ETV Bharat / state

Panihati Fair Chaos : পানিহাটিতে দই-চিঁড়ের মেলায় ভিড়ের চাপে মৃত 4, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

author img

By

Published : Jun 12, 2022, 2:27 PM IST

Updated : Jun 12, 2022, 5:00 PM IST

উত্তর 24 পরগনার পানিহাটিতে আয়োজিত 'দই-চিঁড়ের মেলা'য় চূড়ান্ত বিশৃঙ্খলা ৷ ভিড়ের চাপে প্রাণ গেল অন্তত 4 জনের ৷ অসুস্থ আরও কমপক্ষে 15 জন (Several People lost lives in Panihati fair chaos) ৷ ঘটনায় টুইট করে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর ৷

cm mamata banerjee express Condolence as several people lost lives in Panihati Fair Chaos
Panihati Fair Chaos: পানিহাটিতে দই-চিঁড়ের মেলায় ভিড়ের চাপে মৃত তিন, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

পানিহাটি ও কলকাতা, 12 জুন : প্রবল গরমেই বসেছিল 'দই-চিঁড়ের মেলা' ! তাতে যোগ দিয়েছিলেন লাখো মানুষ ৷ মেলার ভিড়ে দমবন্ধ হয়ে প্রাণ গেল অন্তত 4 জনের ৷ প্রত্যেকেরই বয়স 60 বছরের বেশি ৷ ভিড়ের চাপে অসুস্থ হয়ে পড়েন আরও অন্তত 15 জন ৷ ঘটনায় শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) ৷

প্রত্যক্ষদর্শীদের একাংশের অভিযোগ, উদ্যোক্তাদের অব্যবস্থার জন্যই মেলায় ভিড় নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি ৷ তার জেরেই ঘটে যায় মর্মান্তিক ঘটনা ৷ যদিও অব্যবস্থার কথা মানতে নারাজ আয়োজকরা ৷ রবিবারের এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর 24 পরগনার পানিহাটি এলাকায় ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পানিহাটির এই মেলার বয়স 506 বছর ৷ গত দু'বছর করোনার কারণে মেলা বন্ধ রাখা হয়েছিল ৷ কিন্তু, এবছর সংক্রমণ অনেকটাই নাগালের মধ্য়ে রয়েছে ৷ সেকথা ভেবেই মেলার আয়োজন করা হয় ৷ স্বাভাবিকভাবেই মেলায় যোগ দিতে মানুষের ঢল নামে ৷ অনেকেই এসেছিলেন দূর-দূরান্ত থেকে ৷ সূত্রের খবর, যে মন্দিরগুলিকে কেন্দ্র করে এই চিঁড়ের মেলার আয়োজন করা হয়, আপাতত সেগুলি বন্ধ রাখা হয়েছে ৷

ঘটনায় মৃতদের মধ্য়ে রয়েছেন এক প্রবীণ দম্পতি ৷ তাঁদের নাম সুভাষ পাল ও শুক্লা পাল ৷ তাঁদের জামাই দেবাশিস বণিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তাঁর শ্বশুর-শাশুড়ি পানিহাটিরই বাসিন্দা ৷ তাঁদের ফ্ল্য়াটের পাশেই রয়েছে ইসকনের মন্দির ৷ রবিবার দই-চিঁড়ের মেলা উপলক্ষেই মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন ওই দম্পতি ৷ সেখানেই গরমে অসুস্থ হয়ে জ্ঞান হারান তাঁরা ৷ পরে তাঁদের মৃত্যু হয় ৷ এছাড়াও, ঘটনাস্থলে আরও এক বৃদ্ধার দেহ দেখা গিয়েছে ৷ পরে অসুস্থ আরও একজনের মৃত্যু হয় ৷ স্থানীয় বিধায়ক নির্মল ঘোষ জানিয়েছেন, প্রবল গরম ও আর্দ্রতার কারণেই পুণ্য়ার্থীরা অসুস্থ হয়ে পড়েন ৷

পানিহাটিতে দই-চিঁড়ের মেলায় চূড়ান্ত বিশৃঙ্খলা ৷

আরও পড়ুন: ট্রেনের সঙ্গে সেলফি নিতে গিয়ে দুর্ঘটনা ! মৃত্যু যুবকের

এই ঘটনা চাউর হতেই তৎপর হয় স্থানীয় প্রশাসন ৷ অসুস্থদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয় ৷ ঘটনাস্থলে পৌঁছে যান সরকারি চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা ৷ অসুস্থদের মধ্যে বেশ কয়েকজনকে সাগর দত্ত স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ বাকি কয়েকজনের চিকিৎসা চলছে বলরাম স্টেট জেনারেল হাসপাতালে ৷

  • Distressed to know of 3 old devotees' death due to heat and humidity in Danda Mahotsav at ISKCON temple at Panihati. CP and DM have rushed, all help being provided. My condolences to the bereaved families, solidarity to devotees.

