ETV Bharat / state

Arms Recovered: ভারত বাংলাদেশ সীমান্তে বিপুল পরিমাণ কার্তুজ-সহ অস্ত্র উদ্ধার বিএসএফের - ভারত বাংলাদেশ সীমান্তে বিপুল পরিমাণ কার্তুজ

উত্তর 24 পরগনার ভারত বাংলাদেশ সীমান্ত থেকে বিপুল পরিমাণ কার্তুজ-সহ অস্ত্র উদ্ধার করল বিএসএফ ৷ এই অস্ত্রগুলি ভারতে থেকে বাংলাদেশে পাচার করা হচ্ছিল বলে খবর ৷

Arms Recovered in North 24 Parganas
অস্ত্র উদ্ধার
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 30, 2023, 4:35 PM IST

কলকাতা, 30 সেপ্টেম্বর: ফের চোরাচালানকে ব্যর্থ করে ভারত বাংলাদেশ সীমান্ত থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করল বিএসএফ ৷ আন্তর্জাতিক সীমান্ত থেকে 4টি পিস্তল, 8টি ম্যাগাজিন ও 50টি কার্তুজ বাজেয়াপ্ত করা হয়েছে । চোরাকারবারীরা অস্ত্রগুলি ভারত থেকে বাংলাদেশে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল বলে জানা গিয়েছে । ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার বাগদা থানার আন্তর্জাতিক সীমান্তে মোতায়েন 68 ব্যাটালিয়নের মধুপুর এলাকার ।

সূত্রের খবর, শুক্রবার রাত সাড়ে বারোটা নাগাদ জওয়ানরা নজরদারি ক্যামেরায় ভারতের দিক থেকে তিনজনকে কাঁটাতার দিকে এগোতে দেখেন । বিএসএফ জওয়ানরা তাদের সতর্ক করেন । চোরাকারবারীদের থামানোর চেষ্টাও করা হয় । কিন্তু তারা সীমান্তের দিকে এগিয়ে আসে থাকে । তখন শূন্যে গুলি চালায় জওয়ানরা । গুলির আওয়াজ শুনে চোরাকারবারীরা ঘন ঝোপের সুযোগ নিয়ে নিজ নিজ দিকে পালিয়ে যায় । তারপরে জওয়ানরা এলাকাটি পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি চালায় । এতে একটি ব্যাগ উদ্ধার হয় । যাতে 4টি ইউএসএ-তৈরি পিস্তল, 8টি ম্যাগাজিন এবং 50টি তাজা কার্তুজ পাওয়া যায় । বাজেয়াপ্ত জিনিসপত্র বাগদা থানায় হস্তান্তর করা হয়েছে ।

বিএসএফ দক্ষিণবঙ্গ সীমান্তের জনসংযোগ আধিকারিক ডিআইজি একে আর্য সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার সৈন্যদের কৃতিত্বে আনন্দ প্রকাশ করেছেন । তিনি বলেন, "বাজেয়াপ্ত করা অস্ত্রের পেছনে কারা রয়েছে তা খুঁজে বের করতে বিএসএফের গোয়েন্দা বিভাগ কাজ করছে । কর্তব্যরত সৈনিকদের সতর্কতার কারণেই এ ধরনের চোরাচালান বন্ধ করা সম্ভব হয়েছে ।"

আরও পড়ুন: সীমান্তে রেকর্ড সোনা বাজেয়াপ্ত বিএসএফের, 9 মাসেই 120 কেজি

ধারাবাহিক নজরদারি ও গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে সফলতা পাচ্ছে বিএসএফ । বাংলাদেশ সীমান্ত থেকে সামগ্রী-সহ অধিকাংশ ক্ষেত্রেই চোরাকারবারীদের পাকড়াও করেছেন জওয়ানরা । সূত্রের দাবি, গত বছর বিএসএফ শুধুমাত্র দক্ষিণবঙ্গে ভারত-বাংলাদেশ সীমান্তে 114 কেজি সোনা বাজেয়াপ্ত করেছিল । এ বছর 24 সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গ সীমান্তে 120 কেজি সোনা বাজেয়াপ্ত করা হয়েছে । যার বর্তমান বাজার মূল্য প্রায় 72 কোটি টাকা ।

কলকাতা, 30 সেপ্টেম্বর: ফের চোরাচালানকে ব্যর্থ করে ভারত বাংলাদেশ সীমান্ত থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করল বিএসএফ ৷ আন্তর্জাতিক সীমান্ত থেকে 4টি পিস্তল, 8টি ম্যাগাজিন ও 50টি কার্তুজ বাজেয়াপ্ত করা হয়েছে । চোরাকারবারীরা অস্ত্রগুলি ভারত থেকে বাংলাদেশে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল বলে জানা গিয়েছে । ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার বাগদা থানার আন্তর্জাতিক সীমান্তে মোতায়েন 68 ব্যাটালিয়নের মধুপুর এলাকার ।

সূত্রের খবর, শুক্রবার রাত সাড়ে বারোটা নাগাদ জওয়ানরা নজরদারি ক্যামেরায় ভারতের দিক থেকে তিনজনকে কাঁটাতার দিকে এগোতে দেখেন । বিএসএফ জওয়ানরা তাদের সতর্ক করেন । চোরাকারবারীদের থামানোর চেষ্টাও করা হয় । কিন্তু তারা সীমান্তের দিকে এগিয়ে আসে থাকে । তখন শূন্যে গুলি চালায় জওয়ানরা । গুলির আওয়াজ শুনে চোরাকারবারীরা ঘন ঝোপের সুযোগ নিয়ে নিজ নিজ দিকে পালিয়ে যায় । তারপরে জওয়ানরা এলাকাটি পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি চালায় । এতে একটি ব্যাগ উদ্ধার হয় । যাতে 4টি ইউএসএ-তৈরি পিস্তল, 8টি ম্যাগাজিন এবং 50টি তাজা কার্তুজ পাওয়া যায় । বাজেয়াপ্ত জিনিসপত্র বাগদা থানায় হস্তান্তর করা হয়েছে ।

বিএসএফ দক্ষিণবঙ্গ সীমান্তের জনসংযোগ আধিকারিক ডিআইজি একে আর্য সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার সৈন্যদের কৃতিত্বে আনন্দ প্রকাশ করেছেন । তিনি বলেন, "বাজেয়াপ্ত করা অস্ত্রের পেছনে কারা রয়েছে তা খুঁজে বের করতে বিএসএফের গোয়েন্দা বিভাগ কাজ করছে । কর্তব্যরত সৈনিকদের সতর্কতার কারণেই এ ধরনের চোরাচালান বন্ধ করা সম্ভব হয়েছে ।"

আরও পড়ুন: সীমান্তে রেকর্ড সোনা বাজেয়াপ্ত বিএসএফের, 9 মাসেই 120 কেজি

ধারাবাহিক নজরদারি ও গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে সফলতা পাচ্ছে বিএসএফ । বাংলাদেশ সীমান্ত থেকে সামগ্রী-সহ অধিকাংশ ক্ষেত্রেই চোরাকারবারীদের পাকড়াও করেছেন জওয়ানরা । সূত্রের দাবি, গত বছর বিএসএফ শুধুমাত্র দক্ষিণবঙ্গে ভারত-বাংলাদেশ সীমান্তে 114 কেজি সোনা বাজেয়াপ্ত করেছিল । এ বছর 24 সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গ সীমান্তে 120 কেজি সোনা বাজেয়াপ্ত করা হয়েছে । যার বর্তমান বাজার মূল্য প্রায় 72 কোটি টাকা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.