ETV Bharat / state

দুটি বাসের সংঘর্ষে আহত ২০ - দুর্ঘটনা

গতকাল সন্ধ্যাবেলায় ভাঙড় –শ্যামবাজার রুটের (91 নম্বর রুট) একটি বাস অল্প কয়েকজন যাত্রী নিয়ে দ্রুত গতিতে রাজারহাটের দিকে যাচ্ছিল । সেই সময় শ্যামবাজার-পোলেরহাট রুটের আরেকটি বাস পোলেরহাট ফিরছিল । শিখরপুরের কাছে বৈদিক ভিলেজ সাব স্টেশনের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে 91 নম্বর রুটের বাসটি পোলেরহাটের বাসে মুখোমুখি ধাক্কা মারে ।

দুর্ঘটনায় দুমড়ে, মুচড়ে গেছে বাস
author img

By

Published : Oct 10, 2019, 10:24 AM IST

রাজারহাট, 10 অক্টোবর : দু'টি বাসের মুখোমুখি সংঘর্ষে আহত হলেন 20 জন । তার মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর । আহতদের মধ্যে কয়েকজন শিশু ও মহিলা রয়েছেন । আহত হয়েছেন একটি বাসের চালকও ৷ শিখরপুরের কাছে বৈদিক ভিলেজে সাব স্টেশনের কাছে দুর্ঘটনাটি ঘটে ৷ আহতদের উদ্ধার করে রেকজোয়ানি ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় । বাস দুটিকে আটক করা হয়েছে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে রাজারহাট থানার পুলিশ ।

গতকাল সন্ধ্যাবেলায় ভাঙড়–শ্যামবাজার রুটের (91 নম্বর রুট) একটি বাস অল্প কয়েকজন যাত্রী নিয়ে দ্রুত গতিতে রাজারহাটের দিকে যাচ্ছিল । সেই সময় শ্যামবাজার-পোলেরহাট রুটের আরেকটি বাস পোলেরহাট ফিরছিল । শিখরপুরের কাছে বৈদিক ভিলেজ সাব স্টেশনের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে 91 নম্বর রুটের বাসটি পোলেরহাটের বাসে মুখোমুখি ধাক্কা মারে । 91 নম্বর বাসের দুই শিশুর মাথা ফেটে যায় ৷ আহত হন কয়েকজন মহিলা ৷ আহত হন আরও কয়েকজন ব্যক্তি । পোলেরহাট রুটের বাসটির কেবিন সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায় । আটকে পড়েন ওই বাসের চালক কালাম মোল্লা । ঘণ্টাখানেকের চেষ্টায় গ্যাস কাটার দিয়ে স্টিয়ারিং ও গাড়ির কেবিন কেটে তাঁকে উদ্ধার করা হয় ।

পোলেরহাত রুটের স্টাটার মুকুল মোল্লার অভিযোগ, 91 নম্বর রুটের বাসটির বেপরোয়া গতির জন্যই দুর্ঘটনা ঘটেছে । আহতদের মধ্যে কয়েকজনের গুরুতর বলে জানা গেছে ৷

রাজারহাট, 10 অক্টোবর : দু'টি বাসের মুখোমুখি সংঘর্ষে আহত হলেন 20 জন । তার মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর । আহতদের মধ্যে কয়েকজন শিশু ও মহিলা রয়েছেন । আহত হয়েছেন একটি বাসের চালকও ৷ শিখরপুরের কাছে বৈদিক ভিলেজে সাব স্টেশনের কাছে দুর্ঘটনাটি ঘটে ৷ আহতদের উদ্ধার করে রেকজোয়ানি ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় । বাস দুটিকে আটক করা হয়েছে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে রাজারহাট থানার পুলিশ ।

