ETV Bharat / state

50 জন গরিব মানুষকে সাহায্য কলেজ পড়ুয়াদের - barasat

লকডাউনের জেরে টান পড়েছে পেটে। তাই,স্টেশন ও তার আশপাশে থাকা 50 জন গরিব মানুষের মুখে এক সপ্তাহের খাবার তুলে দেওয়ার সিদ্ধান্ত নিল একদল কলেজ পড়ুয়া । অসহায়দের পাশে দাঁড়ানোয় প্রশংসা বারাসতের আমজনতার।

ছবি
ছবি
author img

By

Published : Mar 28, 2020, 2:36 PM IST

বারাসত, 28 মার্চ : স্টেশন ও তার আশপাশের দোকানে ভিক্ষাবৃত্তি করেই অন্নসংস্থান করা ছিল এতদিন তাঁদের পেশা । অথচ,লকডাউনের জেরে সেই একমাত্র রোজগারেও টান পড়েছে এখন । দু'মুঠো অন্নের ব্যবস্থা করাও যেন জীবন সংগ্রাম হয়ে দাঁড়িয়েছে এই মানুষগুলোর কাছে । লকডাউনের জেরে এই মুহূর্তে বন্ধ রেল চলাচল । যার কারণে একদম খালি বারাসত স্টেশন চত্বর । বন্ধ আশপাশের সমস্ত দোকানপাটও । এর জেরে পেটে টান পড়েছে ওদের । এই পরিস্থিতিতে সেই অসহায় মানুষগুলোর মুখে খাবার তুলে দেওয়ার দায়িত্ব নিল একদল কলেজ পড়ুয়া । নিজেদের পকেটের টাকা খরচ করে প্রায় 50 জন ভবঘুরেকে এক সপ্তাহের খাবার তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা । যার প্রশংসা করেছে বারাসতের আমজনতা ।

গতকাল থেকেই কাজ শুরু করে দিয়েছেন তাঁরা । আজ সকালে 50 জন ভবঘুরের হাতে শুকনো খাবার তুলে দিয়েছে অমিত মণ্ডল, সুমিত ধর, গোপাল কুন্ডু, সন্দীপ মুখোপাধ্যায়ের মতো আরও অনেকে । তাঁদের এই মানবিক উদ্যোগের প্রশংসা করেছেন বারাসতের আমজনতা । কোরোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন । এর জেরে জরুরি পরিষেবা ব্যাতীত সবকিছুই বন্ধ রয়েছে । এই পরিস্থিতিতে সবচেয়ে সমস্যার মধ্যে পড়েছেন এই সকল ভবঘুরেরা । যাদের স্টেশন ও তার আশপাশে ভিক্ষাবৃত্তি করে দু'বেলা অন্ন জোগাড় করাই ছিল নিত্য দিনের পেশা । কিন্তু,লকডাউনের জেরে পেটে টান পড়েছে তাঁদের । এই অবস্থায় বাড়িতে বসে থাকতে পারেননি অমিত,সুমিত,গোপাল,সন্দীপ,চন্দন বিশ্বাস,বিশাল দাসের মতো প্রায় 20 জন কলেজ পড়ুয়া । সিদ্ধান্ত নেন, স্টেশন ও তার আশপাশের মানুষ গুলোর মুখে খাবার তুলে দেবেন । সেই মতো নিজেদের টাকা খরচ করে তাঁদের পাশে গিয়ে দাঁড়ালেন তাঁরা । তবে,খাবার তুলে দেওয়ার আগে ভবঘুরেদের হাত স্যানিটাইজার দিয়ে পরিষ্কার করতেও কিন্তু ভোলেননি ।

এই বিষয়ে সুমিত ধর নামে এক কলেজ পড়ুয়া বলেন,"কোরোনা নিয়ে দেশ এক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে । চলছে লকডাউন । ফলে,বন্ধ রয়েছে সমস্ত দোকানপাট । এর জেরে বারাসত স্টেশন ও তার আশপাশে থাকা মানুষ গুলো পড়েছেন সবথেকে বেশি সমস্যায় । ঠিকমতো খেতে পাচ্ছেন না তাঁরা । এই পরিস্থিতিতে আমরা দেশের একজন নাগরিক হিসেবে বাড়িতে বসে থাকতে পারিনা । তাই,ওই সমস্ত মানুষগুলোর পাশে গিয়ে দাঁড়িয়েছি ।" তিনি আরও বলেন," লকডাউন পরিস্থিতিতে ৫০ জন ভবঘুরের হাতে একসপ্তাহ বিভিন্ন খাবার তুলে দেব আমরা । আজ ওদের বিস্কুট,মুড়ি,কমলালেবু, ডিম সহ কিছু শুকনো খাবার তুলে দেওয়া হয়েছে । ওদের পাশে দাঁড়াতে পেরে খুব ভালো লাগছে ।"

