ETV Bharat / state

Deganga Businessman Kidnap : দেগঙ্গায় আগ্নেয়াস্ত্র দেখিয়ে ব্যবসায়ীকে মারধর-অপহরণ - Businessman Kidnapped in Deganga

উত্তর 24 পরগনার দেগঙ্গার অনন্তপাড়ায় এক ব‍্যবসায়ীকে মারধরের পর অপহরণের অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে (Deganga Businessman Kidnap)। অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করে পুলিশ ৷

Deganga Crime News
দেগঙ্গায় ব্যবসায়ীকে অপহরন
author img

By

Published : May 6, 2022, 8:17 AM IST

দেগঙ্গা, 6 মে : সামান্য ঝামেলা ! তাতেই আগ্নেয়াস্ত্র উঁচিয়ে ব‍্যবসায়ীকে মারধরের পর অপহরণের অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে (Deganga Businessman Kidnap)। ঘটনাটি ঘটে উত্তর 24 পরগনার দেগঙ্গার অনন্তপাড়ায় । ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায় ৷

ঘটনার সূত্রপাত ঈদের দিন । জানা যায়, মঙ্গলবার অশোকনগরের খোসদেলপুর এলাকার এক যুবকের বিরুদ্ধে অনন্তপাড়ায় এসে অশ্লীল আচরণ করার অভিযোগ ওঠে । সেই ঘটনার প্রতিবাদ করেন স্থানীয় ব‍্যবসায়ী হালিম মণ্ডল । এনিয়ে সেই সময় যুবকের সঙ্গে বচসাও বাঁধে ওই ব্যবসায়ীর । সেই দৃশ্য দেখে স্থানীয় লোকজন ছুটে এসে ওই যুবককে মারধর করতে উদ্ধত হয় বলে জানা যায় । যদিও, স্থানীয় জনপ্রতিনিধির হস্তক্ষেপে সেই সমস্যা মিটে যায় তখনকার মতো ।

বৃহস্পতিবার বিকেলে ওই যুবক অশোকনগরের খোসদেলপুর এলাকা থেকে একটি ম‍্যাটাডোরে লোক ভর্তি করে দেগঙ্গার অনন্তপাড়ায় আসে । এরপরই ব‍্যবসায়ী হালিম মণ্ডলকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে তাড়া করে বলে অভিযোগ । ভয়ে প্রাণ বাঁচাতে ব‍্যবসায়ী আশ্রয় নেন স্থানীয় এক মহিলার বাড়িতে । সেখানেও রীতিমতো দুষ্কৃতীরা তাণ্ডব চালায় বলে অভিযোগ উঠেছে । এরপর মহিলার বাড়ি থেকে মারতে মারতে ওই ব‍্যবসায়ীকে তুলে নিয়ে যায় দুষ্কৃতীরা । প্রকাশ্যে দিনের আলোয় এমন ঘটনায় আতঙ্ক ছড়ায় এলাকায় । ঘটনার প্রতিবাদে পথে নামেন এলাকার বাসিন্দারা । তাঁরা জোটবদ্ধ হয়ে অবরোধ শুরু করেন বেলিয়াঘাটা-ইছাপুর রোডে । ঘণ্টাখানেকের বেশি সময় ধরে অবরোধ চলায় ফলে যানচলাচল স্তব্ধ হয়ে পড়ে ৷ পরে, পুলিশ এসে পরিস্থিতির সামাল দেয় ৷

আরও পড়ুন : বন্ধুপ্রকাশের পরিবারকে অপহরণ করে নবান্নে নিয়ে যাওয়া হয়েছে, অভিযোগ রাহুলের