গতকাল সন্ধ্যাবেলায় ভাঙড়–শ্যামবাজার রুটের (91 নম্বর রুট) একটি বাস অল্প কয়েকজন যাত্রী নিয়ে দ্রুত গতিতে রাজারহাটের দিকে যাচ্ছিল । সেই সময় শ্যামবাজার-পোলেরহাট রুটের আরেকটি বাস পোলেরহাট ফিরছিল । শিখরপুরের কাছে বৈদিক ভিলেজ সাব স্টেশনের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে 91 নম্বর রুটের বাসটি পোলেরহাটের বাসে মুখোমুখি ধাক্কা মারে । 91 নম্বর বাসের দুই শিশুর মাথা ফেটে যায় ৷ আহত হন কয়েকজন মহিলা ৷ আহত হন আরও কয়েকজন ব্যক্তি । পোলেরহাট রুটের বাসটির কেবিন সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায় । আটকে পড়েন ওই বাসের চালক কালাম মোল্লা । ঘণ্টাখানেকের চেষ্টায় গ্যাস কাটার দিয়ে স্টিয়ারিং ও গাড়ির কেবিন কেটে তাঁকে উদ্ধার করা হয় ।

পোলেরহাত রুটের স্টাটার মুকুল মোল্লার অভিযোগ, 91 নম্বর রুটের বাসটির বেপরোয়া গতির জন্যই দুর্ঘটনা ঘটেছে । আহতদের মধ্যে কয়েকজনের গুরুতর বলে জানা গেছে ৷

Intro:



রাজারহাট, ৯ অক্টোবর: দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। যাঁদের মধ্যে পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের মধ্যে কয়েকজন শিশু ও মহিলাও আছেন। এক বাসের চালককে গ্যাস কাটার দিয়ে বাসের একাংশ কেটে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ আহতদের দ্রুত উদ্ধার করে রেকজোয়ানী ব্লক স্বাস্থ্যকেন্দ্রে পাঠায় চিকিৎসার জন্য। বাস দুটিকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে রাজারহাট থানার পুলিশ।


Body:বুধবার সন্ধ্যা বেলায় ভাঙড় –শ্যামবাজার রুটের (৯১ নং রুট) একটি বাস অল্প কয়েকজন যাত্রী নিয়ে দ্রুতগতিতে রাজারহাটের দিকে যাচ্ছিল। সেই সময় শ্যামবাজার- পোলেরহাট রুটের আরেকটি বাস পোলেরহাট ফিরছিল। শিখরপুরের কাছে বৈদিক ভিলেজ সাব ষ্টেশনের সামনে নিয়ন্ত্রন হারিয়ে ৯১ টি বাসটি পোলেরহাটের বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটায়। ৯১ নং বাসে বসা দুটি শিশুর মাথা ফেটে যায়, মহিলারা আহত হন। এক ব্যাঙ্ক কর্মচারীর চশমা ভেঙে তাঁর চোখের ভিতর ঢুকে যায়। সৌমেন চক্রবর্তী নামে এক যাত্রীর হাঁটুতে গুরুতর আঘাত হয়। তীব্র সংঘর্ষের জেরে উল্টোদিকের গাড়ির কেবিন সম্পূর্ন দুমড়ে মুচড়ে যায়। তাতে আটকে পড়েন বাসের চালক কালাম মোল্লা। ঘন্টা খানেকের চেষ্টায় গ্যাস কাটার দিয়ে স্টিয়ারিং ও গাড়ির কেবিন কেটে তাঁকে উদ্ধার করা হয়। পোলেরহাত রুটের স্টাটার মুকুল মোল্লার দাবি, ৯১ রুটের বাসটির বেপরোয়া গতির জন্য এই দুর্ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে কয়েকজন যাত্রী মৃত্যুর সঙ্গে লড়াই করছে। তবে এদিনের ঘটনা ফের একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল রাজারহাট এলাকাতে রাস্তার পরিকাঠামো গত সমস্যাকে। যেখানে সরু রাস্তায় দুটি বাস চালানোর মতন পরিকাঠামোগত অভাব হয়েছে। বাসের দৌরাত্ম্যের কারণে প্রায় ২০ প্রাণ আশঙ্কার মধ্যে কাটাচ্ছে।Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.