ETV Bharat / state

জগদ্দলে খণ্ডযুদ্ধ, পুলিশকে লক্ষ্য করে ইট ; গাড়ি ভাঙচুর - Police car Vandalised

জগদ্দলে পুলিশের গাড়িতে ভাঙচুর । পুলিশকে লক্ষ্য করে ছোড়া হয় ইট । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় কমব্যাট ফোর্স ও কুইক রেসপন্স টিম ।

ঘটনাস্থানের ছবি
author img

By

Published : Jun 15, 2019, 12:04 PM IST

Updated : Jun 15, 2019, 3:32 PM IST

জগদ্দল, 15 জুন : সকাল থেকেই উত্তপ্ত জগদ্দলের ঘোষপাড়া । ব্যবসায়ীদের অবরোধকে কেন্দ্র করে বিক্ষোভ চরম আকার নেয় । পুলিশের তিনটি গাড়িতে ভাঙচুর চালায় অবরোধকারীরা । পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয় । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় কমব্যাট ফোর্স ও কুইক রেসপন্স টিম ।

দেখুন ভিডিয়ো

স্থানীয়দের অভিযোগ, গতকাল তল্লাশির নামে উত্তর 24 পরগণার জগদ্দলের বেশ কয়েকটি দোকানে লুটপাট চালায় দুষ্কৃতীরা । তারা পুলিশের পোশাক পরে এসে দোকানে ভাঙচুর চালায় । এর জেরে আজ সকালে ঘোষপাড়া এলাকায় পথ অবরোধ করে স্থানীয় ব্যবসায়ীরা । ঘটনাস্থানে পুলিশ পৌঁছাতেই এই অবরোধ বিক্ষোভের আকার নেয় । পুলিশি নিষ্ক্রিয়তার দাবি তুলে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা । পরে পুলিশকে লক্ষ্য করে ছোড়া হয় ইট । পালটা লাঠিচার্জ করে পুলিশও । উত্তেজিত জনতা পুলিশের গাড়িতে ভাঙচুর চালায়।

জগদ্দল, 15 জুন : সকাল থেকেই উত্তপ্ত জগদ্দলের ঘোষপাড়া । ব্যবসায়ীদের অবরোধকে কেন্দ্র করে বিক্ষোভ চরম আকার নেয় । পুলিশের তিনটি গাড়িতে ভাঙচুর চালায় অবরোধকারীরা । পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয় । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় কমব্যাট ফোর্স ও কুইক রেসপন্স টিম ।

দেখুন ভিডিয়ো

স্থানীয়দের অভিযোগ, গতকাল তল্লাশির নামে উত্তর 24 পরগণার জগদ্দলের বেশ কয়েকটি দোকানে লুটপাট চালায় দুষ্কৃতীরা । তারা পুলিশের পোশাক পরে এসে দোকানে ভাঙচুর চালায় । এর জেরে আজ সকালে ঘোষপাড়া এলাকায় পথ অবরোধ করে স্থানীয় ব্যবসায়ীরা । ঘটনাস্থানে পুলিশ পৌঁছাতেই এই অবরোধ বিক্ষোভের আকার নেয় । পুলিশি নিষ্ক্রিয়তার দাবি তুলে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা । পরে পুলিশকে লক্ষ্য করে ছোড়া হয় ইট । পালটা লাঠিচার্জ করে পুলিশও । উত্তেজিত জনতা পুলিশের গাড়িতে ভাঙচুর চালায়।

Meerut (Uttar Pradesh), June 15 (ANI): A massive fire broke out in a pesticide factory in uttar Pradesh's Meerut today. The fire further spread to an adjacent factory in Mohkampur industrial area of Meerut. Around nine fire tenders are present at the spot. Fire fighting operations are underway. More details are awaited in this regard. Further investigation in the matter is underway.
Last Updated : Jun 15, 2019, 3:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.