ETV Bharat / state

ভেঙে পড়ল শ্রমিক কোয়ার্টার্সের একাংশ, জখম 2 শিশুসহ 4 - নৈহাটি

গতরাতে নৈহাটির নদিয়া জুটমিলের কোয়ার্টার্সের একাংশ ভেঙে পড়ে । ধ্বংসস্তূপের তলায় আটকে পড়ে দুই শিশুসহ 4 জন । স্থানীয়রা তাঁদের উদ্ধার করে ভাটপাড়া স্টেট জেনেরাল হাসপাতালে ভরতি করেন ৷

নৈহাটির নদিয়া জুটমিলের কোয়ার্টার্স
author img

By

Published : Aug 2, 2019, 10:44 AM IST

Updated : Aug 2, 2019, 1:20 PM IST

নৈহাটি,2 অগাস্ট : শ্রমিক কোয়ার্টার্সের একাংশ ভেঙে জখম 2 শিশুসহ 4 ৷ নৈহাটির নদিয়া জুটমিলের শ্রমিক কোয়ার্টার্সের ঘটনা ৷ জখমদের মধ্যে দু'জনের অবস্থা আশঙ্কাজনক ৷ বর্তমানে তারা কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ৷

labor quarters
ভেঙে পড়েছে শ্রমিক কোয়ার্টার্সের একাংশ

প্রায় তিন বছর ধরে বন্ধ নদিয়া জুটমিল ৷ কিন্তু, এখানকার প্রায় 500 শ্রমিক ও তাঁদের পরিবার মুক্তারপুর অঞ্চলে এই মিলের কোয়ার্টার্সে বসবাস করেন । দীর্ঘদিন ধরেই তা বেহাল অবস্থায় পড়ে রয়েছে । গতরাতে একাংশ ভেঙে পড়ে । ধ্বংসস্তূপের তলায় আটকে পড়ে দুই শিশুসহ 4 জন । স্থানীয়রা তাঁদের উদ্ধার করে ভাটপাড়া স্টেট জেনেরাল হাসপাতালে ভরতি করেন ৷ দু'জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় । বাকি দু'জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় ৷

labor quarters
দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় পড়েছিল কোয়ার্টাসটি

জুটমিল কর্তৃপক্ষের উদাসীনতার কারণে এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ তুলছেন কোয়ার্টার্সের বাসিন্দারা ৷ তাঁদের দাবি, এখানে পানীয় জলও পাওয়া যায় না । বিদ্যুতের হালও খারাপ । কর্তৃপক্ষকে বারবার জানানো সত্ত্বেও লাভের লাভ হয়নি । জানি না এরপর কী হবে ?

ভিডিয়োয় শুনুন স্থানীয়দের বক্তব্য

নৈহাটি,2 অগাস্ট : শ্রমিক কোয়ার্টার্সের একাংশ ভেঙে জখম 2 শিশুসহ 4 ৷ নৈহাটির নদিয়া জুটমিলের শ্রমিক কোয়ার্টার্সের ঘটনা ৷ জখমদের মধ্যে দু'জনের অবস্থা আশঙ্কাজনক ৷ বর্তমানে তারা কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ৷

labor quarters
ভেঙে পড়েছে শ্রমিক কোয়ার্টার্সের একাংশ

প্রায় তিন বছর ধরে বন্ধ নদিয়া জুটমিল ৷ কিন্তু, এখানকার প্রায় 500 শ্রমিক ও তাঁদের পরিবার মুক্তারপুর অঞ্চলে এই মিলের কোয়ার্টার্সে বসবাস করেন । দীর্ঘদিন ধরেই তা বেহাল অবস্থায় পড়ে রয়েছে । গতরাতে একাংশ ভেঙে পড়ে । ধ্বংসস্তূপের তলায় আটকে পড়ে দুই শিশুসহ 4 জন । স্থানীয়রা তাঁদের উদ্ধার করে ভাটপাড়া স্টেট জেনেরাল হাসপাতালে ভরতি করেন ৷ দু'জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় । বাকি দু'জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় ৷

labor quarters
দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় পড়েছিল কোয়ার্টাসটি

জুটমিল কর্তৃপক্ষের উদাসীনতার কারণে এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ তুলছেন কোয়ার্টার্সের বাসিন্দারা ৷ তাঁদের দাবি, এখানে পানীয় জলও পাওয়া যায় না । বিদ্যুতের হালও খারাপ । কর্তৃপক্ষকে বারবার জানানো সত্ত্বেও লাভের লাভ হয়নি । জানি না এরপর কী হবে ?

