক্তিগত আক্রমণের রূপ নেয় ৷ এর প্রতিবাদে গতকাল রাতে সাংবাদিক বৈঠক করেন কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী৷ এরপরে রাত তিনটে নাগাদ তাঁর ব্যারাকপুরের বাড়িতে পৌঁছয় কলকাতা পুলিশ (Kolkata Police arrested Koustav Bagchi for allegedly distrupting public law and order) ৷

গ্রেফতারের আগে তিনি সাংবাদিকদের বলেন, "রাত তিনটের সময় বাড়িতে বিশাল পুলিশবাহিনী আসে ৷ মনে হচ্ছিল আমি কি সন্ত্রাসবাদী ? তারপর বুঝলাম আমি পশ্চিমবঙ্গের বাসিন্দা ৷" তিনি আরও বলেন, "আমার বিরুদ্ধে অভিযোগ একটাই ৷ আমি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সাংবাদিক বৈঠক করেছি ৷ তাতে জনমানসে শান্তির আবহাওয়া নষ্ট হয়েছে ৷ মানুষ মারপিট করতে শুরু করেছে ৷ তবে কোথায় করেছে আমি জানি না ৷" তিনি জানান, মুখ্যমন্ত্রী তাঁকে ভয় পেয়ে এই কাজ করেছেন ৷

শনিবার ভোররাত থেকে কৌস্তভকে লাগাতার জেরা করতে থাকেন বটতলা থানার আধিকারিকেরা ৷ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘ পাঁচ ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় কৌস্তুভকে ৷ এরপর পুলিশ গ্রেফতার করে কংগ্রেস নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচীকে৷ তাঁর বাবা কুশল বাগচী জানান, কী কারণে এই পুলিশি জেরার মুখে পড়তে হল আইনজীবী ছেলেকে, তার সঠিক কারণ জানতে পারেননি তাঁরা ৷ পরিবারের অভিযোগ, শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সাংবাদিক বৈঠক করাই কাল হয়েছে৷ তৃণমূল সরকারের চক্রান্ত বলে অভিযাগ করছে কৌস্তভের পরিবার ৷

কী বলেছিলেন কৌস্তভ ?

অধীর রঞ্জন চৌধুরীর হয়ে তিনি বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় প্রদেশ কংগ্রেস সভাপতিকে ব্যক্তিগত আক্রমণ করেছে৷ এটা ন্যক্কারজনক৷" তিনি সাধারণ মানুষের সামনে তৃণমূল সুপ্রিমোর আসল চেহারা তুলে ধরার কথা জানান এবং উপস্থিত সাংবাদিকদের বলেন "দীপক ঘোষের লেখা বইটি পড়তে আনুরোধ করব সবাইকে৷ এটা পড়লেই তৃণমূল সুপ্রিমোর আসল চেহারা প্রকাশ্যে এসে যাবে ৷" এর সঙ্গে কৌস্তভ বইটি পড়তে ইচ্ছুকদের দু'টি ফোন নম্বর দেন ৷ নম্বর দু'টি- 7449687731 ও 9875465683 ৷ আইনজীবী জানান, এই নম্বর দু'টিতে হোয়াটসঅ্যাপ করলে বইটির সফট কপি পাওয়া যাবে ৷

আরও পড়ুন: অধীরকে আক্রমণের পালটা, মমতাকে নিয়ে লেখা দীপক ঘোষের বই বিলোবে কংগ্রেস

ব্যারাকপুরে নিজের বাড়ি থেকে কলকাতা পুলিশের হাতে গ্রেফতার কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী

কলকাতা, 4 মার্চ: মুখ্যমন্ত্রীর সমালোচনার পর গ্রেফতার আইনজীবী তথা কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী ৷ সাগরদিঘি উপনির্বাচনে কংগ্রেসের জয়ে কংগ্রেস বনাম তৃণমূল উত্তাপ বেড়ে চলেছে ৷ মুখ্যমন্ত্রী বাম-কংগ্রেস জোটকে অনৈতিক বলেছেন ৷ পাশাপাশি শুক্রবার সকালে তিনি প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী এবং গাড়িচালকের মৃত্যুর প্রসঙ্গ টানেন ৷ রাজনৈতিক তরজা ব্যক্তিগত আক্রমণের রূপ নেয় ৷ এর প্রতিবাদে গতকাল রাতে সাংবাদিক বৈঠক করেন কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী৷ এরপরে রাত তিনটে নাগাদ তাঁর ব্যারাকপুরের বাড়িতে পৌঁছয় কলকাতা পুলিশ (Kolkata Police arrested Koustav Bagchi for allegedly distrupting public law and order) ৷

গ্রেফতারের আগে তিনি সাংবাদিকদের বলেন, "রাত তিনটের সময় বাড়িতে বিশাল পুলিশবাহিনী আসে ৷ মনে হচ্ছিল আমি কি সন্ত্রাসবাদী ? তারপর বুঝলাম আমি পশ্চিমবঙ্গের বাসিন্দা ৷" তিনি আরও বলেন, "আমার বিরুদ্ধে অভিযোগ একটাই ৷ আমি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সাংবাদিক বৈঠক করেছি ৷ তাতে জনমানসে শান্তির আবহাওয়া নষ্ট হয়েছে ৷ মানুষ মারপিট করতে শুরু করেছে ৷ তবে কোথায় করেছে আমি জানি না ৷" তিনি জানান, মুখ্যমন্ত্রী তাঁকে ভয় পেয়ে এই কাজ করেছেন ৷

শনিবার ভোররাত থেকে কৌস্তভকে লাগাতার জেরা করতে থাকেন বটতলা থানার আধিকারিকেরা ৷ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘ পাঁচ ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় কৌস্তুভকে ৷ এরপর পুলিশ গ্রেফতার করে কংগ্রেস নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচীকে৷ তাঁর বাবা কুশল বাগচী জানান, কী কারণে এই পুলিশি জেরার মুখে পড়তে হল আইনজীবী ছেলেকে, তার সঠিক কারণ জানতে পারেননি তাঁরা ৷ পরিবারের অভিযোগ, শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সাংবাদিক বৈঠক করাই কাল হয়েছে৷ তৃণমূল সরকারের চক্রান্ত বলে অভিযাগ করছে কৌস্তভের পরিবার ৷

কী বলেছিলেন কৌস্তভ ?

অধীর রঞ্জন চৌধুরীর হয়ে তিনি বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় প্রদেশ কংগ্রেস সভাপতিকে ব্যক্তিগত আক্রমণ করেছে৷ এটা ন্যক্কারজনক৷" তিনি সাধারণ মানুষের সামনে তৃণমূল সুপ্রিমোর আসল চেহারা তুলে ধরার কথা জানান এবং উপস্থিত সাংবাদিকদের বলেন "দীপক ঘোষের লেখা বইটি পড়তে আনুরোধ করব সবাইকে৷ এটা পড়লেই তৃণমূল সুপ্রিমোর আসল চেহারা প্রকাশ্যে এসে যাবে ৷" এর সঙ্গে কৌস্তভ বইটি পড়তে ইচ্ছুকদের দু'টি ফোন নম্বর দেন ৷ নম্বর দু'টি- 7449687731 ও 9875465683 ৷ আইনজীবী জানান, এই নম্বর দু'টিতে হোয়াটসঅ্যাপ করলে বইটির সফট কপি পাওয়া যাবে ৷

আরও পড়ুন: অধীরকে আক্রমণের পালটা, মমতাকে নিয়ে লেখা দীপক ঘোষের বই বিলোবে কংগ্রেস

Last Updated : Mar 4, 2023, 10:29 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.