ETV Bharat / state

NRC, CAA-বিরোধী যাত্রাপালা তৈরির উপদেশ মুখ্যমন্ত্রীর - Barasat

CAA-র ক্ষতিকর দিকগুলি যাত্রার মাধ্যমে তুলে ধরার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় ৷ সঙ্গে যাত্রা শিল্পীদের ভাতা বাড়িয়ে 15-25 হাজার করার নির্দেশ দেন ৷ যাত্রা উৎসবের উদ্বোধনে গিয়ে মতুয়া প্রসঙ্গও তুলে আনেন মমতা ৷

মমতা বন্দ্য়োপাধ্যায়
মমতা বন্দ্য়োপাধ্যায়
author img

By

Published : Jan 9, 2020, 8:44 PM IST

Updated : Jan 9, 2020, 9:19 PM IST

বারাসত, 9 জানুয়ারি : জাতীয় নাগরিকপঞ্জি (NRC) ও নাগরিকত্ব সংশোধনী আইন 2019 (CAA)-র বিরুদ্ধে যাত্রাপালা তৈরির উপদেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আজ বারাসতে 24তম যাত্রা উৎসবের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ৷

CAA-র ক্ষতিকর দিকগুলি যাত্রার মাধ্যমে তুলে ধরার পরামর্শ দেন ৷ বলেন, "CAA যে ক্ষতিকর দিকগুলি আছে, তা যাত্রার মাধ্যমে তুলে ধরে মানুষকে সচেতন করুন ৷" যাত্রাকে CAA, NRC-র প্রতিবাদের মাধ্যম হিসেবে গড়ে তোলার কথা বলেন ৷ পাশাপাশি, যাত্রা শিল্পীদের ভাতা বাড়িয়ে 15-25 হাজার করার নির্দেশ দেন ৷ বক্তব্যের মাধ্যমে পরিষ্কার জানিয়ে দেন, ধর্ম নিয়ে কোনও ভেদাভেদ কোনওমতেই মানবেন না ৷ "কেউ কেউ বিষয়টি নিয়ে জলঘোলা করছেন ৷ আমি থাকতে এটা হতে দেব না ৷ অনেকে ধর্ম নিয়ে ভেদাভেদ করছে ৷ কিন্তু, আমি কোনও ধর্মের ভেদাভেদ করি না ৷ আমার কাছে সবাই সমান ৷" বলেন তিনি ৷

CAA-বিরোধী যাত্রাপালা তৈরি করার উপদেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়

মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে মতুয়া প্রসঙ্গও তোলেন মুখ্যমন্ত্রী ৷ বলেন, "মতুয়াদের অনেকে ভুল বোঝাচ্ছে ৷ বড়মাকে কেউ দেখত না ৷ তাঁর চিকিৎসার ব্যবস্থাও করত না ৷ আমিই 30 বছর ধরে তাঁকে দেখেছি ৷ হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করিয়েছি ৷ আজ বলতে বাধ্য হচ্ছি, মতুয়াদের কেউ দেখত না ৷ আমি হাত ধরে তুলে এনেছি ৷ ঠাকুরনগরে প্রমথনাথ ঠাকুরের নামে কলেজ করে দিয়েছি ৷" নাম না করে সাংসদ শান্তনু ঠাকুরকে কটাক্ষ করেন ৷ বলেন, "আজ অনেকেই নাটক নাটক খেলছে ৷ মতুয়াদের ভুল বোঝাচ্ছে ৷ আমি সব বুঝি ৷"

বারাসত, 9 জানুয়ারি : জাতীয় নাগরিকপঞ্জি (NRC) ও নাগরিকত্ব সংশোধনী আইন 2019 (CAA)-র বিরুদ্ধে যাত্রাপালা তৈরির উপদেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আজ বারাসতে 24তম যাত্রা উৎসবের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ৷

CAA-র ক্ষতিকর দিকগুলি যাত্রার মাধ্যমে তুলে ধরার পরামর্শ দেন ৷ বলেন, "CAA যে ক্ষতিকর দিকগুলি আছে, তা যাত্রার মাধ্যমে তুলে ধরে মানুষকে সচেতন করুন ৷" যাত্রাকে CAA, NRC-র প্রতিবাদের মাধ্যম হিসেবে গড়ে তোলার কথা বলেন ৷ পাশাপাশি, যাত্রা শিল্পীদের ভাতা বাড়িয়ে 15-25 হাজার করার নির্দেশ দেন ৷ বক্তব্যের মাধ্যমে পরিষ্কার জানিয়ে দেন, ধর্ম নিয়ে কোনও ভেদাভেদ কোনওমতেই মানবেন না ৷ "কেউ কেউ বিষয়টি নিয়ে জলঘোলা করছেন ৷ আমি থাকতে এটা হতে দেব না ৷ অনেকে ধর্ম নিয়ে ভেদাভেদ করছে ৷ কিন্তু, আমি কোনও ধর্মের ভেদাভেদ করি না ৷ আমার কাছে সবাই সমান ৷" বলেন তিনি ৷

