ETV Bharat / state

সাগরদত্ত হাসপাতালে কোরোনা চিকিৎসার বিরোধিতা, দফায় দফায় উত্তপ্ত কামারহাটি

author img

By

Published : Jun 15, 2020, 10:24 PM IST

সাগরদত্ত হাসপাতালে কোরোনা চিকিৎসার বিরোধিতা করে আজ প্রথমে প্রতিবাদ জানান স্থানীয় কয়েকজন ৷ তারপরই সেই প্রতিবাদ ঘিরে দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে কামারহাটি ৷

Kamarhati
বিক্ষোভকারীদের উপর পুলিশের লাঠিচার্জ

কামারহাটি, 15 জুন : কলেজ অফ মেডিসিন ও সাগর দত্ত হাসপাতালে কোরোনা আক্রান্তদের চিকিৎসার জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল সমস্ত বিভাগ ৷ কিন্তু, এই হাসপাতালে কোরোনা চিকিৎসার বিরোধিতা করে আজ প্রথমে প্রতিবাদ জানান স্থানীয় কয়েকজন ৷ তারপরই সেই প্রতিবাদ ঘিরে দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে কামারহাটি ৷ সরকারের তরফে জানানো হয়েছিল, সাগর দত্ত হাসপাতালেও হবে কোরোনা আক্রান্তের চিকিৎসা ৷ তাই বন্ধ করে দেওয়া হয় সমস্ত বিভাগ ৷ সরকারের এই নির্দেশ পাওয়ার পর বিরোধিতা করেছিলেন ওই হাসপাতালের ইন্টার্নরা ৷

আজ ফের কোরোনা আক্রান্তদের চিকিৎসা বন্ধ করার দাবিতে হাসপাতালের সামনে স্থানীয় কয়েকজন প্রতিবাদ জানান ৷ দাবি তুলতে থাকেন, সাগর দত্ত হাসপাতালে কোরোনা আক্রান্তদের চিকিৎসার জন্য অন্যান্য রোগীরা সমস্যায় পড়ছেন ৷ অভিযোগ, সেইসময় লাঠি হাতে নিয়ে প্রতিবাদীদের বাধা দেয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ৷ শুরু হয় বচসা ৷ প্রতিবাদীদের উপর হামলা চালানোরও অভিযোগ ওঠে ৷ এই ঘটনার প্রতিবাদে কামারহাটি এলাকার তৃণমূল কার্যালয়ে গিয়ে বিক্ষোভ দেখান স্থানীয়রা ৷ ইট-পাথরও ছোড়া হয় ৷ এমনকী, বি টি রোড অবরোধ করে বেশি কিছুক্ষণ বিক্ষোভ দেখান স্থানীয়রা ৷ যার জেরে যানজট তৈরি হয়। ভোগান্তির শিকার হন সাধারণ মানুষ ৷ খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ ৷ অভিযোগ, পুলিশ কোনও কথা না শুনেই অবরোধকারীদের উপর লাঠি চালায় ৷ আর তাতেই উত্তপ্ত হয়ে ওঠে কামারহাটি ৷ কোনওরকমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ৷

পরে বিকেলের দিকে ফের উত্তপ্ত হয়ে ওঠে কামারাহাটি চত্বর ৷ সকালের ঘটনার প্রতিবাদে কামারহাটির বিধায়ক মানস মুখোপাধ্যায়ের নেতৃত্বে CPI(M) কর্মী-সমর্থকরা বেলঘরিয়া থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান ৷ তারপর ফের বি টি রোড অবরোধ করেন তাঁরা ৷ যার জেরে ফের একবার যানজট তৈরি হয় বি টি রোডে ৷ অভিযোগ, তাঁদের উপর লাঠিচার্জ করে অবরোধ তুলে দেয় পুলিশ ৷