ভিডিয়োয় শুনুন স্থানীয়দের বক্তব্য
Intro:মাঝরাতে শ্রমিক কোয়ার্টারে একাংশ ভেঙে পড়ে আহত 4 জন নৈহাটি নদীয়া জুট মিলের শ্রমিক ওয়াটার এর ঘটনাBody:মাঝরাতে নৈহাটি নুদিয়া জুটমিল এর শ্রমিক কোয়ার্টারের একাংশ ভেঙে এক শিশু সহ জখম চারজন।এদের মধ্যে দুজন এর অবস্থা আশঙ্কাজনক। এদের কোলকাতার হাসপাতালে চিকিৎসাধীন।এখনও বিপজ্জনক অবস্থায় রয়েছে জুটমিল কোয়ার্টার। যে কোন মুহূর্তে ভেঙে পড়ে বড়সর দূর্ঘটনার আশঙ্কা রয়েছে।

নৈহাটি এই নুদিয়া জুট মিলটি প্রায় তিন বছর ধরে বন্ধ হয়ে পড়ে রয়েছে। কিন্তু এখানকার প্রায় 500 জন শ্রমিক ও তার পরিবারের লোকজন ভাটপাড়া পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের মুক্তারপুর অঞ্চলে মিলের কোয়ার্টারে বসবাস করেন। দীর্ঘদিন ধরেই এই কোয়ার্টার বেহাল অবস্থায় রয়েছেন। যে কোন মুহুর্তে ভেঙ্গে পড়ে বড়সড় দুর্ঘটনার আশংকা ছিলই। সেই আশঙ্কাই সত্যি হলো বৃহস্পতিবার মাঝরাতে। আচমকাই ওই কোয়ার্টারের একাংশ হুড়মুড়িয়ে ভেঙ্গে পড়ে। ধ্বংসস্তূপের তলায় আটকে পড়ে দুই শিশুসহ 4 জন। তাদের কে স্থানীয়রা উদ্ধার করে প্রত্যেককে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও তাদের আঘাত অত্যন্ত গুরুতর। এই ঘটনায় জুট মিল কর্তৃপক্ষের উদাসীনতাকেই দায়ী করেছেন এখানকার বাসিন্দারা। শুধু এই নয় এখানকার পানীয় জল থেকে শুরু করে বিদ্যুৎ ব্যবস্থাও বেহাল অবস্থায় রয়েছে মিল কর্তৃপক্ষের উদাসীনতায় বলে অভিযোগ। কর্তৃপক্ষকে বারংবার জানানো সত্ত্বেও কোন রকম কর্ণপাত করেনি। ফলে এই দুর্ঘটনা ঘটে গেল গতকাল। এখনও এই কোয়ার্টারের একাংশ ভেঙে যাওয়ায় বাকি অংশ এখনো বিপজ্জনক অবস্থায় রয়েছে। যেকোনো মুহূর্তে সেটাও ভেঙে পড়ে আরো বড়সড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। ফলে এখানকার বাসিন্দারা অত্যন্ত আতঙ্কে দিন কাটাচ্ছেন।Conclusion:এই ঘটনা মাঝরাতে জায়গায় দিনের বেলায় হলে আরো বড় সড়ক দুর্ঘটনার আশঙ্কা থাকতো কারণ ওই সময় বেশকিছু শিশুর খেলাধুলা করে
Last Updated : Aug 2, 2019, 1:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.