CAA-বিরোধী যাত্রাপালা তৈরি করার উপদেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়

মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে মতুয়া প্রসঙ্গও তোলেন মুখ্যমন্ত্রী ৷ বলেন, "মতুয়াদের অনেকে ভুল বোঝাচ্ছে ৷ বড়মাকে কেউ দেখত না ৷ তাঁর চিকিৎসার ব্যবস্থাও করত না ৷ আমিই 30 বছর ধরে তাঁকে দেখেছি ৷ হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করিয়েছি ৷ আজ বলতে বাধ্য হচ্ছি, মতুয়াদের কেউ দেখত না ৷ আমি হাত ধরে তুলে এনেছি ৷ ঠাকুরনগরে প্রমথনাথ ঠাকুরের নামে কলেজ করে দিয়েছি ৷" নাম না করে সাংসদ শান্তনু ঠাকুরকে কটাক্ষ করেন ৷ বলেন, "আজ অনেকেই নাটক নাটক খেলছে ৷ মতুয়াদের ভুল বোঝাচ্ছে ৷ আমি সব বুঝি ৷"

Intro:এনআরসি আর সিএএ বিরোধী যাত্রাপালা তৈরি করুন, যাত্রা উৎসবের উদ্বোধনে বার্তা মুখ্যমন্ত্রীর


বারাসাতঃ এনআরসি আর সিএএ বিরোধী যাত্রাপালা তৈরি করুন, বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনার বারাসতে যাত্রা উৎসবের উদ্বোধনে আর্জি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর। তিনি আরও বলেন সিএএর যে ক্ষতিকার দিকগুল আছে তা যাত্রার মাধ্যমে তুলে ধরে মানুককে সচেতন করুন। তিনি আরও বলেন, সিএএ ও এনআরসি হতে দেব না মধ্যমগ্রামে ঘোষণা করেন তিনি। কেউ কেউ বিষয়টি নিয়ে জলঘোলা করছেন। আমি থাকতে এটা হতে দেবনা। অনেকে ধর্ম নিয়ে ভেদাভেদ করছে। কিন্তু আমি কোন ধর্মের ভেদাভেদ করি না। আমার কাছে সবাই সমান। বারাসাতে দাঁড়িয়ে তিনি বলেন মতুয়াদের আনেকে ভুল বোঝাচ্ছে।' তারপর মতুয়া প্রসঙ্গ তোলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বড়মাকে কেই দেখত না। তাঁর চিকিৎসার ব্যবস্থা করত না। আমিই ৩০ বছর ধরে ওনাকে দেখেছি। হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করিয়েছি। আজ বলতে বাধ্য হচ্ছি।মতুয়াদের কেউ দেখত না। আমি হাতধরে তুলে এনেছি। ঠাকুরনগরে প্রমথনাথ ঠাকুরের নামে কলেজ করে দিয়েছি। সাংসদ শান্তনু ঠাকুরের নাম উল্লেখ না করে তিনি বলেন, আজ আনেকেই নাটক নাটক খেলছে। মতুয়াদের ভুল বোঝাচ্ছে। আমি এসব বুঝি।

যাত্রাকে সিএএ এবং এনআরসির প্রতিবাদের মাধ্যম হিসেবে গড়ে তোলার আহ্বান জানালেন। তিনি এনআরসি ও সিএএ নিয়ে যাত্রা অভিনয় করে সঙ্ঘবদ্ধ প্রতিবাদ গড়ে মানুষের কাছে পৌছে দিতে বললেন। এদিন তিনি যাত্রা শিল্পীদের ভাতা বাড়িয়ে ১৫ থেকে ২৫ হাজার কারার নির্দেশ দেন তিনি। পাশাপাশি তিনি তাদের সবুজ সাথী প্রকল্পের মধ্যে আনার নির্দেশ দেন। প্রসঙ্গত ২৪ তম যাত্রা উৎসবের উদ্বোধনে আজ বারাসাতে আসেন মুখ্যমন্ত্রী।Body:এনআরসি আর সিএএ বিরোধী যাত্রাপালা তৈরি করুন, যাত্রা উৎসবের উদ্বোধনে বার্তা মুখ্যমন্ত্রীর


