বারাসত, 9 জানুয়ারি : জাতীয় নাগরিকপঞ্জি (NRC) ও নাগরিকত্ব সংশোধনী আইন 2019 (CAA)-র বিরুদ্ধে যাত্রাপালা তৈরির উপদেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আজ বারাসতে 24তম যাত্রা উৎসবের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ৷
CAA-র ক্ষতিকর দিকগুলি যাত্রার মাধ্যমে তুলে ধরার পরামর্শ দেন ৷ বলেন, "CAA যে ক্ষতিকর দিকগুলি আছে, তা যাত্রার মাধ্যমে তুলে ধরে মানুষকে সচেতন করুন ৷" যাত্রাকে CAA, NRC-র প্রতিবাদের মাধ্যম হিসেবে গড়ে তোলার কথা বলেন ৷ পাশাপাশি, যাত্রা শিল্পীদের ভাতা বাড়িয়ে 15-25 হাজার করার নির্দেশ দেন ৷ বক্তব্যের মাধ্যমে পরিষ্কার জানিয়ে দেন, ধর্ম নিয়ে কোনও ভেদাভেদ কোনওমতেই মানবেন না ৷ "কেউ কেউ বিষয়টি নিয়ে জলঘোলা করছেন ৷ আমি থাকতে এটা হতে দেব না ৷ অনেকে ধর্ম নিয়ে ভেদাভেদ করছে ৷ কিন্তু, আমি কোনও ধর্মের ভেদাভেদ করি না ৷ আমার কাছে সবাই সমান ৷" বলেন তিনি ৷
মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে মতুয়া প্রসঙ্গও তোলেন মুখ্যমন্ত্রী ৷ বলেন, "মতুয়াদের অনেকে ভুল বোঝাচ্ছে ৷ বড়মাকে কেউ দেখত না ৷ তাঁর চিকিৎসার ব্যবস্থাও করত না ৷ আমিই 30 বছর ধরে তাঁকে দেখেছি ৷ হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করিয়েছি ৷ আজ বলতে বাধ্য হচ্ছি, মতুয়াদের কেউ দেখত না ৷ আমি হাত ধরে তুলে এনেছি ৷ ঠাকুরনগরে প্রমথনাথ ঠাকুরের নামে কলেজ করে দিয়েছি ৷" নাম না করে সাংসদ শান্তনু ঠাকুরকে কটাক্ষ করেন ৷ বলেন, "আজ অনেকেই নাটক নাটক খেলছে ৷ মতুয়াদের ভুল বোঝাচ্ছে ৷ আমি সব বুঝি ৷"