ETV Bharat / state

বামেদের ‘টুম্পা সোনা’ প্য়ারোডিতে ক্ষুব্ধ চন্দ্রিমা - পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট

28 ফেব্রুয়ারি ব্রিগেডে উপচে ফেলতে বামেদের নয়া হাতিয়ার ‘টুম্পা সোনা’র প্য়ারোডি ৷ ইতিমধ্যেই যা জনপ্রিয় হয়েছে সোশাল মিডিয়ায় ৷ তবে এই প্রচারে ‘স্থূলতা’র অভিযোগ তুলেছেন রাজ্য়ের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ৷ তাঁর অভিযোগ, এই গানে মহিলাদের অসম্মান করেছেন বামেরা ৷

wb_n24_01_tumpa sona_criticism chandrima_vis_byte_raju_10009
বামেদের ‘টুম্পা সোনা’ প্য়ারোডিতে ক্ষুব্ধ চন্দ্রিমা
author img

By

Published : Feb 21, 2021, 4:24 PM IST

মধ্যমগ্রাম, 21 ফেব্রুয়ারি: এবার ‘টুম্পা সোনা’ গানের বিরোধিতা করে সিপিএমকে আক্রমণ করলেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও তৃণমূল মহিলা কংগ্রেস নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য্য।

রবিবার সকালে মধ্যমগ্রাম জেলা তৃণমূল পার্টি অফিসে ‘বাংলা নিজের মেয়েকেই চায়’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধনে হাজির হয়েছিলেন চন্দ্রিমা ৷ সেখানে তিনি বলেন, ‘‘এত স্থূল একটা প্রচার বাংলার মানুষ অন্তত আশা করেনি সিপিএমের কাছ থেকে ৷ 34 বছরে অনেক যন্ত্রণা দিয়েছে ৷ সেই যন্ত্রণার জবাব মানুষ 2011 সালেই দিয়েছে ৷ এই ধরনের স্থূল প্রচারে মধ্যে দিয়ে গালাগাল দেওয়া হয়েছে বাংলার মহিলাদের ৷’’

‘টুম্পা সোনা’ গানের মাধ্যমে সিপিএমের বিগ্রেড যাওয়ার ডাককে-ও কটাক্ষ করেছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ৷ তাঁর প্রশ্ন, ‘‘বিগ্রেডে যত মহিলা যাবেন, তাঁরা সবাই কি টুম্পা? টুম্পা বলে মহিলাদের অপমান করার স্পর্ধা কে দিয়েছে? এই গানে রীতিমতো মহিলাদের অপমান করা হয়েছে ৷ এটা কোন জায়গার জীবনমুখী গান? সিপিএমের মহিলা সংগঠন কি অস্তিত্ব হারিয়েছে? তাঁরা কেন কিছু বলছেন না? আমরা এই ধরনের গানের তীব্র বিরোধিতা করছি ৷’’

আরও পড়ুন: ভোটের ঝড় তুলতে ময়দানে টুম্পা...

‘টুম্পা সোনা’ গানের মাধ্যমে বামেরা কি বোঝাতে চেয়েছে, তা নিয়েও প্রশ্ন তুলেছেন চন্দ্রিমা ৷ ‘টুম্পা সোনা’ গান নিজের ফেসবুকে পোস্ট করার জন্য সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রের সমালোচনা করেন তিনি ৷ এই বিষয়ে চন্দ্রিমা বলেন, ‘‘সূর্যবাবুর মতো নেতার কাছ থেকে এটা আশা করা যায় না ৷ এই গানে মহিলাদের প্রতি যে অবমাননাকর শব্দ ব্যবহার করা হয়েছে, তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা ৷ দল এবং মহিলা সংগঠনও এর বিরোধিতা করছে ৷’’