বারাসাতঃ এনআরসি আর সিএএ বিরোধী যাত্রাপালা তৈরি করুন, বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনার বারাসতে যাত্রা উৎসবের উদ্বোধনে আর্জি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর। তিনি আরও বলেন সিএএর যে ক্ষতিকার দিকগুল আছে তা যাত্রার মাধ্যমে তুলে ধরে মানুককে সচেতন করুন। তিনি আরও বলেন, সিএএ ও এনআরসি হতে দেব না মধ্যমগ্রামে ঘোষণা করেন তিনি। কেউ কেউ বিষয়টি নিয়ে জলঘোলা করছেন। আমি থাকতে এটা হতে দেবনা। অনেকে ধর্ম নিয়ে ভেদাভেদ করছে। কিন্তু আমি কোন ধর্মের ভেদাভেদ করি না। আমার কাছে সবাই সমান। বারাসাতে দাঁড়িয়ে তিনি বলেন মতুয়াদের আনেকে ভুল বোঝাচ্ছে।' তারপর মতুয়া প্রসঙ্গ তোলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বড়মাকে কেই দেখত না। তাঁর চিকিৎসার ব্যবস্থা করত না। আমিই ৩০ বছর ধরে ওনাকে দেখেছি। হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করিয়েছি। আজ বলতে বাধ্য হচ্ছি।মতুয়াদের কেউ দেখত না। আমি হাতধরে তুলে এনেছি। ঠাকুরনগরে প্রমথনাথ ঠাকুরের নামে কলেজ করে দিয়েছি। সাংসদ শান্তনু ঠাকুরের নাম উল্লেখ না করে তিনি বলেন, আজ আনেকেই নাটক নাটক খেলছে। মতুয়াদের ভুল বোঝাচ্ছে। আমি এসব বুঝি।

যাত্রাকে সিএএ এবং এনআরসির প্রতিবাদের মাধ্যম হিসেবে গড়ে তোলার আহ্বান জানালেন। তিনি এনআরসি ও সিএএ নিয়ে যাত্রা অভিনয় করে সঙ্ঘবদ্ধ প্রতিবাদ গড়ে মানুষের কাছে পৌছে দিতে বললেন। এদিন তিনি যাত্রা শিল্পীদের ভাতা বাড়িয়ে ১৫ থেকে ২৫ হাজার কারার নির্দেশ দেন তিনি। পাশাপাশি তিনি তাদের সবুজ সাথী প্রকল্পের মধ্যে আনার নির্দেশ দেন। প্রসঙ্গত ২৪ তম যাত্রা উৎসবের উদ্বোধনে আজ বারাসাতে আসেন মুখ্যমন্ত্রী।Conclusion:এনআরসি আর সিএএ বিরোধী যাত্রাপালা তৈরি করুন, যাত্রা উৎসবের উদ্বোধনে বার্তা মুখ্যমন্ত্রীর


বারাসাতঃ এনআরসি আর সিএএ বিরোধী যাত্রাপালা তৈরি করুন, বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনার বারাসতে যাত্রা উৎসবের উদ্বোধনে আর্জি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর। তিনি আরও বলেন সিএএর যে ক্ষতিকার দিকগুল আছে তা যাত্রার মাধ্যমে তুলে ধরে মানুককে সচেতন করুন। তিনি আরও বলেন, সিএএ ও এনআরসি হতে দেব না মধ্যমগ্রামে ঘোষণা করেন তিনি। কেউ কেউ বিষয়টি নিয়ে জলঘোলা করছেন। আমি থাকতে এটা হতে দেবনা। অনেকে ধর্ম নিয়ে ভেদাভেদ করছে। কিন্তু আমি কোন ধর্মের ভেদাভেদ করি না। আমার কাছে সবাই সমান। বারাসাতে দাঁড়িয়ে তিনি বলেন মতুয়াদের আনেকে ভুল বোঝাচ্ছে।' তারপর মতুয়া প্রসঙ্গ তোলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বড়মাকে কেই দেখত না। তাঁর চিকিৎসার ব্যবস্থা করত না। আমিই ৩০ বছর ধরে ওনাকে দেখেছি। হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করিয়েছি। আজ বলতে বাধ্য হচ্ছি।মতুয়াদের কেউ দেখত না। আমি হাতধরে তুলে এনেছি। ঠাকুরনগরে প্রমথনাথ ঠাকুরের নামে কলেজ করে দিয়েছি। সাংসদ শান্তনু ঠাকুরের নাম উল্লেখ না করে তিনি বলেন, আজ আনেকেই নাটক নাটক খেলছে। মতুয়াদের ভুল বোঝাচ্ছে। আমি এসব বুঝি।

যাত্রাকে সিএএ এবং এনআরসির প্রতিবাদের মাধ্যম হিসেবে গড়ে তোলার আহ্বান জানালেন। তিনি এনআরসি ও সিএএ নিয়ে যাত্রা অভিনয় করে সঙ্ঘবদ্ধ প্রতিবাদ গড়ে মানুষের কাছে পৌছে দিতে বললেন। এদিন তিনি যাত্রা শিল্পীদের ভাতা বাড়িয়ে ১৫ থেকে ২৫ হাজার কারার নির্দেশ দেন তিনি। পাশাপাশি তিনি তাদের সবুজ সাথী প্রকল্পের মধ্যে আনার নির্দেশ দেন। প্রসঙ্গত ২৪ তম যাত্রা উৎসবের উদ্বোধনে আজ বারাসাতে আসেন মুখ্যমন্ত্রী।
Last Updated : Jan 9, 2020, 9:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.