প্রসঙ্গত,লকডাউন পরিস্থিতিতে বিভিন্ন সময়ে কখনও অসহায় গরিব মানুষের পাশে দাঁড়িযেছে পুলিশ প্রশাসন । আবার কখনও সারমেয়দের খাবার তুলে দিতে দেখা গেছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে । সেই জায়গায় এবার নতুন সংযোজন হল কলেজ পড়ুয়াদের এই উদ্যোগ ।

বারাসত, 28 মার্চ : স্টেশন ও তার আশপাশের দোকানে ভিক্ষাবৃত্তি করেই অন্নসংস্থান করা ছিল এতদিন তাঁদের পেশা । অথচ,লকডাউনের জেরে সেই একমাত্র রোজগারেও টান পড়েছে এখন । দু'মুঠো অন্নের ব্যবস্থা করাও যেন জীবন সংগ্রাম হয়ে দাঁড়িয়েছে এই মানুষগুলোর কাছে । লকডাউনের জেরে এই মুহূর্তে বন্ধ রেল চলাচল । যার কারণে একদম খালি বারাসত স্টেশন চত্বর । বন্ধ আশপাশের সমস্ত দোকানপাটও । এর জেরে পেটে টান পড়েছে ওদের । এই পরিস্থিতিতে সেই অসহায় মানুষগুলোর মুখে খাবার তুলে দেওয়ার দায়িত্ব নিল একদল কলেজ পড়ুয়া । নিজেদের পকেটের টাকা খরচ করে প্রায় 50 জন ভবঘুরেকে এক সপ্তাহের খাবার তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা । যার প্রশংসা করেছে বারাসতের আমজনতা ।

গতকাল থেকেই কাজ শুরু করে দিয়েছেন তাঁরা । আজ সকালে 50 জন ভবঘুরের হাতে শুকনো খাবার তুলে দিয়েছে অমিত মণ্ডল, সুমিত ধর, গোপাল কুন্ডু, সন্দীপ মুখোপাধ্যায়ের মতো আরও অনেকে । তাঁদের এই মানবিক উদ্যোগের প্রশংসা করেছেন বারাসতের আমজনতা । কোরোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন । এর জেরে জরুরি পরিষেবা ব্যাতীত সবকিছুই বন্ধ রয়েছে । এই পরিস্থিতিতে সবচেয়ে সমস্যার মধ্যে পড়েছেন এই সকল ভবঘুরেরা । যাদের স্টেশন ও তার আশপাশে ভিক্ষাবৃত্তি করে দু'বেলা অন্ন জোগাড় করাই ছিল নিত্য দিনের পেশা । কিন্তু,লকডাউনের জেরে পেটে টান পড়েছে তাঁদের । এই অবস্থায় বাড়িতে বসে থাকতে পারেননি অমিত,সুমিত,গোপাল,সন্দীপ,চন্দন বিশ্বাস,বিশাল দাসের মতো প্রায় 20 জন কলেজ পড়ুয়া । সিদ্ধান্ত নেন, স্টেশন ও তার আশপাশের মানুষ গুলোর মুখে খাবার তুলে দেবেন । সেই মতো নিজেদের টাকা খরচ করে তাঁদের পাশে গিয়ে দাঁড়ালেন তাঁরা । তবে,খাবার তুলে দেওয়ার আগে ভবঘুরেদের হাত স্যানিটাইজার দিয়ে পরিষ্কার করতেও কিন্তু ভোলেননি ।

এই বিষয়ে সুমিত ধর নামে এক কলেজ পড়ুয়া বলেন,"কোরোনা নিয়ে দেশ এক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে । চলছে লকডাউন । ফলে,বন্ধ রয়েছে সমস্ত দোকানপাট । এর জেরে বারাসত স্টেশন ও তার আশপাশে থাকা মানুষ গুলো পড়েছেন সবথেকে বেশি সমস্যায় । ঠিকমতো খেতে পাচ্ছেন না তাঁরা । এই পরিস্থিতিতে আমরা দেশের একজন নাগরিক হিসেবে বাড়িতে বসে থাকতে পারিনা । তাই,ওই সমস্ত মানুষগুলোর পাশে গিয়ে দাঁড়িয়েছি ।" তিনি আরও বলেন," লকডাউন পরিস্থিতিতে ৫০ জন ভবঘুরের হাতে একসপ্তাহ বিভিন্ন খাবার তুলে দেব আমরা । আজ ওদের বিস্কুট,মুড়ি,কমলালেবু, ডিম সহ কিছু শুকনো খাবার তুলে দেওয়া হয়েছে । ওদের পাশে দাঁড়াতে পেরে খুব ভালো লাগছে ।"

প্রসঙ্গত,লকডাউন পরিস্থিতিতে বিভিন্ন সময়ে কখনও অসহায় গরিব মানুষের পাশে দাঁড়িযেছে পুলিশ প্রশাসন । আবার কখনও সারমেয়দের খাবার তুলে দিতে দেখা গেছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে । সেই জায়গায় এবার নতুন সংযোজন হল কলেজ পড়ুয়াদের এই উদ্যোগ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.