এদিকে অপহরণের ঘটনার পরই তৎপর হয়ে ওঠে দেগঙ্গা থানার পুলিশ । তাঁরা বিষয়টি জানান অশোকনগর থানার পুলিশকে । এরপর পুলিশি সক্রিয়তায় অশোকনগর থানা এলাকা থেকে উদ্ধার করা হয় অপহৃত ব্যবসায়ীকে । পুলিশ সূত্রে জানা গিয়েছে, অপহরণকারীর খোঁজ মেলেনি এখনও । তাদের গ্রেফতার করার চেষ্টা চলছে ৷

দেগঙ্গা, 6 মে : সামান্য ঝামেলা ! তাতেই আগ্নেয়াস্ত্র উঁচিয়ে ব‍্যবসায়ীকে মারধরের পর অপহরণের অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে (Deganga Businessman Kidnap)। ঘটনাটি ঘটে উত্তর 24 পরগনার দেগঙ্গার অনন্তপাড়ায় । ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায় ৷

ঘটনার সূত্রপাত ঈদের দিন । জানা যায়, মঙ্গলবার অশোকনগরের খোসদেলপুর এলাকার এক যুবকের বিরুদ্ধে অনন্তপাড়ায় এসে অশ্লীল আচরণ করার অভিযোগ ওঠে । সেই ঘটনার প্রতিবাদ করেন স্থানীয় ব‍্যবসায়ী হালিম মণ্ডল । এনিয়ে সেই সময় যুবকের সঙ্গে বচসাও বাঁধে ওই ব্যবসায়ীর । সেই দৃশ্য দেখে স্থানীয় লোকজন ছুটে এসে ওই যুবককে মারধর করতে উদ্ধত হয় বলে জানা যায় । যদিও, স্থানীয় জনপ্রতিনিধির হস্তক্ষেপে সেই সমস্যা মিটে যায় তখনকার মতো ।

বৃহস্পতিবার বিকেলে ওই যুবক অশোকনগরের খোসদেলপুর এলাকা থেকে একটি ম‍্যাটাডোরে লোক ভর্তি করে দেগঙ্গার অনন্তপাড়ায় আসে । এরপরই ব‍্যবসায়ী হালিম মণ্ডলকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে তাড়া করে বলে অভিযোগ । ভয়ে প্রাণ বাঁচাতে ব‍্যবসায়ী আশ্রয় নেন স্থানীয় এক মহিলার বাড়িতে । সেখানেও রীতিমতো দুষ্কৃতীরা তাণ্ডব চালায় বলে অভিযোগ উঠেছে । এরপর মহিলার বাড়ি থেকে মারতে মারতে ওই ব‍্যবসায়ীকে তুলে নিয়ে যায় দুষ্কৃতীরা । প্রকাশ্যে দিনের আলোয় এমন ঘটনায় আতঙ্ক ছড়ায় এলাকায় । ঘটনার প্রতিবাদে পথে নামেন এলাকার বাসিন্দারা । তাঁরা জোটবদ্ধ হয়ে অবরোধ শুরু করেন বেলিয়াঘাটা-ইছাপুর রোডে । ঘণ্টাখানেকের বেশি সময় ধরে অবরোধ চলায় ফলে যানচলাচল স্তব্ধ হয়ে পড়ে ৷ পরে, পুলিশ এসে পরিস্থিতির সামাল দেয় ৷

আরও পড়ুন : বন্ধুপ্রকাশের পরিবারকে অপহরণ করে নবান্নে নিয়ে যাওয়া হয়েছে, অভিযোগ রাহুলের

এদিকে অপহরণের ঘটনার পরই তৎপর হয়ে ওঠে দেগঙ্গা থানার পুলিশ । তাঁরা বিষয়টি জানান অশোকনগর থানার পুলিশকে । এরপর পুলিশি সক্রিয়তায় অশোকনগর থানা এলাকা থেকে উদ্ধার করা হয় অপহৃত ব্যবসায়ীকে । পুলিশ সূত্রে জানা গিয়েছে, অপহরণকারীর খোঁজ মেলেনি এখনও । তাদের গ্রেফতার করার চেষ্টা চলছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.