বারাসত, 13 নভেম্বর: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে বিতর্কিত মন্তব্য করার জন্য মন্ত্রী অখিল গিরির ক্ষমা চাওয়া উচিত বলে মনে করেন তৃণমূলের তারকা বিধায়ক চিরঞ্জিৎ চক্রবর্তী (Barasat MLA Chiranjit Chakraborty) । রবিবার উত্তর 24 পরগনার বারাসতে এক অরাজনৈতিক মঞ্চের উদ্যোগে আয়োজিত ইলিশ উৎসবে যোগ দেন বারাসতের বিধায়ক চিরঞ্জিৎ (Chiranjit Chakraborty condemns Akhil Giri comment on President Murmu) ৷ সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, "রাষ্ট্রপতিকে নিয়ে যে মন্তব্য করা হয়েছে তা ঠিক হয়নি । অন্যায় করেছে ৷ দল এটাকে সমর্থন করে না ৷ এটা ওনার ব্যক্তিগত মতামত ৷ আমি মনে করি এই বিতর্কিত মন্তব্য করার জন্য তাঁর ক্ষমা চাওয়া উচিত ৷"
কিন্তু তাঁর মন্তব্যের জন্য তিনি অনুতপ্ত বলে জানালেও এখনও ক্ষমা চাননি অখিল গিরি (Akhil Giri) ৷ এই প্রসঙ্গে চিরঞ্জিৎ বলেন,"নিশ্চয় সে ক্ষমা চেয়ে নেবে । নিজেও বলেছে ক্ষমা চেয়ে নেওয়া হবে । কোনও অসুবিধা নেই । পার্টি নিশ্চয় পরবর্তীকালে ওকে বলবে । কারও সম্পর্কে এই ধরণের মন্তব্য করা ঠিক নয় । এটা একেবারে সমর্থনযোগ্য নয় ৷"
আরও পড়ুন: অখিলের মন্তব্য বিতর্কে বিজেপি'কে পালটা নৈতিকতার পাঠ তৃণমূলের
এদিনের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষও (Rathin Ghosh) ৷ তিনি বলেন, "এই বিষয়ে দলের মুখপাত্র যা বলার তা বলে দিয়েছে । সেটাই আমাদের বক্তব্য । আলাদা করে কিছু বলার নেই । নিশ্চয় সময়মতো সবকিছু হবে ৷" ইলিস উৎসবে রাজ্যের মন্ত্রী ও বিধায়কের উপস্থিতি প্রসঙ্গে বিজেপির বারাসত সাংগঠনিক জেলার সভাপতি তাপস মিত্র বলেন, "তৃণমূলের নেতা-মন্ত্রীদের যা দুর্নীতি তাতে মানুষ ঠিক করে নিয়েছে এবার তাঁদের বিরুদ্ধে ভোট দিয়ে উচিত শিক্ষা দেবে । মানুষ কোনও পরিষেবা পাচ্ছে না ঠিকমতো । কেন্দ্রীয় প্রকল্পের টাকা চুরি হচ্ছে সব জায়গায় । আর তৃণমূলের নেতা-মন্ত্রীরা ব্যস্ত ইলিশ উৎসব করতে । মানুষ সবকিছু বুঝে গিয়েছে ৷"