আব্বাস সিদ্দিকীর ভোটের ময়দানে লড়াই ও বিভিন্ন কর্মসূচি প্রসঙ্গে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ‘‘বাংলার মতো রাজ্য আছে বলেই সমস্ত রাজনৈতিক দল তাঁদের মতো করে কর্মসূচি পালন করতে পারছে ৷ তবে, বাংলার জনগণ স্থির করে ফেলেছেন, ‘বাংলা নিজের মেয়েকেই চায়’ ৷

এদিনের কর্মসূচিতে চন্দ্রিমা ছাড়াও হাজির ছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, বিধায়ক নির্মল ঘোষ, রথীন ঘোষ, রফিকার রহমান, দেবেশ মণ্ডল প্রমূখ ৷

মধ্যমগ্রাম, 21 ফেব্রুয়ারি: এবার ‘টুম্পা সোনা’ গানের বিরোধিতা করে সিপিএমকে আক্রমণ করলেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও তৃণমূল মহিলা কংগ্রেস নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য্য।

রবিবার সকালে মধ্যমগ্রাম জেলা তৃণমূল পার্টি অফিসে ‘বাংলা নিজের মেয়েকেই চায়’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধনে হাজির হয়েছিলেন চন্দ্রিমা ৷ সেখানে তিনি বলেন, ‘‘এত স্থূল একটা প্রচার বাংলার মানুষ অন্তত আশা করেনি সিপিএমের কাছ থেকে ৷ 34 বছরে অনেক যন্ত্রণা দিয়েছে ৷ সেই যন্ত্রণার জবাব মানুষ 2011 সালেই দিয়েছে ৷ এই ধরনের স্থূল প্রচারে মধ্যে দিয়ে গালাগাল দেওয়া হয়েছে বাংলার মহিলাদের ৷’’

‘টুম্পা সোনা’ গানের মাধ্যমে সিপিএমের বিগ্রেড যাওয়ার ডাককে-ও কটাক্ষ করেছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ৷ তাঁর প্রশ্ন, ‘‘বিগ্রেডে যত মহিলা যাবেন, তাঁরা সবাই কি টুম্পা? টুম্পা বলে মহিলাদের অপমান করার স্পর্ধা কে দিয়েছে? এই গানে রীতিমতো মহিলাদের অপমান করা হয়েছে ৷ এটা কোন জায়গার জীবনমুখী গান? সিপিএমের মহিলা সংগঠন কি অস্তিত্ব হারিয়েছে? তাঁরা কেন কিছু বলছেন না? আমরা এই ধরনের গানের তীব্র বিরোধিতা করছি ৷’’

আরও পড়ুন: ভোটের ঝড় তুলতে ময়দানে টুম্পা...

‘টুম্পা সোনা’ গানের মাধ্যমে বামেরা কি বোঝাতে চেয়েছে, তা নিয়েও প্রশ্ন তুলেছেন চন্দ্রিমা ৷ ‘টুম্পা সোনা’ গান নিজের ফেসবুকে পোস্ট করার জন্য সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রের সমালোচনা করেন তিনি ৷ এই বিষয়ে চন্দ্রিমা বলেন, ‘‘সূর্যবাবুর মতো নেতার কাছ থেকে এটা আশা করা যায় না ৷ এই গানে মহিলাদের প্রতি যে অবমাননাকর শব্দ ব্যবহার করা হয়েছে, তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা ৷ দল এবং মহিলা সংগঠনও এর বিরোধিতা করছে ৷’’

আব্বাস সিদ্দিকীর ভোটের ময়দানে লড়াই ও বিভিন্ন কর্মসূচি প্রসঙ্গে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ‘‘বাংলার মতো রাজ্য আছে বলেই সমস্ত রাজনৈতিক দল তাঁদের মতো করে কর্মসূচি পালন করতে পারছে ৷ তবে, বাংলার জনগণ স্থির করে ফেলেছেন, ‘বাংলা নিজের মেয়েকেই চায়’ ৷

এদিনের কর্মসূচিতে চন্দ্রিমা ছাড়াও হাজির ছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, বিধায়ক নির্মল ঘোষ, রথীন ঘোষ, রফিকার রহমান, দেবেশ মণ্ডল প্রমূখ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.