    — Mamata Banerjee (@MamataOfficial) June 12, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এদিকে, এই ঘটনা জানার পরই টুইটারে শোকপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ তিনি লেখেন, "পানিহাটির ইসকন মন্দিরের দণ্ড মহোত্‍সবে প্রচণ্ড গরম ও আদ্রর্তায় তিনজনের মৃত্যু হয়েছে ৷ অত্যন্ত দুঃখজনক ঘটনা ৷ পুলিশ কমিশনার এবং জেলাশসক ঘটনাস্থলে গিয়েছেন ৷ সমস্তরকম সাহায্য করছেন তাঁরা ৷"

পানিহাটি ও কলকাতা, 12 জুন : প্রবল গরমেই বসেছিল 'দই-চিঁড়ের মেলা' ! তাতে যোগ দিয়েছিলেন লাখো মানুষ ৷ মেলার ভিড়ে দমবন্ধ হয়ে প্রাণ গেল অন্তত 4 জনের ৷ প্রত্যেকেরই বয়স 60 বছরের বেশি ৷ ভিড়ের চাপে অসুস্থ হয়ে পড়েন আরও অন্তত 15 জন ৷ ঘটনায় শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) ৷

প্রত্যক্ষদর্শীদের একাংশের অভিযোগ, উদ্যোক্তাদের অব্যবস্থার জন্যই মেলায় ভিড় নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি ৷ তার জেরেই ঘটে যায় মর্মান্তিক ঘটনা ৷ যদিও অব্যবস্থার কথা মানতে নারাজ আয়োজকরা ৷ রবিবারের এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর 24 পরগনার পানিহাটি এলাকায় ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পানিহাটির এই মেলার বয়স 506 বছর ৷ গত দু'বছর করোনার কারণে মেলা বন্ধ রাখা হয়েছিল ৷ কিন্তু, এবছর সংক্রমণ অনেকটাই নাগালের মধ্য়ে রয়েছে ৷ সেকথা ভেবেই মেলার আয়োজন করা হয় ৷ স্বাভাবিকভাবেই মেলায় যোগ দিতে মানুষের ঢল নামে ৷ অনেকেই এসেছিলেন দূর-দূরান্ত থেকে ৷ সূত্রের খবর, যে মন্দিরগুলিকে কেন্দ্র করে এই চিঁড়ের মেলার আয়োজন করা হয়, আপাতত সেগুলি বন্ধ রাখা হয়েছে ৷

ঘটনায় মৃতদের মধ্য়ে রয়েছেন এক প্রবীণ দম্পতি ৷ তাঁদের নাম সুভাষ পাল ও শুক্লা পাল ৷ তাঁদের জামাই দেবাশিস বণিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তাঁর শ্বশুর-শাশুড়ি পানিহাটিরই বাসিন্দা ৷ তাঁদের ফ্ল্য়াটের পাশেই রয়েছে ইসকনের মন্দির ৷ রবিবার দই-চিঁড়ের মেলা উপলক্ষেই মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন ওই দম্পতি ৷ সেখানেই গরমে অসুস্থ হয়ে জ্ঞান হারান তাঁরা ৷ পরে তাঁদের মৃত্যু হয় ৷ এছাড়াও, ঘটনাস্থলে আরও এক বৃদ্ধার দেহ দেখা গিয়েছে ৷ পরে অসুস্থ আরও একজনের মৃত্যু হয় ৷ স্থানীয় বিধায়ক নির্মল ঘোষ জানিয়েছেন, প্রবল গরম ও আর্দ্রতার কারণেই পুণ্য়ার্থীরা অসুস্থ হয়ে পড়েন ৷

পানিহাটিতে দই-চিঁড়ের মেলায় চূড়ান্ত বিশৃঙ্খলা ৷

আরও পড়ুন: ট্রেনের সঙ্গে সেলফি নিতে গিয়ে দুর্ঘটনা ! মৃত্যু যুবকের

এই ঘটনা চাউর হতেই তৎপর হয় স্থানীয় প্রশাসন ৷ অসুস্থদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয় ৷ ঘটনাস্থলে পৌঁছে যান সরকারি চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা ৷ অসুস্থদের মধ্যে বেশ কয়েকজনকে সাগর দত্ত স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ বাকি কয়েকজনের চিকিৎসা চলছে বলরাম স্টেট জেনারেল হাসপাতালে ৷

  • Distressed to know of 3 old devotees' death due to heat and humidity in Danda Mahotsav at ISKCON temple at Panihati. CP and DM have rushed, all help being provided. My condolences to the bereaved families, solidarity to devotees.

    — Mamata Banerjee (@MamataOfficial) June 12, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এদিকে, এই ঘটনা জানার পরই টুইটারে শোকপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ তিনি লেখেন, "পানিহাটির ইসকন মন্দিরের দণ্ড মহোত্‍সবে প্রচণ্ড গরম ও আদ্রর্তায় তিনজনের মৃত্যু হয়েছে ৷ অত্যন্ত দুঃখজনক ঘটনা ৷ পুলিশ কমিশনার এবং জেলাশসক ঘটনাস্থলে গিয়েছেন ৷ সমস্তরকম সাহায্য করছেন তাঁরা ৷"

Last Updated : Jun 12, 2022, 5:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.