বিধায়ক মানস মুখোপাধ্যায় বলেন, "আমরা কোনও অবরোধ করিনি । মিটিং করছিলাম । বেলঘরিয়া থানার IC তারপরেও আমাদের উপর হামলা চালিয়েছে । আমাকে টার্গেট করে লাঠিচার্জ করা হয়েছে । আমাদের কয়েকজন কর্মী জখম হয়েছেন । আমি ঘটনাটি বিধানসভার স্পিকারকে জানাব ।"

কামারহাটি, 15 জুন : কলেজ অফ মেডিসিন ও সাগর দত্ত হাসপাতালে কোরোনা আক্রান্তদের চিকিৎসার জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল সমস্ত বিভাগ ৷ কিন্তু, এই হাসপাতালে কোরোনা চিকিৎসার বিরোধিতা করে আজ প্রথমে প্রতিবাদ জানান স্থানীয় কয়েকজন ৷ তারপরই সেই প্রতিবাদ ঘিরে দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে কামারহাটি ৷ সরকারের তরফে জানানো হয়েছিল, সাগর দত্ত হাসপাতালেও হবে কোরোনা আক্রান্তের চিকিৎসা ৷ তাই বন্ধ করে দেওয়া হয় সমস্ত বিভাগ ৷ সরকারের এই নির্দেশ পাওয়ার পর বিরোধিতা করেছিলেন ওই হাসপাতালের ইন্টার্নরা ৷

আজ ফের কোরোনা আক্রান্তদের চিকিৎসা বন্ধ করার দাবিতে হাসপাতালের সামনে স্থানীয় কয়েকজন প্রতিবাদ জানান ৷ দাবি তুলতে থাকেন, সাগর দত্ত হাসপাতালে কোরোনা আক্রান্তদের চিকিৎসার জন্য অন্যান্য রোগীরা সমস্যায় পড়ছেন ৷ অভিযোগ, সেইসময় লাঠি হাতে নিয়ে প্রতিবাদীদের বাধা দেয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ৷ শুরু হয় বচসা ৷ প্রতিবাদীদের উপর হামলা চালানোরও অভিযোগ ওঠে ৷ এই ঘটনার প্রতিবাদে কামারহাটি এলাকার তৃণমূল কার্যালয়ে গিয়ে বিক্ষোভ দেখান স্থানীয়রা ৷ ইট-পাথরও ছোড়া হয় ৷ এমনকী, বি টি রোড অবরোধ করে বেশি কিছুক্ষণ বিক্ষোভ দেখান স্থানীয়রা ৷ যার জেরে যানজট তৈরি হয়। ভোগান্তির শিকার হন সাধারণ মানুষ ৷ খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ ৷ অভিযোগ, পুলিশ কোনও কথা না শুনেই অবরোধকারীদের উপর লাঠি চালায় ৷ আর তাতেই উত্তপ্ত হয়ে ওঠে কামারহাটি ৷ কোনওরকমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ৷

পরে বিকেলের দিকে ফের উত্তপ্ত হয়ে ওঠে কামারাহাটি চত্বর ৷ সকালের ঘটনার প্রতিবাদে কামারহাটির বিধায়ক মানস মুখোপাধ্যায়ের নেতৃত্বে CPI(M) কর্মী-সমর্থকরা বেলঘরিয়া থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান ৷ তারপর ফের বি টি রোড অবরোধ করেন তাঁরা ৷ যার জেরে ফের একবার যানজট তৈরি হয় বি টি রোডে ৷ অভিযোগ, তাঁদের উপর লাঠিচার্জ করে অবরোধ তুলে দেয় পুলিশ ৷

বিধায়ক মানস মুখোপাধ্যায় বলেন, "আমরা কোনও অবরোধ করিনি । মিটিং করছিলাম । বেলঘরিয়া থানার IC তারপরেও আমাদের উপর হামলা চালিয়েছে । আমাকে টার্গেট করে লাঠিচার্জ করা হয়েছে । আমাদের কয়েকজন কর্মী জখম হয়েছেন । আমি ঘটনাটি বিধানসভার স্পিকারকে জানাব ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.