ঠাকুরনগর, ৬ মার্চ : মতুয়া মহাসংঘের বড়মা বীণাপাণিদেবীর শেষকৃত্য কখন হবে তা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়ে গেছে। বড়মার নাতি শান্তনু ঠাকুর আগেই জানিয়েছিলেন, কাল বিকেল ৪টে নাগাদ মুখাগ্নি করবেন ছোট ছেলে মঞ্জুলকৃষ্ণ ঠাকুর। অন্যদিকে মমতাবালা শিবির ঘোষণা করে, আগামী কাল সকাল ১১টায় বড়মার শেষকৃত্য হবে। সবমিলিয়ে বড়মার শেষকৃত্য নিয়ে দুই শিবিরের মধ্যে দড়ি টানাটানি অব্যাহত।
উল্লেখ্য, ফুসফুসে সংক্রমণজনিত কারণে গুরুতর অসুস্থ অবস্থায় গত ২৮ ফেব্রুয়ারি বড়মাকে কল্যাণী JNM হাসপাতালে ভরতি করা হয়েছিল। পরে অবস্থার অবনতি হলে তাঁকে কলকাতায় SSKM হাসপাতালে স্থানান্তরিত করা হয়। গতকাল সেখানেই রাত ৮টা ৫২ মিনিটে মারা যান তিনি।
আজ সকাল ১১টা ১০মিনিট নাগাদ বড়মার মরদেহ ঠাকুরবাড়িতে আনা হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল জানিয়েছিলেন, রাষ্ট্রীয় মর্যাদায় বড়মা শেষকৃত্য করা হবে।
বড়মার শেষকৃত্য নিয়ে প্রথম থেকেই টানাপোড়েন চলছে। আজ নাতি শান্তনু ঠাকুর বলেন, "মতুয়া আদর্শমতে বড়মার অন্ত্যেষ্টিক্রিয়া করা হোক। ব্যক্তিগত স্বার্থে কেউ কেউ বলছেন মাকে সামাধিস্থ করা হবে। কিন্তু কারও কথা শোনা হবে না। দূরদূরান্ত থেকে ভক্তরা আসছেন মাকে শেষ শ্রদ্ধা জানাতে। তাঁরা এসে যদি বড়মাকে দেখতে না পান, তাহলে আগুন জ্বলে যাবে। তাই তাড়াহুড়ো করলে হবে না। আগামীকাল বেলা ১০টা নাগাদ মৌন মিছিল করা হবে। কারণ পরীক্ষা চলছে। আর বিকেল ৪টে নাগাদ শেষকৃত্য করা হবে। এবিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব প্রশাসনের নেই। প্রশাসনের কাজ হল শৃঙ্খলা বজায় রাখা।" তিনি আজ আবারও অভিযোগ করেন, "রাজনৈতিক স্বার্থে বড়মাকে সুপরিকল্পিতভাবে খুন করা হয়েছে।" তাঁর প্রশ্ন, "CBI-এর ভয়েই কি এত তাড়াহুড়ো করা হচ্ছে?"
অন্যদিকে এইপ্রসঙ্গে মমতাবালা ঠাকুর অবশ্য বলেন, "এই ব্যাপারে আমার কোনও বক্তব্য নেই। বড়মা সারাজীবন মতুয়াদের জন্য কাজ করে গেছেন। তাই এই সংক্রান্ত সব সিদ্ধান্ত নেবেন ভক্তরা।"
মতুয়া মহাসংঘের সভাপতি নন্দদুলাল মহান্ত বলেন, "আমরা আজই শেষকৃত্য করতে চেয়েছিলাম। মা সবার। তাই কারও ব্যক্তিগত সিদ্ধান্ত আমরা মানব না। আমরা মরদেহ নিয়ে কোনও বিরোধ চাই না, কোনও অশান্তি চাই না। আমাদের অনুরোধ, দুই পক্ষ ও প্রশাসন নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নিক। কিন্তু কেউই আলোচনায় বসতে রাজি হননি। তাই আমাদের সিদ্ধান্ত কাল সকাল ১১টার সময় বড়মার শেষকৃত্য করা হবে।"
ফলে সব মিলিয়ে বড়মার শেষকৃত্য নিয়ে অশান্তির আবহ আপাতত মেটার কোনও লক্ষ্মণ নেই।