উত্তর 24 পরগনা, 2 ফেব্রুয়ারি : যাত্রীদের লাগেজ বহন করতে দেওয়া এবং ট্রাক চালক ও খালাসিদের বেনাপোলে যাওয়ার পর দিনের দিন দেশে ফিরে আসতে দেওয়া দাবিতে পেট্রাপোল বন্দরে রবিবার থেকে চলছিল শ্রমিকদের কর্মবিরতি। ওই আন্দোলনের জেরে পেট্রাপোল সীমান্তে ভারত-বাংলাদেশ যাত্রী পরিবহণ সহ বাণিজ্য সম্পূর্ণভাবে বন্ধ হয়েছিল ৷ পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষের আশ্বাসে মঙ্গলবার উঠে গেল শ্রমিকদের কর্মবিরতি।
পেট্রাপোল বন্দরের শ্রমিক নেতা প্রভাস পাল বলেন, ‘‘আমাদের মূল দু'টি দাবির একটি দাবি বন্দর কর্তৃপক্ষ মেনে নিয়েছে। আরেকটি দাবি আলোচনার জন্য 20 ফেব্রুয়ারি পর্যন্ত সময় নিয়েছেন। তারপরই আমরা কর্মবিরতি আন্দোলন তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’’
বন্দরের ব্যবসায়ীরা জানিয়েছিলেন, শ্রমিকদের লাগেজ বহন করতে দিতে হবে এবং ট্রাকচালক ও খালাসিদের বেনাপোলে যাওয়ার পর দিনের দিন দেশে ফিরে আসতে দিতে হবে। সঙ্গে আরও কয়েকটি দাবি নিয়ে পেট্রাপোল বন্দরের শ্রমিকরা ‘জীবন-জীবিকা বাঁচাও কমিটি’ গড়ে আন্দোলন শুরু করেছিলেন। রবিবার থেকে পেট্রাপোল স্থলবন্দরে অনির্দিষ্টকালের জন্য তাঁরা কর্মবিরতির ডাক দিয়েছিলেন। ওই কর্মবিরতির ফলে সীমান্তে ব্যবসা-বাণিজ্য, যাত্রী পরিবহণ, মুদ্রা বিনিময় কেন্দ্র, দোকানপাট বন্ধ ছিল।
আরও পড়ুন : পেট্রাপোল বন্দরে বন্ধ ভারত-বাংলাদেশ সীমান্ত বাণিজ্য
জীবন-জীবিকা বাঁচাও কমিটির সদস্য দীপক ঘোষ বলেন, ‘‘মঙ্গলবার জীবন-জীবিকা বাঁচাও কমিটির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন বন্দর কর্তৃপক্ষ ও বিএসএফের আধিকারিকরা। ট্রাকচালকদের দাবি মেনে নেওয়া হয়েছে। শ্রমিকদের দাবি পূরণ করার জন্য 20 তারিখ পর্যন্ত সময় চেয়েছে বন্দর কর্তৃপক্ষ। তাই, আজ থেকে কর্মবিরতি তুলে নেওয়া হয়েছে।’’